আবুল কালাম আজাদ, চারঘাট (রাজশাহী)

রাজশাহীর চারঘাটে করোনার টিকা নিতে মানুষের আগ্রহ দিনদিন বাড়ছে। এটা নিশ্চিতভাবেই ইতিবাচক। কিন্তু মুশকিল হলো এই টিকা নিতে যেভাবে মানুষ টিকা কেন্দ্রে ভিড় করছে, তা দেখে বোঝার উপায় নেই যে, সেখানে অতি সংক্রামক একটি ভাইরাস থেকে সুরক্ষার জন্য টিকা দেওয়া হচ্ছে। যে যেভাবে পারছে ভিড় করে থাকছে টিকা কেন্দ্রে। স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বালাই নেই। টিকায় আগ্রহী মানুষের ভিড়ে হারিয়ে গেছে স্বাস্থ্যবিধি।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সের চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় টিকা কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, সকাল ৭টা থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লাইনও। একপর্যায়ে বিদ্যালয়ের বারান্দা ছাড়িয়ে মাঝ মাঠ পর্যন্ত চলে যায় টিকা প্রত্যাশীদের লাইন। এ সময় কেউই মানছিলেন না সামাজিক দূরত্ব। অনেকের মুখেই ছিল না মাস্ক।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মনিমুল হক বলেন, প্রতিদিন টিকা কার্যক্রম শুরু হয় সকাল ৯টা থেকে। কিন্তু মানুষজন এর আগেই টিকা কেন্দ্রে এসে ভিড় জমান। বেলা ২টায় টিকাদান শেষ হওয়ার সময় থাকলেও অতিরিক্ত মানুষ থাকায় বিকেল ৩টা পর্যন্ত টিকা দিতে হয়। প্রতিদিন গড়ে ১ হাজার জন মানুষ টিকা পাচ্ছে।
নিয়ম অনুযায়ী, টিকা নিতে কেন্দ্রে শুধু তাঁরাই আসবেন, যাদের কাছে টিকা নেওয়ার জন্য ম্যাসেজ এসেছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, প্রতি দিন এমন অনেকেই টিকা কেন্দ্রে আসছেন, যাদের কাছে এমন কোনো ম্যাসেজ আসেনি। এরা লাইনে দাঁড়িয়ে ভিড় বাড়াচ্ছেন।
মেয়েদের লাইনে দাঁড়িয়ে থাকা নূরেছা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৭টা থেকে দাঁড়িয়ে আছি। এখন পর্যন্ত স্কুলের বারান্দায় যেতে পারিনি। কিছুক্ষণ পরপরই লাইনে ধাক্কাধাক্কি শুরু হয়। মনে হচ্ছে টিকা নিতে এসে বিপদে পড়লাম।’
মাজদার রহমান নামের আরেক টিকা-প্রত্যাশী বলেন, ‘এত বড় উপজেলায় একটি মাত্র টিকা কেন্দ্র হওয়ায় প্রতিদিনই ভিড় হচ্ছে। উপজেলার নানা প্রান্ত থেকে লোকজন আসছে। চিন্তা করছি টিকা নিতে এসেই আবার করোনা আক্রান্ত হয়ে যাই কিনা।’
চারঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, উপজেলায় বৃহস্পতিবার পর্যন্ত টিকা পেতে নিবন্ধন করেছে ৪৫ হাজার ২৫৫ জন। এর মধ্যে সিনোফার্মার টিকা পেয়েছে ২৩ হাজার ৪০০ জন ও অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছে ১৮ হাজার ২০০ জন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘যিনি নিবন্ধন করেছেন, তিনি অবশ্যই টিকা পাবেন। তবে মেসেজ পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবাইকে মেসেজ পাওয়ার পরই টিকা কেন্দ্রে আসার অনুরোধ করছি।’

রাজশাহীর চারঘাটে করোনার টিকা নিতে মানুষের আগ্রহ দিনদিন বাড়ছে। এটা নিশ্চিতভাবেই ইতিবাচক। কিন্তু মুশকিল হলো এই টিকা নিতে যেভাবে মানুষ টিকা কেন্দ্রে ভিড় করছে, তা দেখে বোঝার উপায় নেই যে, সেখানে অতি সংক্রামক একটি ভাইরাস থেকে সুরক্ষার জন্য টিকা দেওয়া হচ্ছে। যে যেভাবে পারছে ভিড় করে থাকছে টিকা কেন্দ্রে। স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বালাই নেই। টিকায় আগ্রহী মানুষের ভিড়ে হারিয়ে গেছে স্বাস্থ্যবিধি।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সের চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় টিকা কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, সকাল ৭টা থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লাইনও। একপর্যায়ে বিদ্যালয়ের বারান্দা ছাড়িয়ে মাঝ মাঠ পর্যন্ত চলে যায় টিকা প্রত্যাশীদের লাইন। এ সময় কেউই মানছিলেন না সামাজিক দূরত্ব। অনেকের মুখেই ছিল না মাস্ক।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মনিমুল হক বলেন, প্রতিদিন টিকা কার্যক্রম শুরু হয় সকাল ৯টা থেকে। কিন্তু মানুষজন এর আগেই টিকা কেন্দ্রে এসে ভিড় জমান। বেলা ২টায় টিকাদান শেষ হওয়ার সময় থাকলেও অতিরিক্ত মানুষ থাকায় বিকেল ৩টা পর্যন্ত টিকা দিতে হয়। প্রতিদিন গড়ে ১ হাজার জন মানুষ টিকা পাচ্ছে।
নিয়ম অনুযায়ী, টিকা নিতে কেন্দ্রে শুধু তাঁরাই আসবেন, যাদের কাছে টিকা নেওয়ার জন্য ম্যাসেজ এসেছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, প্রতি দিন এমন অনেকেই টিকা কেন্দ্রে আসছেন, যাদের কাছে এমন কোনো ম্যাসেজ আসেনি। এরা লাইনে দাঁড়িয়ে ভিড় বাড়াচ্ছেন।
মেয়েদের লাইনে দাঁড়িয়ে থাকা নূরেছা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৭টা থেকে দাঁড়িয়ে আছি। এখন পর্যন্ত স্কুলের বারান্দায় যেতে পারিনি। কিছুক্ষণ পরপরই লাইনে ধাক্কাধাক্কি শুরু হয়। মনে হচ্ছে টিকা নিতে এসে বিপদে পড়লাম।’
মাজদার রহমান নামের আরেক টিকা-প্রত্যাশী বলেন, ‘এত বড় উপজেলায় একটি মাত্র টিকা কেন্দ্র হওয়ায় প্রতিদিনই ভিড় হচ্ছে। উপজেলার নানা প্রান্ত থেকে লোকজন আসছে। চিন্তা করছি টিকা নিতে এসেই আবার করোনা আক্রান্ত হয়ে যাই কিনা।’
চারঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, উপজেলায় বৃহস্পতিবার পর্যন্ত টিকা পেতে নিবন্ধন করেছে ৪৫ হাজার ২৫৫ জন। এর মধ্যে সিনোফার্মার টিকা পেয়েছে ২৩ হাজার ৪০০ জন ও অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছে ১৮ হাজার ২০০ জন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘যিনি নিবন্ধন করেছেন, তিনি অবশ্যই টিকা পাবেন। তবে মেসেজ পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবাইকে মেসেজ পাওয়ার পরই টিকা কেন্দ্রে আসার অনুরোধ করছি।’

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
৩৪ মিনিট আগে
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মইনুল হক বলেন, সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
৪২ মিনিট আগে
মৌলভীবাজারের মতো নরসিংদীতেও নেতা-কর্মীদের বাধার মুখে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. আমজাদ হোসাইন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
১ ঘণ্টা আগে