রাজশাহী প্রতিনিধি

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম জনিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নগরীর নওদাপাড়া বাস টার্মিনাল কার্যালয়ে, সংগঠনের এক জরুরি মতবিনিময় সভায় তাঁকে সর্বসম্মতিক্রমে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলী সভায় সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী। সভা শেষে মাহাতাব হোসেন ই কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম জনিকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহাতাব হোসেন চৌধুরী বলেন, জহুরুল ইসলাম জনি মাঝে মাঝেই সংগঠনের মোটা অঙ্কের টাকা নিয়ে লাপাত্তা হয়ে যান। একবার তিনি সংগঠনের টাকা দিয়ে নিজের ফ্ল্যাট নির্মাণ করেছেন। আরেকবার সংগঠনের টাকা দিয়ে নিজের কিস্তি পরিশোধ করেছেন। তিনি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার কারণে শ্রমিকদের প্রাপ্য টাকা দিতে সমস্যায় পড়তে হয়েছে।
মাহাতাব হোসেন চৌধুরী অভিযোগ করেন, জহুরুল ইসলাম জনি দৈনন্দিন আদায়ের ১ লাখ ৮০ হাজার টাকা ও নতুন সদস্য ফরম বিক্রির ৫ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এসব কারণে শ্রমিকদের নিয়ে জরুরি সভা আহ্বান করা হয়েছিল। সভায় সর্বসম্মতিক্রমে জনিকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। সংগঠনের আগামী কার্যনির্বাহী কমিটির সভায় কোষাধ্যক্ষ পদের উপনির্বাচনের দিন-ক্ষণ ঠিক করার ব্যাপারে আলোচনা হবে।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে জহুরুল ইসলাম জনি বলেন, ‘ইউনিয়নের নেতারাই শ্রমিকদের টাকা মেরে খাচ্ছে। আমিই এর প্রতিবাদ করেছি। তাই আমার ব্যাপারে এ সিদ্ধান্ত। আমি যদি অন্যায় করে থাকি তাহলে তার শাস্তি পাব। ভালো কাজ করলে পুরস্কার পাব।’

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম জনিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নগরীর নওদাপাড়া বাস টার্মিনাল কার্যালয়ে, সংগঠনের এক জরুরি মতবিনিময় সভায় তাঁকে সর্বসম্মতিক্রমে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলী সভায় সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী। সভা শেষে মাহাতাব হোসেন ই কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম জনিকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহাতাব হোসেন চৌধুরী বলেন, জহুরুল ইসলাম জনি মাঝে মাঝেই সংগঠনের মোটা অঙ্কের টাকা নিয়ে লাপাত্তা হয়ে যান। একবার তিনি সংগঠনের টাকা দিয়ে নিজের ফ্ল্যাট নির্মাণ করেছেন। আরেকবার সংগঠনের টাকা দিয়ে নিজের কিস্তি পরিশোধ করেছেন। তিনি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার কারণে শ্রমিকদের প্রাপ্য টাকা দিতে সমস্যায় পড়তে হয়েছে।
মাহাতাব হোসেন চৌধুরী অভিযোগ করেন, জহুরুল ইসলাম জনি দৈনন্দিন আদায়ের ১ লাখ ৮০ হাজার টাকা ও নতুন সদস্য ফরম বিক্রির ৫ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এসব কারণে শ্রমিকদের নিয়ে জরুরি সভা আহ্বান করা হয়েছিল। সভায় সর্বসম্মতিক্রমে জনিকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। সংগঠনের আগামী কার্যনির্বাহী কমিটির সভায় কোষাধ্যক্ষ পদের উপনির্বাচনের দিন-ক্ষণ ঠিক করার ব্যাপারে আলোচনা হবে।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে জহুরুল ইসলাম জনি বলেন, ‘ইউনিয়নের নেতারাই শ্রমিকদের টাকা মেরে খাচ্ছে। আমিই এর প্রতিবাদ করেছি। তাই আমার ব্যাপারে এ সিদ্ধান্ত। আমি যদি অন্যায় করে থাকি তাহলে তার শাস্তি পাব। ভালো কাজ করলে পুরস্কার পাব।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে