নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ভুলের ছড়াছড়ি। প্রশ্নপত্রে মোট আটটি প্রশ্ন ছিল। এর মধ্যে ছয়টিতেই ভুল পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার এই ভুল প্রশ্নপত্রেই পরীক্ষা হয়। প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের লিখিত অংশের ৫ নম্বর উদ্দীপকে সিগমার মান ০.৫৭ দেওয়া আছে। কিন্তু বাস্তবে সিগমার মান ১ থেকে ০.৫-এর মধ্যে হয়। অর্থাৎ উদ্দীপকের তথ্য বাস্তবসম্মত নয়। এ ছাড়া ৩-এর গ নম্বর প্রশ্নে কাজের পরিমাণ বের করতে বলা হলেও উচ্চতা দেওয়া হয়নি।
৪-এর ঘ নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরের জন্য। যা ৪ নম্বরের জন্য নয়, মুখে মুখেই করা যায়, ব্যাখ্যা-বিশ্লেষণও লাগে না। আর ৭-এর গ নম্বর সমাধানের ক্ষেত্রে পূর্ণাঙ্গ তথ্য নেই। কোনো মাধ্যমেই পানির বেগ নেই। ৮-এর ঘ নম্বর প্রশ্নে কেন্দ্রমুখী জানতে চাওয়া ঠিক হয়নি, লম্ব কি না সেটা জানতে চাওয়া যেত। তাই এ প্রশ্ন সামঞ্জস্যপূর্ণ নয়। আর ৬-এর ঘ-এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
ভুলে ভরা এই প্রশ্নপত্র নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অনেকে। আর একটি কোচিং সেন্টারের ফেসবুক পেজে পরীক্ষার্থীদের উদ্দেশে লেখা হয়েছে, ‘রাজশাহী শিক্ষা বোর্ডে ৮টার মধ্যে মাত্র ৬টা প্রশ্ন ভুল ছিল। সলভ দিয়ে দিলাম, অত না মিলিয়ে দ্বিতীয় পত্রের জন্য প্রস্তুতি নাও।’
রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান শিক্ষাবিদ তানবিরুল আলম বলেন, ‘আমাদের দেশে প্রশ্নপত্রে ভুল ক্রমেই বাড়ছে। প্রতিবছরই কোনো না কোনো ভুল থাকছে। ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়া নিঃসন্দেহে মারাত্মক ক্ষতি। দেশে প্রশ্ন প্রণয়নকারীদের আরও সচেতন হতে হবে। না হলে এমন ভুল চলতেই থাকবে। আর ভুল থেকে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। অভিভাবকেরাও হতাশায় ভুগবে।’
ভুলে ভরা প্রশ্নের বিষয়ে জানতে চাইলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘প্রথমে বলি, প্রশ্নটা আমাদের তৈরি না। কারা প্রশ্ন করেছে পরীক্ষার পরে এটি খুঁজে বের করে করার চেষ্টা করব। আর পরীক্ষার্থীদের যে সুবিধা হয়, সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। ভুল হলে নম্বর দিয়ে দেওয়া হয়, সেটাই হবে।’
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তো ঢাকায় আছি। প্রশ্ন যেখানে হয়, সেখানে পরীক্ষা করে দেখা হয় না। এটি আমাদের নয়, অন্য বোর্ডের প্রশ্ন। এটি খুঁজে বের করা হবে কোন বোর্ড থেকে এই প্রশ্নটি এসেছে। প্রশ্নে ভুল থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।’
কামরুল ইসলাম আরও বলেন, ‘আমরা এটি আন্তবোর্ডের সভায় তুলব। এটি খুবই দুঃখজনক ঘটনা। বারবার বলার পরও তারা এটি করে থাকে। শিক্ষার্থীদের বিষয়টি আমরা দেখব যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়।’

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ভুলের ছড়াছড়ি। প্রশ্নপত্রে মোট আটটি প্রশ্ন ছিল। এর মধ্যে ছয়টিতেই ভুল পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার এই ভুল প্রশ্নপত্রেই পরীক্ষা হয়। প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের লিখিত অংশের ৫ নম্বর উদ্দীপকে সিগমার মান ০.৫৭ দেওয়া আছে। কিন্তু বাস্তবে সিগমার মান ১ থেকে ০.৫-এর মধ্যে হয়। অর্থাৎ উদ্দীপকের তথ্য বাস্তবসম্মত নয়। এ ছাড়া ৩-এর গ নম্বর প্রশ্নে কাজের পরিমাণ বের করতে বলা হলেও উচ্চতা দেওয়া হয়নি।
৪-এর ঘ নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরের জন্য। যা ৪ নম্বরের জন্য নয়, মুখে মুখেই করা যায়, ব্যাখ্যা-বিশ্লেষণও লাগে না। আর ৭-এর গ নম্বর সমাধানের ক্ষেত্রে পূর্ণাঙ্গ তথ্য নেই। কোনো মাধ্যমেই পানির বেগ নেই। ৮-এর ঘ নম্বর প্রশ্নে কেন্দ্রমুখী জানতে চাওয়া ঠিক হয়নি, লম্ব কি না সেটা জানতে চাওয়া যেত। তাই এ প্রশ্ন সামঞ্জস্যপূর্ণ নয়। আর ৬-এর ঘ-এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
ভুলে ভরা এই প্রশ্নপত্র নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অনেকে। আর একটি কোচিং সেন্টারের ফেসবুক পেজে পরীক্ষার্থীদের উদ্দেশে লেখা হয়েছে, ‘রাজশাহী শিক্ষা বোর্ডে ৮টার মধ্যে মাত্র ৬টা প্রশ্ন ভুল ছিল। সলভ দিয়ে দিলাম, অত না মিলিয়ে দ্বিতীয় পত্রের জন্য প্রস্তুতি নাও।’
রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান শিক্ষাবিদ তানবিরুল আলম বলেন, ‘আমাদের দেশে প্রশ্নপত্রে ভুল ক্রমেই বাড়ছে। প্রতিবছরই কোনো না কোনো ভুল থাকছে। ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়া নিঃসন্দেহে মারাত্মক ক্ষতি। দেশে প্রশ্ন প্রণয়নকারীদের আরও সচেতন হতে হবে। না হলে এমন ভুল চলতেই থাকবে। আর ভুল থেকে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। অভিভাবকেরাও হতাশায় ভুগবে।’
ভুলে ভরা প্রশ্নের বিষয়ে জানতে চাইলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘প্রথমে বলি, প্রশ্নটা আমাদের তৈরি না। কারা প্রশ্ন করেছে পরীক্ষার পরে এটি খুঁজে বের করে করার চেষ্টা করব। আর পরীক্ষার্থীদের যে সুবিধা হয়, সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। ভুল হলে নম্বর দিয়ে দেওয়া হয়, সেটাই হবে।’
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তো ঢাকায় আছি। প্রশ্ন যেখানে হয়, সেখানে পরীক্ষা করে দেখা হয় না। এটি আমাদের নয়, অন্য বোর্ডের প্রশ্ন। এটি খুঁজে বের করা হবে কোন বোর্ড থেকে এই প্রশ্নটি এসেছে। প্রশ্নে ভুল থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।’
কামরুল ইসলাম আরও বলেন, ‘আমরা এটি আন্তবোর্ডের সভায় তুলব। এটি খুবই দুঃখজনক ঘটনা। বারবার বলার পরও তারা এটি করে থাকে। শিক্ষার্থীদের বিষয়টি আমরা দেখব যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়।’

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২০ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে