রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মহানগরীর একটি আবাসিক হোটেলের কক্ষে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী-স্ত্রী পরিচয়ে এক ব্যক্তির সঙ্গে নগরীর লক্ষ্মীপুর মোড়ে অবস্থিত ‘ড্রীম হ্যাভেন’ নামের এ হোটেলে উঠেছিলেন ওই নারী। সঙ্গে আসা ব্যক্তি দরজা বাইরে থেকে বন্ধ করে পালিয়েছেন বলে জানা গেছে। গতকাল রোববার রাতে হোটেলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত নারীর আসল নাম জয়নব বেগম (৪২)। তাঁর বাড়ি নাটোর সদর উপজেলার নারায়নপুর গ্রামে। বাবার নাম তসির প্রামাণিক।
হোটেল সূত্রে জানা যায়, হোটেলের খাতায় ওই নারীর তরুণীর নাম লেখা ছিল মোসা. জুলেখা। বয়স লেখা ছিল ২৩ বছর। তাঁর স্বামী পরিচয়ে ওই ব্যক্তির নাম খাতায় লেখা মো. মিজান। মিজানের বয়স ২৭ বছর উল্লেখ আছে। মিজানের বাবার নাম লেখা মো. সিরাজুল। দুজনেরই ঠিকানা হিসেবে শুধু লেখা ছিল গোদাগাড়ী। তবে এসব নাম-ঠিকানা ভুয়া।
হোটেলটির ব্যবস্থাপক সামিউল হাসান বলছে, ‘চিকিৎসা করতে শহরে আসার কথা জানিয়ে তাঁরা রোববার সকাল সোয়া ১০টার দিকে হোটেলে উঠেছিলেন। এক হাজার টাকা ভাড়ায় তারা একটি এসি কক্ষ ভাড়া নিয়েছিলেন। এরপর দুপুর দেড়টার দিকে সঙ্গে থাকা ব্যক্তি বের হয়ে যান। ইফতারের পর হোটেলের কক্ষগুলো চেক করার সময় দেখা যায়, ৪০৩ নম্বর কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ, কিন্তু ভেতরে এসি চলছে। তখন অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ সময় হোটেলের খাতায় দেওয়া মোবাইল নম্বরটিতে কল দিলে বন্ধ পাওয়া যায়। এরপর রাত ৯টার দিকে পুলিশে খবর দেওয়া হয়। পরে রাজপাড়া থানা-পুলিশ যায়। পুলিশ দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় ওই তরুণীর মরদেহ দেখতে পায়।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রাথমিকভাবে ওই নারীর মরদেহে কোনো আঘাত দেখা যায়নি। মৃত নারীকে দেখেই অসুস্থ লাগছে। ঘরে স্যালাইন খাওয়ানোর আলামত পাওয়া গেছে। এমন হতে পারে এই নারী মারা যাওয়ার পর সঙ্গে আসা ব্যক্তি ভয়ে পালিয়েছেন অথবা বালিশচাপা দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। মৃত্যুর কারণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
ওসি জানান, ‘হোটেলের খাতায় ভুয়া নাম-ঠিকানা ছিল। মৃত নারীর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আসল নাম-ঠিকানা বের করা হয়েছে। তাঁর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে গেলে বোঝা যাবে তিনি কার সঙ্গে এসেছিলেন। পলাতক ব্যক্তিকে হোটেলের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় মাস্ক পরিহিত অবস্থায় দেখা গেছে। তাকে শনাক্তের চেষ্টা চলছে।’ এদিকে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। সেই সঙ্গে এ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

রাজশাহী মহানগরীর একটি আবাসিক হোটেলের কক্ষে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী-স্ত্রী পরিচয়ে এক ব্যক্তির সঙ্গে নগরীর লক্ষ্মীপুর মোড়ে অবস্থিত ‘ড্রীম হ্যাভেন’ নামের এ হোটেলে উঠেছিলেন ওই নারী। সঙ্গে আসা ব্যক্তি দরজা বাইরে থেকে বন্ধ করে পালিয়েছেন বলে জানা গেছে। গতকাল রোববার রাতে হোটেলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত নারীর আসল নাম জয়নব বেগম (৪২)। তাঁর বাড়ি নাটোর সদর উপজেলার নারায়নপুর গ্রামে। বাবার নাম তসির প্রামাণিক।
হোটেল সূত্রে জানা যায়, হোটেলের খাতায় ওই নারীর তরুণীর নাম লেখা ছিল মোসা. জুলেখা। বয়স লেখা ছিল ২৩ বছর। তাঁর স্বামী পরিচয়ে ওই ব্যক্তির নাম খাতায় লেখা মো. মিজান। মিজানের বয়স ২৭ বছর উল্লেখ আছে। মিজানের বাবার নাম লেখা মো. সিরাজুল। দুজনেরই ঠিকানা হিসেবে শুধু লেখা ছিল গোদাগাড়ী। তবে এসব নাম-ঠিকানা ভুয়া।
হোটেলটির ব্যবস্থাপক সামিউল হাসান বলছে, ‘চিকিৎসা করতে শহরে আসার কথা জানিয়ে তাঁরা রোববার সকাল সোয়া ১০টার দিকে হোটেলে উঠেছিলেন। এক হাজার টাকা ভাড়ায় তারা একটি এসি কক্ষ ভাড়া নিয়েছিলেন। এরপর দুপুর দেড়টার দিকে সঙ্গে থাকা ব্যক্তি বের হয়ে যান। ইফতারের পর হোটেলের কক্ষগুলো চেক করার সময় দেখা যায়, ৪০৩ নম্বর কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ, কিন্তু ভেতরে এসি চলছে। তখন অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ সময় হোটেলের খাতায় দেওয়া মোবাইল নম্বরটিতে কল দিলে বন্ধ পাওয়া যায়। এরপর রাত ৯টার দিকে পুলিশে খবর দেওয়া হয়। পরে রাজপাড়া থানা-পুলিশ যায়। পুলিশ দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় ওই তরুণীর মরদেহ দেখতে পায়।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রাথমিকভাবে ওই নারীর মরদেহে কোনো আঘাত দেখা যায়নি। মৃত নারীকে দেখেই অসুস্থ লাগছে। ঘরে স্যালাইন খাওয়ানোর আলামত পাওয়া গেছে। এমন হতে পারে এই নারী মারা যাওয়ার পর সঙ্গে আসা ব্যক্তি ভয়ে পালিয়েছেন অথবা বালিশচাপা দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। মৃত্যুর কারণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
ওসি জানান, ‘হোটেলের খাতায় ভুয়া নাম-ঠিকানা ছিল। মৃত নারীর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আসল নাম-ঠিকানা বের করা হয়েছে। তাঁর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে গেলে বোঝা যাবে তিনি কার সঙ্গে এসেছিলেন। পলাতক ব্যক্তিকে হোটেলের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় মাস্ক পরিহিত অবস্থায় দেখা গেছে। তাকে শনাক্তের চেষ্টা চলছে।’ এদিকে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। সেই সঙ্গে এ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
১৪ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
২৮ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
৩৪ মিনিট আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৪৪ মিনিট আগে