নওগাঁ প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ‘একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমাদের পক্ষ থেকে শতভাগ সহযোগিতা থাকবে। আমরা বিশ্বাস করি, নির্বাচনে জনগণ আমাদের পাশে থাকবে। যারা নির্বাচন পেছানোর কথা বলে, আমরা মনে করি তারা দেশের জন্য রাজনীতি করতে চায় না।’ গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অনেকেই বলেন এই প্রশাসন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে না। আমরা বলি, জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত। জনগণ এই নির্বাচনে কারচুপি করতে দেবে না। তারা শুধু ভোট দেবে না, ভোট দেওয়ার পর প্রত্যেকটা ভোটকেন্দ্র পাহারাও দেবে।’
আব্দুস সালাম বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে দুর্গাপূজায় আমরা মন্দিরে পাহারা দিয়েছি। গত ১৭ বছর আওয়ামী লীগ আমাদের নেতা-কর্মীদের বাড়িঘর দখল করেছে, ব্যবসাপ্রতিষ্ঠান দখল করেছে, গুম করেছে, হত্যা করেছে। যে পুলিশ গুম করেছে, তাদের নিরাপত্তাও আমরা দিয়েছি। আমরা বিশ্বাস করি, নির্বাচনেও জনগণ আমাদের পাশে থাকবে।’
তিনি আরও বলেন, ‘আন্দোলনকারী যে সমস্ত দল আমাদের সঙ্গে ছিল, তাদেরও বলব, ছাত্রদেরও বলব—আসুন আমরা জনগণের কাছে যাই। জনগণ কখনো ভুল করে না। ’৬২, ’৬৯, ’৭০, ’৭৫, ’৯০ এবং ’২৪ সালেও ভুল করেনি। কাজেই জনগণের ওপর আমাদের আস্থা রাখতে হবে। আমরা জনগণের ওপর আস্থা রেখেই নির্বাচনে যেতে চাই। আপনারাও আসেন।’

আব্দুস সালাম বলেন, ‘দেশনায়ক তারেক রহমান বলেছেন—জনগণ যদি বিএনপিকে এককভাবে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যায়, তারপরও রাষ্ট্র মেরামতের জন্য আমরা সব দলকে সঙ্গে নিয়ে সরকার পরিচালনা করব।’
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে আব্দুস সালাম বলেন, ‘তিনি আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠকে যে কথা দিয়েছিলেন, সে কথায় এখনো অটল আছেন। নির্বাচন কমিশন ইতিমধ্যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা সব সময় এই সরকারকে সহযোগিতা করেছি, আমরাই তাদের এনেছি। আমরা প্রথম থেকে বলে এসেছি—একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পিত করাটাই এই সরকারের প্রধান কাজ।’
সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এম রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ‘একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমাদের পক্ষ থেকে শতভাগ সহযোগিতা থাকবে। আমরা বিশ্বাস করি, নির্বাচনে জনগণ আমাদের পাশে থাকবে। যারা নির্বাচন পেছানোর কথা বলে, আমরা মনে করি তারা দেশের জন্য রাজনীতি করতে চায় না।’ গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অনেকেই বলেন এই প্রশাসন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে না। আমরা বলি, জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত। জনগণ এই নির্বাচনে কারচুপি করতে দেবে না। তারা শুধু ভোট দেবে না, ভোট দেওয়ার পর প্রত্যেকটা ভোটকেন্দ্র পাহারাও দেবে।’
আব্দুস সালাম বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে দুর্গাপূজায় আমরা মন্দিরে পাহারা দিয়েছি। গত ১৭ বছর আওয়ামী লীগ আমাদের নেতা-কর্মীদের বাড়িঘর দখল করেছে, ব্যবসাপ্রতিষ্ঠান দখল করেছে, গুম করেছে, হত্যা করেছে। যে পুলিশ গুম করেছে, তাদের নিরাপত্তাও আমরা দিয়েছি। আমরা বিশ্বাস করি, নির্বাচনেও জনগণ আমাদের পাশে থাকবে।’
তিনি আরও বলেন, ‘আন্দোলনকারী যে সমস্ত দল আমাদের সঙ্গে ছিল, তাদেরও বলব, ছাত্রদেরও বলব—আসুন আমরা জনগণের কাছে যাই। জনগণ কখনো ভুল করে না। ’৬২, ’৬৯, ’৭০, ’৭৫, ’৯০ এবং ’২৪ সালেও ভুল করেনি। কাজেই জনগণের ওপর আমাদের আস্থা রাখতে হবে। আমরা জনগণের ওপর আস্থা রেখেই নির্বাচনে যেতে চাই। আপনারাও আসেন।’

আব্দুস সালাম বলেন, ‘দেশনায়ক তারেক রহমান বলেছেন—জনগণ যদি বিএনপিকে এককভাবে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যায়, তারপরও রাষ্ট্র মেরামতের জন্য আমরা সব দলকে সঙ্গে নিয়ে সরকার পরিচালনা করব।’
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে আব্দুস সালাম বলেন, ‘তিনি আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠকে যে কথা দিয়েছিলেন, সে কথায় এখনো অটল আছেন। নির্বাচন কমিশন ইতিমধ্যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা সব সময় এই সরকারকে সহযোগিতা করেছি, আমরাই তাদের এনেছি। আমরা প্রথম থেকে বলে এসেছি—একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পিত করাটাই এই সরকারের প্রধান কাজ।’
সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এম রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
১৪ মিনিট আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
১৭ মিনিট আগে
অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
৩২ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে