পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীতে কথিত প্রেমিকার সামনে কীটনাশক পানের পর বুকে ছুরি চালিয়ে যুবক আত্মহত্যার ঘটনার মূলে ছিল কৈশোরের প্রেম। বুধবার নিহত যুবক ও তাঁর প্রেমিকার এলাকায় ঘুরে এ তথ্য পাওয়া যায়।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, কৈশোরে আপন মামাতো বোনের প্রেমে পড়েন বুলবুল আহমেদ। গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। একসময় সম্পর্কের বিষয়টি পুরো গ্রামে জানাজানি হয়ে যায়। বুলবুলের পারিবারিক অবস্থা ভালো না হওয়ায় প্রেমিকার বাবা বিয়ে দিতে অস্বীকার করেন।
আর মাধ্যমিক শেষ হতে না হতেই প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যায়। বুলবুল এরই মধ্যে অনার্স শেষ করে রাজশাহী কলেজ থেকে মাস্টার্স শুরু করেছেন। আর তাঁর প্রেমিকা এক সন্তানের জননী। সংসার সামলে রাজশাহী সিটি কলেজে অনার্সে ভর্তি হয়েছেন প্রেমিকা।
দীর্ঘদিন পর রাজশাহী শহরে তাঁদের দেখা হয়। সে সুবাদে মাঝেমধ্যে বিভিন্ন স্থানে তাঁদের দুজনের সাক্ষাৎ হতো। সর্বশেষ গত মঙ্গলবার দুপুরে রাজশাহীর লক্ষ্মীপুর মাস্টার শেফ রেস্তোরাঁয় তাঁদের সাক্ষাৎ হয়। একপর্যায়ে বুলবুল তাঁর সেই প্রেমিকার সামনে আত্মহত্যা করেন।
বুলবুল পুঠিয়া উপজেলার নয়াপাড়া গ্রামের আব্দুল মালেকের একমাত্র ছেলে। আজ বুধবার দুপুরে বুলবুলের মরদেহের ময়নাতদন্তের পর বাদ আসর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
এ বিষয়ে রাজশাহী মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বুলবুলের আত্মহত্যার ঘটনায় কোনো পক্ষেরই কোনো অভিযোগ নেই। যার কারণে তাঁর কথিত প্রেমিকাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গত রাতেই তাঁদের পরিবারের কাছে দেওয়া হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহীতে কথিত প্রেমিকার সামনে কীটনাশক পানের পর বুকে ছুরি চালিয়ে যুবক আত্মহত্যার ঘটনার মূলে ছিল কৈশোরের প্রেম। বুধবার নিহত যুবক ও তাঁর প্রেমিকার এলাকায় ঘুরে এ তথ্য পাওয়া যায়।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, কৈশোরে আপন মামাতো বোনের প্রেমে পড়েন বুলবুল আহমেদ। গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। একসময় সম্পর্কের বিষয়টি পুরো গ্রামে জানাজানি হয়ে যায়। বুলবুলের পারিবারিক অবস্থা ভালো না হওয়ায় প্রেমিকার বাবা বিয়ে দিতে অস্বীকার করেন।
আর মাধ্যমিক শেষ হতে না হতেই প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যায়। বুলবুল এরই মধ্যে অনার্স শেষ করে রাজশাহী কলেজ থেকে মাস্টার্স শুরু করেছেন। আর তাঁর প্রেমিকা এক সন্তানের জননী। সংসার সামলে রাজশাহী সিটি কলেজে অনার্সে ভর্তি হয়েছেন প্রেমিকা।
দীর্ঘদিন পর রাজশাহী শহরে তাঁদের দেখা হয়। সে সুবাদে মাঝেমধ্যে বিভিন্ন স্থানে তাঁদের দুজনের সাক্ষাৎ হতো। সর্বশেষ গত মঙ্গলবার দুপুরে রাজশাহীর লক্ষ্মীপুর মাস্টার শেফ রেস্তোরাঁয় তাঁদের সাক্ষাৎ হয়। একপর্যায়ে বুলবুল তাঁর সেই প্রেমিকার সামনে আত্মহত্যা করেন।
বুলবুল পুঠিয়া উপজেলার নয়াপাড়া গ্রামের আব্দুল মালেকের একমাত্র ছেলে। আজ বুধবার দুপুরে বুলবুলের মরদেহের ময়নাতদন্তের পর বাদ আসর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
এ বিষয়ে রাজশাহী মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বুলবুলের আত্মহত্যার ঘটনায় কোনো পক্ষেরই কোনো অভিযোগ নেই। যার কারণে তাঁর কথিত প্রেমিকাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গত রাতেই তাঁদের পরিবারের কাছে দেওয়া হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১৭ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
৩২ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
৩৫ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
১ ঘণ্টা আগে