নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থীর ইশতেহার ঘোষণার পর ব্যাপক হট্টগোল হয়েছে। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান মেয়র প্রার্থী।
দলীয় প্রার্থীর ইশতেহার ঘোষণা উপলক্ষে আজ শনিবার দুপুর ১২টায় নগরীর গণকপাড়ায় জেলা ও মহানগর জাপা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইশতেহার ঘোষণা করেন মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। তিনি দলের মহানগরের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানও।
সংবাদ সম্মেলন শেষে জাপার স্থানীয় নেতা সালাহউদ্দিন মিন্টু উপস্থিত নেতাদের নাম ও পদ জানিয়ে পরিচয় করিয়ে দিচ্ছিলেন।
জেলা জাপার সভাপতি আবুল হোসেনের পরিচয় জানানোর সময় তাঁর জাপা চেয়ারম্যানের উপদেষ্টার পদেও থাকার তথ্যটি না বলায় তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। মহানগরের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টুর ওপর রাগারাগি করেন। তখন সালাউদ্দিন মিন্টু বলে ওঠেন, ‘আপনার কাগজ আছে? কাগজ দেখান।’ এ সময় হট্টগোল শুরু হয়। হট্টগোল চলাকালীন মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বেরিয়ে যান।
হট্টগোল সম্পর্কে জানতে চাইলে সালাউদ্দিন মিন্টু বলেন, ‘রাজশাহী জাতীয় পার্টির নেতা রাহাত হোসেন পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা। তাঁর কাছে দলের চিঠি আছে। জেলার সভাপতি আবুল হোসেনও চেয়ারম্যানের উপদেষ্টা দাবি করেন। কিন্তু তাঁর কাছে কাগজ নেই। তাই পরিচয় করানোর সময় আমি এই পদটা উচ্চারণ করিনি। এতেই তিনি রেগে গিয়েছেন।’
জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘এটা বড় কোনো ঘটনা না। ছোট্ট ঘটনা। ঘটনা ইশতেহার ঘোষণার সময়ও না। ইশতেহার ঘোষণার পর হয়েছে। তবে এগুলো কাম্য না।’
অনুষ্ঠানে নগরের উন্নয়নে ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেন সাইফুল ইসলাম স্বপন। ইশতেহারে বেকার যুবকদের কর্মসংস্থানে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ধরনের শিল্পকারখানা স্থাপনকে অধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘জাতীয় পার্টির শাসনামলে রাজশাহীর ব্যাপক উন্নয়ন হয়েছিল। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাজশাহী সিটিকে দেশের মডেল সিটি হিসেবে গড়ে তোলা আমার স্বপ্ন। তাই এই নির্বাচনী ইশতেহার প্রস্তুত করেছি। নির্বাচিত হলে সবই বাস্তবায়ন হবে।’

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থীর ইশতেহার ঘোষণার পর ব্যাপক হট্টগোল হয়েছে। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান মেয়র প্রার্থী।
দলীয় প্রার্থীর ইশতেহার ঘোষণা উপলক্ষে আজ শনিবার দুপুর ১২টায় নগরীর গণকপাড়ায় জেলা ও মহানগর জাপা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইশতেহার ঘোষণা করেন মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। তিনি দলের মহানগরের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানও।
সংবাদ সম্মেলন শেষে জাপার স্থানীয় নেতা সালাহউদ্দিন মিন্টু উপস্থিত নেতাদের নাম ও পদ জানিয়ে পরিচয় করিয়ে দিচ্ছিলেন।
জেলা জাপার সভাপতি আবুল হোসেনের পরিচয় জানানোর সময় তাঁর জাপা চেয়ারম্যানের উপদেষ্টার পদেও থাকার তথ্যটি না বলায় তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। মহানগরের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টুর ওপর রাগারাগি করেন। তখন সালাউদ্দিন মিন্টু বলে ওঠেন, ‘আপনার কাগজ আছে? কাগজ দেখান।’ এ সময় হট্টগোল শুরু হয়। হট্টগোল চলাকালীন মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বেরিয়ে যান।
হট্টগোল সম্পর্কে জানতে চাইলে সালাউদ্দিন মিন্টু বলেন, ‘রাজশাহী জাতীয় পার্টির নেতা রাহাত হোসেন পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা। তাঁর কাছে দলের চিঠি আছে। জেলার সভাপতি আবুল হোসেনও চেয়ারম্যানের উপদেষ্টা দাবি করেন। কিন্তু তাঁর কাছে কাগজ নেই। তাই পরিচয় করানোর সময় আমি এই পদটা উচ্চারণ করিনি। এতেই তিনি রেগে গিয়েছেন।’
জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘এটা বড় কোনো ঘটনা না। ছোট্ট ঘটনা। ঘটনা ইশতেহার ঘোষণার সময়ও না। ইশতেহার ঘোষণার পর হয়েছে। তবে এগুলো কাম্য না।’
অনুষ্ঠানে নগরের উন্নয়নে ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেন সাইফুল ইসলাম স্বপন। ইশতেহারে বেকার যুবকদের কর্মসংস্থানে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ধরনের শিল্পকারখানা স্থাপনকে অধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘জাতীয় পার্টির শাসনামলে রাজশাহীর ব্যাপক উন্নয়ন হয়েছিল। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাজশাহী সিটিকে দেশের মডেল সিটি হিসেবে গড়ে তোলা আমার স্বপ্ন। তাই এই নির্বাচনী ইশতেহার প্রস্তুত করেছি। নির্বাচিত হলে সবই বাস্তবায়ন হবে।’

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আজ সকালে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে মিয়ানমারে সংঘর্ষের মুখে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর ৫২ সদস্য এবং এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২ মিনিট আগে
যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর থেকে দুটি পিস্তল ও ছয়টি গুলিসহ সাকিব হাসান (২২) নামে এক যুবককে আটক করেছেন র্যাব সদস্যরা। রোববার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে সাকিবের নিজ বাড়ি থেকে তাঁকে অবৈধ ভারতীয় অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত সাকিব হাসান বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আসলাম আলীর ছেলে।
৪ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ মামুন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার ভোর ৪টার দিকে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়ার মিরার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক মামুন লালমনিরহাট জেলা সদরের খোটামারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
৪২ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে যুবলীগ থেকে পদত্যাগ করেন লেলিন সাহা (৩৬) নামের এক নেতা। তবে শেষরক্ষা হয়নি তাঁর। পদত্যাগের ঘোষণার মাত্র দুই ঘণ্টা পরই পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।
১ ঘণ্টা আগে