বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় আমগাছ থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের ঢাকা চন্দ্রগাথী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূর নাম আকলিমা (২৫)। সে ওই গ্রামের আসকান আলীর স্ত্রী। পুলিশ জানায়, গতকাল দুপুরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। মাসখানেক আগে কাজের জন্য বাইরে গিয়েছেন। বিয়ের পর থেকে মানসিক রোগে ভুগছিলেন তিনি।
স্থানীয় বাসিন্দা আরমান আলী বলেন, সকালে জানতে পারেন ওই গৃহবধূ বাড়ির পাশের আমগাছে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
গৃহবধূর নিকট আত্মীয় বাজুবাঘা গ্রামের সাহাবাজ আলী জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, নাকি তাকে কেউ মেরে ফেলে লাশ ঝুলিয়ে রেখেছে—এ বিষয়ে সন্দেহ রয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা করা হয়েছে।
রাজশাহীর বাঘায় আমগাছ থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের ঢাকা চন্দ্রগাথী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূর নাম আকলিমা (২৫)। সে ওই গ্রামের আসকান আলীর স্ত্রী। পুলিশ জানায়, গতকাল দুপুরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। মাসখানেক আগে কাজের জন্য বাইরে গিয়েছেন। বিয়ের পর থেকে মানসিক রোগে ভুগছিলেন তিনি।
স্থানীয় বাসিন্দা আরমান আলী বলেন, সকালে জানতে পারেন ওই গৃহবধূ বাড়ির পাশের আমগাছে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
গৃহবধূর নিকট আত্মীয় বাজুবাঘা গ্রামের সাহাবাজ আলী জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, নাকি তাকে কেউ মেরে ফেলে লাশ ঝুলিয়ে রেখেছে—এ বিষয়ে সন্দেহ রয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা করা হয়েছে।
টাঙ্গাইলের মধুপুরে হেফাজতে ইসলাম ও কওমি ওলামা পরিষদের বাধার মুখে লালন স্মরণোৎসব স্থগিত করা হয়েছে। উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. সবুজ মিয়া আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বুধবার রাত ৮টার দিকে মধুপুর বাসস্ট্যান্ডে লালন স্মরণোৎসব হওয়ার কথা ছিল।
৫ মিনিট আগেঝালকাঠির কাঠালিয়ায় তিন ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানাসহ পাঁচ ইটভাটাকে বন্ধ ঘোষণা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অনুমোদনহীন ভাটা স্থাপন করে জ্বালানি হিসেবে কাঠ ও ড্রাম চিমনি ব্যবহারের অপরাধে এই দণ্ড দেওয়া হয়।
১৩ মিনিট আগেসাংবাদিকদের উদ্দেশে এম আব্দুল্লাহ বলেন, রাষ্ট্রীয়ভাবে সাংবাদিক সন্তানদের শিক্ষা সহায়তা দেওয়া হয়। কিন্তু ময়মনসিংহে এসে আমরা ভিন্ন অভিজ্ঞতা পেলাম। বাংলাদেশে আমলা শ্রেণি পর্যায়ের মধ্যে যাঁরা জেলায় দায়িত্ব পালন করেন, তাঁরা নিজেদের রাজা মনে করেন। আর যারা জেলায় বসবাস করে, তারা সবাই প্রজা...
২০ মিনিট আগেপটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সরকারি কৌঁসুলিসহ (পিপি) জামায়াতে ইসলামী-সমর্থিত আইনজীবীদের ওপর হামলার ঘটনায় পটুয়াখালী সদর থানায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
২৩ মিনিট আগে