Ajker Patrika

চাঁদা না দেওয়ায় ইজারাদারকে মারধরের প্রতিবাদে দোকানপাট বন্ধ, বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
চাঁদা না দেওয়ায় ইজারাদারকে মারধরের প্রতিবাদে দোকানপাট বন্ধ, বিক্ষোভ

রাজশাহীর পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় উপজেলার বানেশ্বর হাটের ইজারাদার ওসমান আলীকে (৫৮) মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওসমান আলী বানেশ্বর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদকও। তাঁকে মারধরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরা বাজারে বিক্ষোভ মিছিল করেন।

বানেশ্বর বাজারে ওসমান আলীর সার ও কীটনাশকের দোকান রয়েছে। আগের দিন বুধবার বিকেলে এ দোকানেই ওসমান আলীর ওপর হামলার ঘটনা ঘটে। এ নিয়ে রাতেই তিনি বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ আটজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন। এ ছাড়া আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

অভিযোগে আওয়ামী লীগ নেতা ও ডিশ ব্যবসায়ী আবুল কালাম আজাদ ছাড়াও অন্য যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন মো. জুয়েল (৩০), মো. সাদেকুল (৩১), হামিদ ড্রাইভার (৪০), মো. মেহেদী (২৫), জহিরুল ইসলাম (৩২), মো. নাসির (৩৫) ও মো. সাগর (৪০)। তাঁদের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির পাশাপাশি ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী ওসমান আলী বলেন, ৩০ বছর ধরে তিনি বানেশ্বর হাট ইজারা নিয়ে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন। তিনি সরকারকে ন্যায্য দর দেন বলে অন্যরা কম টাকায় হাটটি ইজারা নিতে পারেন না। এ জন্য আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ তাঁর ওপর ক্ষুব্ধ। আগামী ফেব্রুয়ারিতে হাটটি আবার ইজারা দেওয়া হবে। এই ইজারা প্রক্রিয়ায় তিনি যেন অংশ না নেন, সে জন্য ভয় দেখাতে এই হামলা করা হয়েছে।

ওসমান আলী বলেন, গতকাল বুধবার বিকেলে তিনি দোকানে বসেছিলেন। এ সময় আওয়ামী লীগ নেতা কালামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর দোকানে যায়। তারা প্রথমে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শাটার বন্ধ করে দিয়ে তাঁকে মারধর করা হয়। এরপর সন্ত্রাসীরা তাঁর পকেট থেকে ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। যাওয়ার সময় তাঁকে শাসানো হয় যে, এখন থেকে তাঁরা যা বলবেন তা শুনতে হবে। নইলে হত্যা করে লাশ গুম করা হবে।

সংবাদ সম্মেলনে ওসমান আলী আরও বলেন, তাঁর ওপর হামলাকারীরা সন্ত্রাসী প্রকৃতির লোক। এর আগে তারা বানেশ্বর বাজারে ব্যাংক ভাঙচুর করেছিল। তাদের এই হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। দোকানে গিয়ে তাঁর ওপর হামলার পুরো ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। তাঁর কাছে ফুটেজ আছে। তিনি হামলাকারী সন্ত্রাসীদের শাস্তি দাবি করেন।

সংবাদ সম্মেলনে ওসমান আলীর মেয়ে শামসুন নাহার ঊর্মি, জামাতা আবদুল কাদের, রোমান উদ্দীন সজীব ও বেয়াই রেজাউল করিম উপস্থিত ছিলেন। এ হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকেই ব্যবসায়ীরা বাজারের সব দোকানপাট বন্ধ রাখেন। দুপুরে তারা বিক্ষোভ-মিছিল করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বলেন, ‘ওসমান আলী আমাকে নিয়ে খারাপ মন্তব্য করেন। তাই আমার ছেলেরা গিয়ে একটু ধাক্কা দিয়ে এসেছে। এর বেশি কিছু না। সকালে আমার ছেলেদের মারধর করা হয়েছে। আমরাও মামলা করছি।’

এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ওসমান আলীর অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হচ্ছে। কালামও একটা অভিযোগ দিয়েছেন। সেটা তদন্ত করা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত