Ajker Patrika

সাপের ছোবল খেয়েও কাউকে জানাননি সাপুড়ে, পরে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৭: ৪৯
সাপের ছোবল খেয়েও কাউকে জানাননি সাপুড়ে, পরে মৃত্যু

রাজশাহীতে সাপের ছোবল খেয়েও কাউকে কিছু জানাননি এক সাপুড়ে। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের জানান তিনি। অনুরোধ করেন হাসপাতালে নেওয়ার। কিন্তু  হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় মো. সুমনের (৩০)। তাঁর বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

সুমনের খালাতো ভাই মো. সবুজ জানান, গতকাল বুধবার সন্ধ্যায় শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের এক বাড়িতে সাপ ধরতে যান সুমন। এ সময় বিষধর সাপটি তাঁকে ছোবল দেয়। কিন্তু সুমন কাউকে কিছু না জানিয়ে বাড়ি গিয়ে রাতে শুয়ে পড়েন। মধ্যরাতে তিনি অসুস্থ হয়ে পড়লে সাপে কাটার কথা জানান। এ সময় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন বলেন, সাপে কাটার প্রায় সাত ঘণ্টা পর সুমনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এর আগেই তাঁর পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়ে। এতে তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

এই সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারাকাসে মার্কিন হামলার সময় নিহত কিউবার ৩২ যোদ্ধা

আজকের রাশিফল: নিজেকে নেতা ভাবার আগে বিনয়ী হোন, পকেটমারের ভয় আছে

আসামে ৫.৪ মাত্রার ভূমিকম্প, অনুভূত বাংলাদেশেও

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিকেলে নেওয়ার সিদ্ধান্তে দুশ্চিন্তায় চাকরিপ্রার্থীরা

কলম্বিয়ায় হামলা চালানোর প্রস্তাব ভালো, পতনে উন্মুখ কিউবা: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত