চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

অবশেষে রাজশাহীর চারঘাট উপজেলার বাসুদেবপুর রেলগেটের গেটম্যান লায়েব উদ্দীন বেতনভুক্ত হচ্ছেন। রেল কর্তৃপক্ষ মাসিক ১৫ হাজার টাকা বেতনে অস্থায়ীভাবে তাঁকে নিয়োগ প্রদান করেছেন।
রাজশাহী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (আইএন) আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে চারঘাট উপজেলার বাসুদেবপুরে আড়ানী-পুঠিয়া সড়কের অরক্ষিত রেলগেট সুরক্ষায় ১৪ বছর ধরে বিনা পারিশ্রমিকে কাজ করছিলেন লায়েব উদ্দীন। দুর্ঘটনাকবলিত ওই সড়কে মানুষের নিরাপত্তার কথা ভেবে নিজের দায়িত্ববোধ থেকেই এ কাজ করতেন তিনি। শুধু তাই নয়, লায়েব উদ্দীন বিনা মজুরিতে রেলগেট পাহারা দিলেও গত ১৪ বছরে এক দিনও ছুটি কাটাননি। তিনি পার্শ্ববর্তী বাঘা উপজেলার আড়ানী কুশাবাড়িয়া গ্রামের শুকুর আলীর ছেলে।
লায়েব উদ্দীনের বিনা পারিশ্রমিকে ১৪ বছর ধরে রেলগেটের দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে গত ২৪ অক্টোবর দৈনিক আজকের পত্রিকায় 'রেলগেটের সুরক্ষায় লায়েবের ১৪ বছর' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরই বিভিন্ন মহল থেকে লায়েব উদ্দীনকে বেতনভুক্ত করার দাবি ওঠে। এ অবস্থায় গত মঙ্গলবার রেলের সহকারী নির্বাহী প্রকৌশলী রাজশাহীর কার্যালয়ে লায়েব উদ্দীনকে ডেকে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করেন।
রাজশাহী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (আইএন) আবু জাফর বলেন, লায়েব উদ্দীন দীর্ঘদিন রেলগেট পাহারায় যুক্ত ছিলেন। তাঁকে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। এখন থেকে তিনি নিয়ম অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
এ বিষয়ে লায়েব উদ্দীন বলেন, ‘আমি দীর্ঘ ১৪ বছর ধরে গেট পাহারা দিচ্ছি। কখনো পারিশ্রমিক বাবদ একটি টাকাও পাইনি। জাতীয় দৈনিক আজকের পত্রিকায় আমার খবরটি প্রকাশিত হওয়ার পর অনেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন। অবশেষে রেল বিভাগ অস্থায়ীভাবে নিয়োগও দিল। এখন মাসে ১৫ হাজার টাকা বেতন পাব। স্ত্রী ও মেয়েদের নিয়ে ভালোমতো জীবন যাপন করতে পারব। আমার ১৪ বছরের কষ্ট সার্থক করার জন্য আজকের পত্রিকাকে অসংখ্য ধন্যবাদ।’

অবশেষে রাজশাহীর চারঘাট উপজেলার বাসুদেবপুর রেলগেটের গেটম্যান লায়েব উদ্দীন বেতনভুক্ত হচ্ছেন। রেল কর্তৃপক্ষ মাসিক ১৫ হাজার টাকা বেতনে অস্থায়ীভাবে তাঁকে নিয়োগ প্রদান করেছেন।
রাজশাহী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (আইএন) আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে চারঘাট উপজেলার বাসুদেবপুরে আড়ানী-পুঠিয়া সড়কের অরক্ষিত রেলগেট সুরক্ষায় ১৪ বছর ধরে বিনা পারিশ্রমিকে কাজ করছিলেন লায়েব উদ্দীন। দুর্ঘটনাকবলিত ওই সড়কে মানুষের নিরাপত্তার কথা ভেবে নিজের দায়িত্ববোধ থেকেই এ কাজ করতেন তিনি। শুধু তাই নয়, লায়েব উদ্দীন বিনা মজুরিতে রেলগেট পাহারা দিলেও গত ১৪ বছরে এক দিনও ছুটি কাটাননি। তিনি পার্শ্ববর্তী বাঘা উপজেলার আড়ানী কুশাবাড়িয়া গ্রামের শুকুর আলীর ছেলে।
লায়েব উদ্দীনের বিনা পারিশ্রমিকে ১৪ বছর ধরে রেলগেটের দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে গত ২৪ অক্টোবর দৈনিক আজকের পত্রিকায় 'রেলগেটের সুরক্ষায় লায়েবের ১৪ বছর' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরই বিভিন্ন মহল থেকে লায়েব উদ্দীনকে বেতনভুক্ত করার দাবি ওঠে। এ অবস্থায় গত মঙ্গলবার রেলের সহকারী নির্বাহী প্রকৌশলী রাজশাহীর কার্যালয়ে লায়েব উদ্দীনকে ডেকে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করেন।
রাজশাহী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (আইএন) আবু জাফর বলেন, লায়েব উদ্দীন দীর্ঘদিন রেলগেট পাহারায় যুক্ত ছিলেন। তাঁকে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। এখন থেকে তিনি নিয়ম অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
এ বিষয়ে লায়েব উদ্দীন বলেন, ‘আমি দীর্ঘ ১৪ বছর ধরে গেট পাহারা দিচ্ছি। কখনো পারিশ্রমিক বাবদ একটি টাকাও পাইনি। জাতীয় দৈনিক আজকের পত্রিকায় আমার খবরটি প্রকাশিত হওয়ার পর অনেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন। অবশেষে রেল বিভাগ অস্থায়ীভাবে নিয়োগও দিল। এখন মাসে ১৫ হাজার টাকা বেতন পাব। স্ত্রী ও মেয়েদের নিয়ে ভালোমতো জীবন যাপন করতে পারব। আমার ১৪ বছরের কষ্ট সার্থক করার জন্য আজকের পত্রিকাকে অসংখ্য ধন্যবাদ।’

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
১৩ মিনিট আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে