নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থীর ইশতেহার ঘোষণার পর ব্যাপক হট্টগোল হয়েছে। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান মেয়র প্রার্থী।
দলীয় প্রার্থীর ইশতেহার ঘোষণা উপলক্ষে আজ শনিবার দুপুর ১২টায় নগরীর গণকপাড়ায় জেলা ও মহানগর জাপা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইশতেহার ঘোষণা করেন মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। তিনি দলের মহানগরের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানও।
সংবাদ সম্মেলন শেষে জাপার স্থানীয় নেতা সালাহউদ্দিন মিন্টু উপস্থিত নেতাদের নাম ও পদ জানিয়ে পরিচয় করিয়ে দিচ্ছিলেন।
জেলা জাপার সভাপতি আবুল হোসেনের পরিচয় জানানোর সময় তাঁর জাপা চেয়ারম্যানের উপদেষ্টার পদেও থাকার তথ্যটি না বলায় তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। মহানগরের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টুর ওপর রাগারাগি করেন। তখন সালাউদ্দিন মিন্টু বলে ওঠেন, ‘আপনার কাগজ আছে? কাগজ দেখান।’ এ সময় হট্টগোল শুরু হয়। হট্টগোল চলাকালীন মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বেরিয়ে যান।
হট্টগোল সম্পর্কে জানতে চাইলে সালাউদ্দিন মিন্টু বলেন, ‘রাজশাহী জাতীয় পার্টির নেতা রাহাত হোসেন পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা। তাঁর কাছে দলের চিঠি আছে। জেলার সভাপতি আবুল হোসেনও চেয়ারম্যানের উপদেষ্টা দাবি করেন। কিন্তু তাঁর কাছে কাগজ নেই। তাই পরিচয় করানোর সময় আমি এই পদটা উচ্চারণ করিনি। এতেই তিনি রেগে গিয়েছেন।’
জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘এটা বড় কোনো ঘটনা না। ছোট্ট ঘটনা। ঘটনা ইশতেহার ঘোষণার সময়ও না। ইশতেহার ঘোষণার পর হয়েছে। তবে এগুলো কাম্য না।’
অনুষ্ঠানে নগরের উন্নয়নে ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেন সাইফুল ইসলাম স্বপন। ইশতেহারে বেকার যুবকদের কর্মসংস্থানে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ধরনের শিল্পকারখানা স্থাপনকে অধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘জাতীয় পার্টির শাসনামলে রাজশাহীর ব্যাপক উন্নয়ন হয়েছিল। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাজশাহী সিটিকে দেশের মডেল সিটি হিসেবে গড়ে তোলা আমার স্বপ্ন। তাই এই নির্বাচনী ইশতেহার প্রস্তুত করেছি। নির্বাচিত হলে সবই বাস্তবায়ন হবে।’

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থীর ইশতেহার ঘোষণার পর ব্যাপক হট্টগোল হয়েছে। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান মেয়র প্রার্থী।
দলীয় প্রার্থীর ইশতেহার ঘোষণা উপলক্ষে আজ শনিবার দুপুর ১২টায় নগরীর গণকপাড়ায় জেলা ও মহানগর জাপা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইশতেহার ঘোষণা করেন মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। তিনি দলের মহানগরের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানও।
সংবাদ সম্মেলন শেষে জাপার স্থানীয় নেতা সালাহউদ্দিন মিন্টু উপস্থিত নেতাদের নাম ও পদ জানিয়ে পরিচয় করিয়ে দিচ্ছিলেন।
জেলা জাপার সভাপতি আবুল হোসেনের পরিচয় জানানোর সময় তাঁর জাপা চেয়ারম্যানের উপদেষ্টার পদেও থাকার তথ্যটি না বলায় তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। মহানগরের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টুর ওপর রাগারাগি করেন। তখন সালাউদ্দিন মিন্টু বলে ওঠেন, ‘আপনার কাগজ আছে? কাগজ দেখান।’ এ সময় হট্টগোল শুরু হয়। হট্টগোল চলাকালীন মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বেরিয়ে যান।
হট্টগোল সম্পর্কে জানতে চাইলে সালাউদ্দিন মিন্টু বলেন, ‘রাজশাহী জাতীয় পার্টির নেতা রাহাত হোসেন পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা। তাঁর কাছে দলের চিঠি আছে। জেলার সভাপতি আবুল হোসেনও চেয়ারম্যানের উপদেষ্টা দাবি করেন। কিন্তু তাঁর কাছে কাগজ নেই। তাই পরিচয় করানোর সময় আমি এই পদটা উচ্চারণ করিনি। এতেই তিনি রেগে গিয়েছেন।’
জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘এটা বড় কোনো ঘটনা না। ছোট্ট ঘটনা। ঘটনা ইশতেহার ঘোষণার সময়ও না। ইশতেহার ঘোষণার পর হয়েছে। তবে এগুলো কাম্য না।’
অনুষ্ঠানে নগরের উন্নয়নে ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেন সাইফুল ইসলাম স্বপন। ইশতেহারে বেকার যুবকদের কর্মসংস্থানে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ধরনের শিল্পকারখানা স্থাপনকে অধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘জাতীয় পার্টির শাসনামলে রাজশাহীর ব্যাপক উন্নয়ন হয়েছিল। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাজশাহী সিটিকে দেশের মডেল সিটি হিসেবে গড়ে তোলা আমার স্বপ্ন। তাই এই নির্বাচনী ইশতেহার প্রস্তুত করেছি। নির্বাচিত হলে সবই বাস্তবায়ন হবে।’

রাজধানীর উত্তরায় নিরাপত্তাকর্মী মাহবুব আলমের (৫৭) কাছ থেকে ছিনতাই হওয়া শটগানটি শেরেবাংলা নগর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে শেরেবাংলা নগরের শ্যামলী কল্যাণ সমিতি এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এ সময় চারটি গুলিও উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় এক তরুণীকে ধর্ষণচেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল শনিবার ভুক্তভোগী তরুণী পাঁচজনকে অভিযুক্ত করে পর্নোগ্রাফি আইনে রায়পুরা থানায় মামলা করেন।
২১ মিনিট আগে
মাদারীপুর সদরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আজ রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঘটকচরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ র্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরিতে থারমাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণে মো. আসাদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহতসহ তিনজন আহত হয়েছেন।
৩৮ মিনিট আগে