Ajker Patrika

গ্রাহকদের বিদ্যুৎ অফিস ঘেরাও, প্রিপেইড মিটার না বসানোর অঙ্গীকার নেসকোর

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 
ঈশ্বরদীতে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে নেসকো অফিস ঘেরাও করেন গ্রাহকেরা। ছবি: আজকের পত্রিকা
ঈশ্বরদীতে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে নেসকো অফিস ঘেরাও করেন গ্রাহকেরা। ছবি: আজকের পত্রিকা

পাবনার ঈশ্বরদীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) গ্রাহকেরা প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রমের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিদ্যুৎ অফিস ঘেরাও করেছেন। টানা তিন ঘণ্টার ঘেরাও কর্মসূচি শেষে নেসকো কর্তৃপক্ষ লিখিতভাবে অঙ্গীকার করেছে যে ঈশ্বরদীতে আর কোনো প্রিপেইড মিটার স্থাপন করা হবে না এবং ইতিপূর্বে লাগানো সব মিটারও পাল্টে দেওয়া হবে। আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ঈশ্বরদীর সর্বস্তরের গ্রাহক এই কর্মসূচি পালন করেন। এ সময় বিদ্যুৎ অফিস কার্যত অচল হয়ে পড়ে।

এর আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে ঈশ্বরদী বিদ্যুৎ অফিসের সামনে সমাবেশে মিলিত হন গ্রাহকেরা। পরে তাঁরা ঈশ্বরদী-পাবনা সড়ক অবরোধ করেন। তবে জনদুর্ভোগের কথা চিন্তা করে আধা ঘণ্টা পর অবরোধ তুলে নিয়ে তাঁরা বিদ্যুৎ অফিস ঘেরাও করেন। এ সময় তাঁরা চলমান প্রিপেইড মিটার বন্ধের জন্য তাৎক্ষণিক সিদ্ধান্তের দাবি জানান। অন্যথায় দাবি না মানা পর্যন্ত নেসকো অফিস ঘেরাও করে রাখা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

বক্তারা বলেন, ‘আমরা ইতিপূর্বে প্রিপেইড মিটারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। তখন নেসকো থেকে দাবি মেনে নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু নেসকো সেই প্রতিশ্রুতি রক্ষা না করে পুনরায় আবাসিকে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম শুরু করেছে, যা খুবই দুঃখজনক।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিন মাহবুব প্রাপ্তি বলেন, ‘প্রিপেইড মিটারে কেউ উপকৃত হচ্ছেন না, বরং সাধারণ মানুষ শোষিত ও হয়রানি হচ্ছে। আমরা বারবার বন্ধের জন্য দাবি করছি। কিন্তু কর্তৃপক্ষ তা মানছে না। বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।’

এ সময় আরও বক্তব্য দেন ‘প্রিপেইড মিটার স্থাপন প্রতিরোধ’ কর্মসূচির সংগঠক আ ফ ম রাজিবুল আলম ইভান, পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, শিক্ষার্থী ফজলে রাব্বি সিয়াম, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়ামুল ইসলাম রিয়াম, খোরশেদ আলম দিপু প্রমুখ।

একপর্যায়ে ক্ষুব্ধ আন্দোলনকারীরা মিছিল নিয়ে অফিসে গেলে নেসকোর আবাসিক প্রকৌশলী (নির্বাহী) আব্দুন নুর আলোচনার একপর্যায়ে গ্রাহকদের দাবি মেনে নিয়ে একটি লিখিত অঙ্গীকার করেন।

তাঁর স্বাক্ষরিত একটি সাদা কাগজে তিনি লেখেন, ‘প্রিপেইড মিটার লাগানো স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করছি। ইতিপূর্বে ঈশ্বরদীতে লাগানো প্রতিটি প্রিপেইড মিটার নেসকো নিজ দায়িত্বে পাল্টে আগের মিটার লাগিয়ে দেবে।’

এই ঘটনার সত্যতা স্বীকার করে নেসকোর আবাসিক প্রকৌশলী আব্দুন নুর বলেন, গ্রাহকদের জোরালো দাবি মেনে নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত