প্রতিনিধি

রাজশাহী: আগামীকাল থেকে রাজশাহীতে সন্ধ্যা ৭টার পর সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট, দোকান বন্ধ থাকবে। তবে ওষুধ, জরুরি প্রয়োজনীয় দ্রব্য, চিকিৎসা সেবা এবং দাফন ও সৎকারে প্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা রাখা যাবে। আজ বুধবার বিকেল ৪টার দিকে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক আবদুল জলিল।
আগামীকাল বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ বিধিনিষেধ বহাল থাকবে বলেও জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক বলেন, 'আলাদা করে আঞ্চলিক বা বিশেষ লকডাউন দেওয়া হয়নি। দেশব্যাপী যে লকডাউন চলছে সেটিই রাজশাহীতে থাকবে। তবে রাজশাহীতে আরও কয়েকটি বিধিনিষেধ বাড়ানো হয়েছে।'
জেলা প্রশাসক স্বাক্ষরিত অফিস আদেশে ছয়টি বিধিনিষেধের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রথমেই বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট, দোকান বন্ধ থাকবে। তবে ওষুধ, জরুরি প্রয়োজনীয় দ্রব্য, চিকিৎসা সেবা এবং দাফন ও সৎকারে প্রয়োজনীয় দ্রব্যের দোকান এর আওতাভুক্ত থাকবে না।
বিধিনিষেধে আরও বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৭টার পর জরুরি প্রয়োজন ব্যতীত কোনোক্রমেই বাড়ির বাইরে যাওয়া যাবে না। জরুরি প্রয়োজনে চলাচলের ক্ষেত্রে নিজস্ব পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। সামাজিক অনুষ্ঠানসহ সকল ধরনের গণজমায়েত বন্ধ রাখতে হবে। আমসহ অন্যান্য কৃষিপণ্য ও খাদ্যসামগ্রী পরিবহন এই আদেশের বাইরে থাকবে। এসব আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সারা দেশেই লকডাউন চলছে। তবে শর্তসাপেক্ষে মানুষের জীবনযাত্রাও অনেকটা স্বাভাবিক আছে। এরই মধ্যে সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে আলাদাভাবে বিশেষ লকডাউন চলছে। প্রথমে এক সপ্তাহের জন্য লকডাউন দিয়ে পরে আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। নওগাঁতেও আজ বুধবার এই বিশেষ লকডাউন দেওয়া হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগের ল্যাবে গত মঙ্গলবার রাজশাহীর ৯৪টি নমুনা পরীক্ষা করে ৪২ দশমিক ৫৫ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। আগের দিন সোমবার ২১৩টি নমুনা পরীক্ষায় সংক্রমণের হার হয়েছিল ৪৮ দশমিক ৯১ শতাংশ।

রাজশাহী: আগামীকাল থেকে রাজশাহীতে সন্ধ্যা ৭টার পর সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট, দোকান বন্ধ থাকবে। তবে ওষুধ, জরুরি প্রয়োজনীয় দ্রব্য, চিকিৎসা সেবা এবং দাফন ও সৎকারে প্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা রাখা যাবে। আজ বুধবার বিকেল ৪টার দিকে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক আবদুল জলিল।
আগামীকাল বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ বিধিনিষেধ বহাল থাকবে বলেও জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক বলেন, 'আলাদা করে আঞ্চলিক বা বিশেষ লকডাউন দেওয়া হয়নি। দেশব্যাপী যে লকডাউন চলছে সেটিই রাজশাহীতে থাকবে। তবে রাজশাহীতে আরও কয়েকটি বিধিনিষেধ বাড়ানো হয়েছে।'
জেলা প্রশাসক স্বাক্ষরিত অফিস আদেশে ছয়টি বিধিনিষেধের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রথমেই বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট, দোকান বন্ধ থাকবে। তবে ওষুধ, জরুরি প্রয়োজনীয় দ্রব্য, চিকিৎসা সেবা এবং দাফন ও সৎকারে প্রয়োজনীয় দ্রব্যের দোকান এর আওতাভুক্ত থাকবে না।
বিধিনিষেধে আরও বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৭টার পর জরুরি প্রয়োজন ব্যতীত কোনোক্রমেই বাড়ির বাইরে যাওয়া যাবে না। জরুরি প্রয়োজনে চলাচলের ক্ষেত্রে নিজস্ব পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। সামাজিক অনুষ্ঠানসহ সকল ধরনের গণজমায়েত বন্ধ রাখতে হবে। আমসহ অন্যান্য কৃষিপণ্য ও খাদ্যসামগ্রী পরিবহন এই আদেশের বাইরে থাকবে। এসব আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সারা দেশেই লকডাউন চলছে। তবে শর্তসাপেক্ষে মানুষের জীবনযাত্রাও অনেকটা স্বাভাবিক আছে। এরই মধ্যে সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে আলাদাভাবে বিশেষ লকডাউন চলছে। প্রথমে এক সপ্তাহের জন্য লকডাউন দিয়ে পরে আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। নওগাঁতেও আজ বুধবার এই বিশেষ লকডাউন দেওয়া হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগের ল্যাবে গত মঙ্গলবার রাজশাহীর ৯৪টি নমুনা পরীক্ষা করে ৪২ দশমিক ৫৫ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। আগের দিন সোমবার ২১৩টি নমুনা পরীক্ষায় সংক্রমণের হার হয়েছিল ৪৮ দশমিক ৯১ শতাংশ।

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইদের বেধড়ক পিটুনির শিকার হয়ে তোফায়েল আহম্মদ (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তিন ভাইকে আটক করা হয়েছে।
৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ শনিবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ...
২৩ মিনিট আগে
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জোটের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শনিবার রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিনের কার্যালয়ে আসনটির প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির দুটি মৃত কচ্ছপ। দুই দিন আগে থেকে সমুদ্রসৈকতের বালু চরে এসব কচ্ছপ পড়ে থাকতে দেখেন পর্যটক ও স্থানীয়রা। প্রায় তিন ফুট দৈর্ঘ্যের কচ্ছপ দুটির গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বঙ্গোপসাগরে জাহাজ বা জেলেদের জালের আঘাতের কারণে মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে