প্রতিনিধি, রাজশাহী

কখনো কখনো একসঙ্গে অনেক গাছের চারা রোপণ করা হয়। কিন্তু ঠিকমতো পরিচর্যা হয় না। ফলে বেশির ভাগ গাছই মারা যায়। তাই কম করে গাছ লাগিয়ে বেশি করে পরিচর্যার আহ্বান জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রিথিংক’।
শনিবার রাতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক সংলাপে সংগঠনটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় ও দ্য হাঙ্গার প্রজেক্টের অর্থায়নে ২০১৬ সাল থেকে বর্জ্য ব্যবস্থাপনায় মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে রাজশাহীতে কাজ করে যাচ্ছে রিথিংক। বর্তমানে রাজশাহী মহানগরে এ সংগঠনের সদস্য সংখ্যা ৭০ জন। এ ছাড়া জেলার চারঘাট উপজেলায়ও তাঁদের ৪০ জন সদস্য রয়েছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণ স্বেচ্ছাসেবীদের এই কার্যক্রম তুলে ধরতেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে রিথিংকের ফ্যাসিলিটেটর জিহাদুল ইসলাম বলেন, রাজশাহীকে বলা হয় গ্রীণসিটি। অথচ এখন বড় বড় গাছগুলো কেটে ফেলা হচ্ছে। সেই তুলনায় গাছ লাগানো হচ্ছে না। আবার অনেক সময় একসঙ্গে অনেক চারা রোপণ করা হয়। কিন্তু সেগুলোর আর পরিচর্যা হয় না। ফলে গাছ মরে যায়। তাই কম করে গাছ লাগিয়ে সেগুলোরই বেশি করে পরিচর্যা করা উচিত। তাহলে অল্প করে হলেও গাছ হবে।
জিহাদুল ইসলাম তাঁদের সংগঠনের কার্যক্রমও তুলে ধরেন। জানান, বর্জ্য ব্যবস্থাপনায় মানুষকে সচেতন করতে তাঁরা কাজ করছেন। প্লাস্টিক বর্জ্য পুনরায় ব্যবহার কীভাবে করা যায় সে বিষয়েও তাঁরা কাজ করছেন। তিনি বলেন, বৃষ্টি হলে এখন রাজশাহী শহরের অনেক এলাকা পানিতে ডুবে যাচ্ছে। এর জন্য আমরাই দায়ী। প্লাস্টিক বর্জ্য যত্রতত্র ফেলে আমরা ড্রেন ভর্তি করে ফেলছি। ফলে আমরাই পানিতে ডুবছি। এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান জিহাদুল ইসলাম।
সংলাপে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, রিথিংকের সমন্বয়কারী মনিরুল ইসলাম সবুজ, যুগ্ম সমন্বয়কারী জরিনা খাতুন প্রমুখ বক্তব্য দেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং রিথিংকের অন্যান্য স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

কখনো কখনো একসঙ্গে অনেক গাছের চারা রোপণ করা হয়। কিন্তু ঠিকমতো পরিচর্যা হয় না। ফলে বেশির ভাগ গাছই মারা যায়। তাই কম করে গাছ লাগিয়ে বেশি করে পরিচর্যার আহ্বান জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রিথিংক’।
শনিবার রাতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক সংলাপে সংগঠনটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় ও দ্য হাঙ্গার প্রজেক্টের অর্থায়নে ২০১৬ সাল থেকে বর্জ্য ব্যবস্থাপনায় মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে রাজশাহীতে কাজ করে যাচ্ছে রিথিংক। বর্তমানে রাজশাহী মহানগরে এ সংগঠনের সদস্য সংখ্যা ৭০ জন। এ ছাড়া জেলার চারঘাট উপজেলায়ও তাঁদের ৪০ জন সদস্য রয়েছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণ স্বেচ্ছাসেবীদের এই কার্যক্রম তুলে ধরতেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে রিথিংকের ফ্যাসিলিটেটর জিহাদুল ইসলাম বলেন, রাজশাহীকে বলা হয় গ্রীণসিটি। অথচ এখন বড় বড় গাছগুলো কেটে ফেলা হচ্ছে। সেই তুলনায় গাছ লাগানো হচ্ছে না। আবার অনেক সময় একসঙ্গে অনেক চারা রোপণ করা হয়। কিন্তু সেগুলোর আর পরিচর্যা হয় না। ফলে গাছ মরে যায়। তাই কম করে গাছ লাগিয়ে সেগুলোরই বেশি করে পরিচর্যা করা উচিত। তাহলে অল্প করে হলেও গাছ হবে।
জিহাদুল ইসলাম তাঁদের সংগঠনের কার্যক্রমও তুলে ধরেন। জানান, বর্জ্য ব্যবস্থাপনায় মানুষকে সচেতন করতে তাঁরা কাজ করছেন। প্লাস্টিক বর্জ্য পুনরায় ব্যবহার কীভাবে করা যায় সে বিষয়েও তাঁরা কাজ করছেন। তিনি বলেন, বৃষ্টি হলে এখন রাজশাহী শহরের অনেক এলাকা পানিতে ডুবে যাচ্ছে। এর জন্য আমরাই দায়ী। প্লাস্টিক বর্জ্য যত্রতত্র ফেলে আমরা ড্রেন ভর্তি করে ফেলছি। ফলে আমরাই পানিতে ডুবছি। এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান জিহাদুল ইসলাম।
সংলাপে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, রিথিংকের সমন্বয়কারী মনিরুল ইসলাম সবুজ, যুগ্ম সমন্বয়কারী জরিনা খাতুন প্রমুখ বক্তব্য দেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং রিথিংকের অন্যান্য স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৫ ঘণ্টা আগে