রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের পাশেই তৈরি করা হয়েছে একটি ফাঁসির মঞ্চ। সেই মঞ্চে ফাঁসিতে ঝোলানো হবে ধর্ষককে। সামনে উৎসুক জনতা। আর সেই মঞ্চের ওপর মুখে কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে আছেন কয়েকজন প্রতিবাদী যুবক। এর কিছুক্ষণ পরেই কালো কাপড় পরে হাত বাঁধা অবস্থায় ফাঁসির দড়ি গলায় পরেন এক শিক্ষার্থী। আর প্রতিবাদী কবিতা পাঠ করতে থাকেন মঞ্চে দাঁড়িয়ে থাকা প্রতিবাদী যুবকেরা।
দেশব্যাপী অব্যাহত ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে এভাবে প্রতীকী ফাঁসি কার্যকর করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সঙ্গে বিভিন্ন দ্রোহের গান ও কবিতা, একক অভিনয় পরিবেশন করেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ কর্মসূচি পালিত হয়।
এ বিষয়ে কর্মসূচিতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী মাহাইর ইসলাম বলেন, ‘আজকের কর্মসূচিতে প্রতীকী ফাঁসির মাধ্যমে আমরা সারা দেশে উপস্থাপন করতে চেয়েছি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে হবে। সেই সঙ্গে ধর্ষককে নিন্দা করে ও চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আমাদের বোনদের নিরাপত্তাহীনতার প্রতি আঙুল তুলে আমরা বেশ কিছু দ্রোহের কবিতা পাঠ করেছি। ক্যাম্পাসের তুখোড় আবৃত্তিশিল্পীরা কবিতাগুলো পাঠ করেছেন।’
কর্মসূচিতে অংশ নিয়ে সমাজকর্ম বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘আমরা বিগত দিনগুলোতে দেখেছি ধর্ষিতাই সমাজে লাঞ্ছিত হয়েছে। অথচ ধর্ষক রাজনৈতিক ক্ষমতার বলে উচ্চাভিলাষী জীবন যাপন করছে। সমাজ বাস্তবতায় পরিস্থিতি এমন যে, একজন ধর্ষিতার কাছের মানুষ থেকে শুরু করে পরিবার কেউ তাকে রাখতে চায় না। ২০২৫ সালে এসেও যদি ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটতে থাকে এবং আমরা প্রতিবাদ না জানাই, তবে বুঝতে হবে এই সমাজে উন্নতি ঘটেনি। এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের জন্য আমরা সরকারের সক্রিয় ভূমিকা আশা করছি।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদে অংশ নেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের পাশেই তৈরি করা হয়েছে একটি ফাঁসির মঞ্চ। সেই মঞ্চে ফাঁসিতে ঝোলানো হবে ধর্ষককে। সামনে উৎসুক জনতা। আর সেই মঞ্চের ওপর মুখে কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে আছেন কয়েকজন প্রতিবাদী যুবক। এর কিছুক্ষণ পরেই কালো কাপড় পরে হাত বাঁধা অবস্থায় ফাঁসির দড়ি গলায় পরেন এক শিক্ষার্থী। আর প্রতিবাদী কবিতা পাঠ করতে থাকেন মঞ্চে দাঁড়িয়ে থাকা প্রতিবাদী যুবকেরা।
দেশব্যাপী অব্যাহত ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে এভাবে প্রতীকী ফাঁসি কার্যকর করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সঙ্গে বিভিন্ন দ্রোহের গান ও কবিতা, একক অভিনয় পরিবেশন করেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ কর্মসূচি পালিত হয়।
এ বিষয়ে কর্মসূচিতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী মাহাইর ইসলাম বলেন, ‘আজকের কর্মসূচিতে প্রতীকী ফাঁসির মাধ্যমে আমরা সারা দেশে উপস্থাপন করতে চেয়েছি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে হবে। সেই সঙ্গে ধর্ষককে নিন্দা করে ও চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আমাদের বোনদের নিরাপত্তাহীনতার প্রতি আঙুল তুলে আমরা বেশ কিছু দ্রোহের কবিতা পাঠ করেছি। ক্যাম্পাসের তুখোড় আবৃত্তিশিল্পীরা কবিতাগুলো পাঠ করেছেন।’
কর্মসূচিতে অংশ নিয়ে সমাজকর্ম বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘আমরা বিগত দিনগুলোতে দেখেছি ধর্ষিতাই সমাজে লাঞ্ছিত হয়েছে। অথচ ধর্ষক রাজনৈতিক ক্ষমতার বলে উচ্চাভিলাষী জীবন যাপন করছে। সমাজ বাস্তবতায় পরিস্থিতি এমন যে, একজন ধর্ষিতার কাছের মানুষ থেকে শুরু করে পরিবার কেউ তাকে রাখতে চায় না। ২০২৫ সালে এসেও যদি ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটতে থাকে এবং আমরা প্রতিবাদ না জানাই, তবে বুঝতে হবে এই সমাজে উন্নতি ঘটেনি। এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের জন্য আমরা সরকারের সক্রিয় ভূমিকা আশা করছি।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদে অংশ নেন।
মো. সিরাজুল ইসলামের (৭৫) পরিবারের চার সদস্য নিয়ে একটি গ্রাম হিসেবে আলোচিত ছিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ‘উমানাথপুর’। সিরাজুল ইসলামের একমাত্র ছেলে শরীফুল ইসলাম সরকার ক্যানসারে আক্রান্ত হয়ে আট মাস আগে মারা যান। এ ঘটনায় মুষড়ে পড়েন গৃহকর্তা। সেই শোকেই আলোচিত উমানাথপুর গ্রামটি ১৫ লাখ টাকায় বিক্রি করে
২৪ মিনিট আগেসাভার, আশুলিয়া ও ধামরাইয়ের প্রায় ৮৪ শতাংশ পোশাক কারখানার শ্রমিকদের বেতন–বোনাস পরিশোধ করেছে মালিকপক্ষ। বাকি কারখানাগুলোও যাতে ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধ করে, তা নজরদারির মধ্যে রেখেছে শিল্প পুলিশ।
১ ঘণ্টা আগেদায়িত্ব পালনের সময় সাভারে উল্টো পথে আসা বালুবোঝাই ট্রাকের চাপায় ফজলুর রহমান (৪৮) নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কে বলিয়ারপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে। নিহত ফজলুর রহমান ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুনু ভূঁইয়ার ছেলে।
২ ঘণ্টা আগে২৭ রমজান লাইলাতুল কদর উপলক্ষে গাজীপুরে নিম্ন আয়ের মানুষের জন্য ৫০০ টাকা কেজি দরে গরুর গোশত বিক্রি করেছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)। ব্যতিক্রমী এ উদ্যোগে প্রায় সাড়ে ৪ হাজার পরিবার এক দিনের জন্য গরুর গোশত রান্না করার সুযোগ পেয়েছে। এতে খুশি নিম্ন আয়ের মানুষেরা।
২ ঘণ্টা আগে