রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক। তাঁর ছেলে শাহাদাত হোসেন সাগর হঠাৎ করেই ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হয়ে গেছেন। শুধু কি তাই? পদ পাবার পর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নও পেয়ে গেছেন।
তৃতীয় দফার ইউপি নির্বাচনে বড়গাছি ইউপির নৌকার প্রার্থী হিসেবে গত বৃহস্পতিবার শাহাদত হোসেনের নাম প্রকাশ করা হয়েছে। ২০১৬ সালে অনুষ্ঠিত এই ইউপির নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছিলেন শাহাদতের বাবা এমদাদুল হক। নির্বাচনে এমদাদুল ও আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোবারক হোসেন হারেন। চেয়ারম্যান হন বিএনপি প্রার্থী।
এবার বড়গাছি থেকে সাতজন নেতা মনোনয়ন চেয়েছিলেন। সবাইকে বাদ দিয়ে বিদ্রোহীর ছেলেকে মনোনয়ন দেওয়ায় ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগের অনেক নেতাকর্মী। তাঁরা জানিয়েছেন, মনোনয়ন পাওয়া শাহাদাত হোসেন কোনদিন ছাত্রলীগ বা যুবলীগ করেননি। হঠাৎ করে তাঁকে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে মনোনয়ন এনে দেওয়া হয়েছে।
বড়গাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলামও মনোনয়ন চেয়েছিলেন। তিনি বলেন, আমি ১৯৮৯ সাল থেকে বড়গাছি ইউনিয়নে ছাত্রলীগ-যুবলীগে নেতৃত্ব দিয়ে আসছি। শাহাদাত হোসেন কোনদিন ছাত্রলীগ-যুবলীগ করেননি। হঠাৎ তাঁকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঘোষণা দিয়ে মনোনয়ন এনে দেওয়া হয়েছে। এটা শুধু তাঁর বাবার কারণে।
দলীয় সূত্রে জানা গেছে, গতবারের নির্বাচনে উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক বিদ্রোহী প্রার্থী হলেও তাঁর বিরুদ্ধে কোন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং, ২০১৮ সালের জেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ তাঁকে সমর্থন দিয়ে জেলা পরিষদের সদস্য নির্বাচিত করেছে। তিনি স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আয়েন উদ্দিনের কাছের লোক।
এমদাদুল হক বলেন, ‘আমি জেলা আওয়ামী লীগের তখনকার এক নেতার ওপর রাগ করে প্রার্থী হয়েছিলাম। সেটা বিদ্রোহী প্রার্থী না, আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। এখন দল আমার ছেলেকে যোগ্য মনে করেছে, মনোনয়ন দিয়েছে।’ এসব বিষয় নিয়ে কথা বলতে চাননি তাঁর ছেলে শাহাদাত।
শাহাদাত হোসেন কবে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন তা জানতে চাইলে সাধারণ সম্পাদক আজাহার আলী বলেন, ‘এটা বলতে পারব না। ডায়েরি দেখতে হবে।’ শাহাদাতের মনোনয়ন নিয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ইয়াসিন আলী বলেন, ‘মনোনয়ন দিয়েছেন নেত্রী। আমি কোন ব্যাখা দিতে পারব না।’
উল্লেখ্য, তৃতীয় দফায় রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউপির নির্বাচনেও আওয়ামী লীগের কোনো পদে না থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমানের ছেলে বাবলু হোসেন। খলিলুর রহমানও বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান হয়েছেন। দলীয় নেতারা বলছেন, বাবলু আওয়ামী লীগ তো দূরের কথা, সহযোগী সংগঠনেরও সদস্যপদে নেই। এখানে স্থানীয় আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত কুমার সরকারকে মনোনয়ন না দিয়ে বিদ্রোহীর ছেলেকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদ জানিয়েছে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে এর প্রতিবাদ জানানো হয়। সমাবেশ থেকে বাবলুর মনোনয়ন বাতিলের দাবি জানানো হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী রবিতোষ। বক্তব্য দেন- অর্থ সম্পাদক দীলিপ কুমার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জিত কুমার সরকার প্রমুখ। আর মনোনয়নবঞ্চিত সুরঞ্জিত কুমার সরকার মনোনয়ন বোর্ডের কাছে একটি লিখিত অভিযোগও পাঠিয়েছেন।

রাজশাহীর পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক। তাঁর ছেলে শাহাদাত হোসেন সাগর হঠাৎ করেই ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হয়ে গেছেন। শুধু কি তাই? পদ পাবার পর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নও পেয়ে গেছেন।
তৃতীয় দফার ইউপি নির্বাচনে বড়গাছি ইউপির নৌকার প্রার্থী হিসেবে গত বৃহস্পতিবার শাহাদত হোসেনের নাম প্রকাশ করা হয়েছে। ২০১৬ সালে অনুষ্ঠিত এই ইউপির নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছিলেন শাহাদতের বাবা এমদাদুল হক। নির্বাচনে এমদাদুল ও আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোবারক হোসেন হারেন। চেয়ারম্যান হন বিএনপি প্রার্থী।
এবার বড়গাছি থেকে সাতজন নেতা মনোনয়ন চেয়েছিলেন। সবাইকে বাদ দিয়ে বিদ্রোহীর ছেলেকে মনোনয়ন দেওয়ায় ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগের অনেক নেতাকর্মী। তাঁরা জানিয়েছেন, মনোনয়ন পাওয়া শাহাদাত হোসেন কোনদিন ছাত্রলীগ বা যুবলীগ করেননি। হঠাৎ করে তাঁকে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে মনোনয়ন এনে দেওয়া হয়েছে।
বড়গাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলামও মনোনয়ন চেয়েছিলেন। তিনি বলেন, আমি ১৯৮৯ সাল থেকে বড়গাছি ইউনিয়নে ছাত্রলীগ-যুবলীগে নেতৃত্ব দিয়ে আসছি। শাহাদাত হোসেন কোনদিন ছাত্রলীগ-যুবলীগ করেননি। হঠাৎ তাঁকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঘোষণা দিয়ে মনোনয়ন এনে দেওয়া হয়েছে। এটা শুধু তাঁর বাবার কারণে।
দলীয় সূত্রে জানা গেছে, গতবারের নির্বাচনে উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক বিদ্রোহী প্রার্থী হলেও তাঁর বিরুদ্ধে কোন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং, ২০১৮ সালের জেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ তাঁকে সমর্থন দিয়ে জেলা পরিষদের সদস্য নির্বাচিত করেছে। তিনি স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আয়েন উদ্দিনের কাছের লোক।
এমদাদুল হক বলেন, ‘আমি জেলা আওয়ামী লীগের তখনকার এক নেতার ওপর রাগ করে প্রার্থী হয়েছিলাম। সেটা বিদ্রোহী প্রার্থী না, আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। এখন দল আমার ছেলেকে যোগ্য মনে করেছে, মনোনয়ন দিয়েছে।’ এসব বিষয় নিয়ে কথা বলতে চাননি তাঁর ছেলে শাহাদাত।
শাহাদাত হোসেন কবে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন তা জানতে চাইলে সাধারণ সম্পাদক আজাহার আলী বলেন, ‘এটা বলতে পারব না। ডায়েরি দেখতে হবে।’ শাহাদাতের মনোনয়ন নিয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ইয়াসিন আলী বলেন, ‘মনোনয়ন দিয়েছেন নেত্রী। আমি কোন ব্যাখা দিতে পারব না।’
উল্লেখ্য, তৃতীয় দফায় রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউপির নির্বাচনেও আওয়ামী লীগের কোনো পদে না থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমানের ছেলে বাবলু হোসেন। খলিলুর রহমানও বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান হয়েছেন। দলীয় নেতারা বলছেন, বাবলু আওয়ামী লীগ তো দূরের কথা, সহযোগী সংগঠনেরও সদস্যপদে নেই। এখানে স্থানীয় আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত কুমার সরকারকে মনোনয়ন না দিয়ে বিদ্রোহীর ছেলেকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদ জানিয়েছে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে এর প্রতিবাদ জানানো হয়। সমাবেশ থেকে বাবলুর মনোনয়ন বাতিলের দাবি জানানো হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী রবিতোষ। বক্তব্য দেন- অর্থ সম্পাদক দীলিপ কুমার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জিত কুমার সরকার প্রমুখ। আর মনোনয়নবঞ্চিত সুরঞ্জিত কুমার সরকার মনোনয়ন বোর্ডের কাছে একটি লিখিত অভিযোগও পাঠিয়েছেন।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৩ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৪ ঘণ্টা আগে