প্রতিনিধি

রাজশাহী: আগামীকাল থেকে রাজশাহীতে সন্ধ্যা ৭টার পর সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট, দোকান বন্ধ থাকবে। তবে ওষুধ, জরুরি প্রয়োজনীয় দ্রব্য, চিকিৎসা সেবা এবং দাফন ও সৎকারে প্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা রাখা যাবে। আজ বুধবার বিকেল ৪টার দিকে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক আবদুল জলিল।
আগামীকাল বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ বিধিনিষেধ বহাল থাকবে বলেও জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক বলেন, 'আলাদা করে আঞ্চলিক বা বিশেষ লকডাউন দেওয়া হয়নি। দেশব্যাপী যে লকডাউন চলছে সেটিই রাজশাহীতে থাকবে। তবে রাজশাহীতে আরও কয়েকটি বিধিনিষেধ বাড়ানো হয়েছে।'
জেলা প্রশাসক স্বাক্ষরিত অফিস আদেশে ছয়টি বিধিনিষেধের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রথমেই বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট, দোকান বন্ধ থাকবে। তবে ওষুধ, জরুরি প্রয়োজনীয় দ্রব্য, চিকিৎসা সেবা এবং দাফন ও সৎকারে প্রয়োজনীয় দ্রব্যের দোকান এর আওতাভুক্ত থাকবে না।
বিধিনিষেধে আরও বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৭টার পর জরুরি প্রয়োজন ব্যতীত কোনোক্রমেই বাড়ির বাইরে যাওয়া যাবে না। জরুরি প্রয়োজনে চলাচলের ক্ষেত্রে নিজস্ব পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। সামাজিক অনুষ্ঠানসহ সকল ধরনের গণজমায়েত বন্ধ রাখতে হবে। আমসহ অন্যান্য কৃষিপণ্য ও খাদ্যসামগ্রী পরিবহন এই আদেশের বাইরে থাকবে। এসব আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সারা দেশেই লকডাউন চলছে। তবে শর্তসাপেক্ষে মানুষের জীবনযাত্রাও অনেকটা স্বাভাবিক আছে। এরই মধ্যে সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে আলাদাভাবে বিশেষ লকডাউন চলছে। প্রথমে এক সপ্তাহের জন্য লকডাউন দিয়ে পরে আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। নওগাঁতেও আজ বুধবার এই বিশেষ লকডাউন দেওয়া হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগের ল্যাবে গত মঙ্গলবার রাজশাহীর ৯৪টি নমুনা পরীক্ষা করে ৪২ দশমিক ৫৫ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। আগের দিন সোমবার ২১৩টি নমুনা পরীক্ষায় সংক্রমণের হার হয়েছিল ৪৮ দশমিক ৯১ শতাংশ।

রাজশাহী: আগামীকাল থেকে রাজশাহীতে সন্ধ্যা ৭টার পর সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট, দোকান বন্ধ থাকবে। তবে ওষুধ, জরুরি প্রয়োজনীয় দ্রব্য, চিকিৎসা সেবা এবং দাফন ও সৎকারে প্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা রাখা যাবে। আজ বুধবার বিকেল ৪টার দিকে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক আবদুল জলিল।
আগামীকাল বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ বিধিনিষেধ বহাল থাকবে বলেও জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক বলেন, 'আলাদা করে আঞ্চলিক বা বিশেষ লকডাউন দেওয়া হয়নি। দেশব্যাপী যে লকডাউন চলছে সেটিই রাজশাহীতে থাকবে। তবে রাজশাহীতে আরও কয়েকটি বিধিনিষেধ বাড়ানো হয়েছে।'
জেলা প্রশাসক স্বাক্ষরিত অফিস আদেশে ছয়টি বিধিনিষেধের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রথমেই বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট, দোকান বন্ধ থাকবে। তবে ওষুধ, জরুরি প্রয়োজনীয় দ্রব্য, চিকিৎসা সেবা এবং দাফন ও সৎকারে প্রয়োজনীয় দ্রব্যের দোকান এর আওতাভুক্ত থাকবে না।
বিধিনিষেধে আরও বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৭টার পর জরুরি প্রয়োজন ব্যতীত কোনোক্রমেই বাড়ির বাইরে যাওয়া যাবে না। জরুরি প্রয়োজনে চলাচলের ক্ষেত্রে নিজস্ব পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। সামাজিক অনুষ্ঠানসহ সকল ধরনের গণজমায়েত বন্ধ রাখতে হবে। আমসহ অন্যান্য কৃষিপণ্য ও খাদ্যসামগ্রী পরিবহন এই আদেশের বাইরে থাকবে। এসব আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সারা দেশেই লকডাউন চলছে। তবে শর্তসাপেক্ষে মানুষের জীবনযাত্রাও অনেকটা স্বাভাবিক আছে। এরই মধ্যে সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে আলাদাভাবে বিশেষ লকডাউন চলছে। প্রথমে এক সপ্তাহের জন্য লকডাউন দিয়ে পরে আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। নওগাঁতেও আজ বুধবার এই বিশেষ লকডাউন দেওয়া হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগের ল্যাবে গত মঙ্গলবার রাজশাহীর ৯৪টি নমুনা পরীক্ষা করে ৪২ দশমিক ৫৫ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। আগের দিন সোমবার ২১৩টি নমুনা পরীক্ষায় সংক্রমণের হার হয়েছিল ৪৮ দশমিক ৯১ শতাংশ।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৪ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৪ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৫ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
৫ ঘণ্টা আগে