Ajker Patrika

নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

নাটোরের গুরুদাসপুর উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হামিম হোসেন (৮) নামে এক শিশু মারা গেছে। আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলার খুবজিপুর উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

শিশু হামিম উপজেলার মশিন্দা ইউনিয়নের সাহাপুর গ্রামের আবু বক্কারের ছেলে। সে তার ফুপুর বাড়ি উপজেলার খুবজিপুরে বেড়াতে গিয়েছিল। 

স্থানীয়রা জানান, আজ দুপুরে খুবজিপুর উত্তরপাড়া এলাকায় চলনবিলের শাখা নদীতে ফুপাতো ভাই-বোনদের সঙ্গে গোসল করতে নেমে ডুবে যায় হামিম। পরে এলাকাবাসীরা খোঁজাখুঁজি করলে ভাসমান অবস্থায় তাকে খুঁজে পায়। এ সময় হামিমের স্বজনেরা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হামিমকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে হামিমের বাবা আবু বক্কার বলেন, ‘গত শনিবার আমার ছেলে তার ফুপুর বাড়িতে বেড়াতে যায়। এটাই যে তার শেষ যাওয়া হবে তা ভাবতে পারিনি। আর আমার ছেলে ছিল খুব সহজ সরল। যে ডাকবে তার সঙ্গেই চলে যাবে, কোনো কথা বলবে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত