পাবনা প্রতিনিধি

পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মৎস্যজীবী দলের সাবেক নেতা জালাল উদ্দিন (৪০) নিহতের ঘটনায় মামলা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেন পুলিশ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, নিহত জালালের ভাই লাবু হোসেন বাদী হয়ে গত রোববার রাতে মামলাটি করেছেন। মামলায় ২৯ জনকে আসামি করা হয়েছে।
ওসি জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার যায়নি।
প্রতিপক্ষের বাড়িতে আগুন
এদিকে, হত্যার ঘটনার পর নিহতের স্বজন ও দলীয় সমর্থকরা প্রতিপক্ষের দুটি বাড়ি ও একটি দোকান ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করে বলে জানা গেছে।
আজ সোমবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, হেমায়েতপুর মানসিক হাসপাতাল সংলগ্ন এলাকায় দুই ভাই আলী হোসেন ও রেজাউল করিমের বাড়িতে কেউ নেই। তাদের বাড়িঘর সব ভাঙচুর, তছনছ করা। আগুনে পুড়ে গেছে বেশিরভাগ জিনিসপত্র। তার পাশাপাশি আজিজুল ইসলামের দোকান ভাঙচুর ও লুট করা হয়েছে। সেটিও বন্ধ রয়েছে। ভয়ে সবাই পলাতক রয়েছে।
আলী হোসেন ও রেজাউল করিমের ভাই আসলাম হোসেন বলেন, ‘গত শনিবার সকালে হত্যাকাণ্ড ঘটার পর দুপুরের দিকে তাদের লোকজন এসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। অবস্থা বেগতিক দেখে বাড়িঘর ফেলে পালিয়ে গেছে তারা।’ তারা বিএনপির সমর্থক বলে জানান তিনি।
উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলির সঙ্গে একই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম পক্ষের। গত শুক্রবার রাতে ওই এলাকার ইসলামি জলসা নিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডাও হয়।
সেই সূত্র ধরে শনিবার (১৬ নভেম্বর) সকালে বেতেপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আবুল হাসেম গ্রুপের কর্মী জালালের অবস্থা গুরুতর হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহত জালাল উদ্দিন হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে।
পাবনা সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আজম প্রামানিক বলেন, জালাল সদর উপজেলা মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মৎস্যজীবী দলের সাবেক নেতা জালাল উদ্দিন (৪০) নিহতের ঘটনায় মামলা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেন পুলিশ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, নিহত জালালের ভাই লাবু হোসেন বাদী হয়ে গত রোববার রাতে মামলাটি করেছেন। মামলায় ২৯ জনকে আসামি করা হয়েছে।
ওসি জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার যায়নি।
প্রতিপক্ষের বাড়িতে আগুন
এদিকে, হত্যার ঘটনার পর নিহতের স্বজন ও দলীয় সমর্থকরা প্রতিপক্ষের দুটি বাড়ি ও একটি দোকান ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করে বলে জানা গেছে।
আজ সোমবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, হেমায়েতপুর মানসিক হাসপাতাল সংলগ্ন এলাকায় দুই ভাই আলী হোসেন ও রেজাউল করিমের বাড়িতে কেউ নেই। তাদের বাড়িঘর সব ভাঙচুর, তছনছ করা। আগুনে পুড়ে গেছে বেশিরভাগ জিনিসপত্র। তার পাশাপাশি আজিজুল ইসলামের দোকান ভাঙচুর ও লুট করা হয়েছে। সেটিও বন্ধ রয়েছে। ভয়ে সবাই পলাতক রয়েছে।
আলী হোসেন ও রেজাউল করিমের ভাই আসলাম হোসেন বলেন, ‘গত শনিবার সকালে হত্যাকাণ্ড ঘটার পর দুপুরের দিকে তাদের লোকজন এসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। অবস্থা বেগতিক দেখে বাড়িঘর ফেলে পালিয়ে গেছে তারা।’ তারা বিএনপির সমর্থক বলে জানান তিনি।
উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলির সঙ্গে একই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম পক্ষের। গত শুক্রবার রাতে ওই এলাকার ইসলামি জলসা নিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডাও হয়।
সেই সূত্র ধরে শনিবার (১৬ নভেম্বর) সকালে বেতেপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আবুল হাসেম গ্রুপের কর্মী জালালের অবস্থা গুরুতর হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহত জালাল উদ্দিন হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে।
পাবনা সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আজম প্রামানিক বলেন, জালাল সদর উপজেলা মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৫ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে