বগুড়া প্রতিনিধি
বগুড়ায় মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে তুলে নিয়ে স্থানীয় বখাটেরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুই বখাটেকে আটক করেছে। শনিবার বিকেলে বগুড়া শহরের ফুলবাড়ী এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম শাকিল আহমেদ (৪০)। তিনি শিববাটি শাহি মসজিদ এলাকার সাজু মিয়ার ছেলে। পেশায় রিকশাচালক।
বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল শিববাটি এলাকায় জনৈক রানার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তাঁর এক কিশোরী কন্যাকে স্থানীয় এক ব্যক্তি বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু ওই ব্যক্তির বয়স অনেক বেশি হওয়ায় শাকিল বিয়ের প্রস্তাবে রাজি ছিলেন না।
আজ দুপুরের দিকে ১০-১৫ জন বখাটে যুবক শাকিলকে বাড়ি থেকে ফুলবাড়ী এলাকায় করতোয়া নদীর ঘাটে নিয়ে যায়। মেয়ের বিয়ে না দেওয়ার কারণে সেখানে শাকিলকে বেদম মারধর করা হয়। পরে তাঁকে নদীর ঘাটে ফেলে রেখে পালিয়ে যায় বখাটে যুবকেরা। স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিলে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
পুলিশ পরিদর্শক আলমাস আলী বলেন, ঘটনার পরপরই দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মেয়েকে বিয়ে না দেওয়ায় শাকিলকে মারধর করে চাকুসহ পুলিশে দেওয়ার পরিকল্পনা ছিল বখাটে যুবকদের। কিন্তু শাকিল গুরুতর আহত হওয়ার কারণে তাঁকে ফেলে পালিয়ে যায় বখাটে যুবকেরা।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এলাকায় পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।
বগুড়ায় মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে তুলে নিয়ে স্থানীয় বখাটেরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুই বখাটেকে আটক করেছে। শনিবার বিকেলে বগুড়া শহরের ফুলবাড়ী এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম শাকিল আহমেদ (৪০)। তিনি শিববাটি শাহি মসজিদ এলাকার সাজু মিয়ার ছেলে। পেশায় রিকশাচালক।
বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল শিববাটি এলাকায় জনৈক রানার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তাঁর এক কিশোরী কন্যাকে স্থানীয় এক ব্যক্তি বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু ওই ব্যক্তির বয়স অনেক বেশি হওয়ায় শাকিল বিয়ের প্রস্তাবে রাজি ছিলেন না।
আজ দুপুরের দিকে ১০-১৫ জন বখাটে যুবক শাকিলকে বাড়ি থেকে ফুলবাড়ী এলাকায় করতোয়া নদীর ঘাটে নিয়ে যায়। মেয়ের বিয়ে না দেওয়ার কারণে সেখানে শাকিলকে বেদম মারধর করা হয়। পরে তাঁকে নদীর ঘাটে ফেলে রেখে পালিয়ে যায় বখাটে যুবকেরা। স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিলে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
পুলিশ পরিদর্শক আলমাস আলী বলেন, ঘটনার পরপরই দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মেয়েকে বিয়ে না দেওয়ায় শাকিলকে মারধর করে চাকুসহ পুলিশে দেওয়ার পরিকল্পনা ছিল বখাটে যুবকদের। কিন্তু শাকিল গুরুতর আহত হওয়ার কারণে তাঁকে ফেলে পালিয়ে যায় বখাটে যুবকেরা।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এলাকায় পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।
শেরপুরে দলীয় পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে এক ভুক্তভোগীর সংবাদ সম্মেলনের পর বহিষ্কার হয়েছেন জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন আলী (৩৫)। আজ রোববার (১৩ জুলাই) যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
১৮ মিনিট আগেঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংস হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তার দাবি তুলে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন
২৩ মিনিট আগেজাতীয় পার্টির (জাপা) নবনিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, মব ভায়োলেন্স ও রাষ্ট্র একসঙ্গে থাকতে পারে না। মব সৃষ্টি ও প্রকাশ্যে যেভাবে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, তাতে মনে হচ্ছে না সরকার নির্বাচনের ব্যাপারে অনুকূল পরিবেশ সৃষ্টি করছে।
২৭ মিনিট আগেনরসিংদীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তামিম রহমান (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদী রেলস্টেশনের অদূরে জিরো পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে