বগুড়া প্রতিনিধি

কাঁচা মরিচের দাম বাড়তে বাড়তে কোথাও কোথাও এখন কেজিপ্রতি ১ হাজার টাকা ছাড়িয়ে গেছে। এরই মধ্যে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। কিন্তু বাজারে কোনো প্রভাব নেই। এ নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে বাণিজ্যমন্ত্রী বলেছেন, সেটি তাঁর জানার কথা নয়।
আজ শনিবার বিকেলে রোটারি বর্ষ উপলক্ষে বগুড়ায় আয়োজিত র্যালির আগে সাংবাদিকেরা এ নিয়ে মন্ত্রী টিপু মুনশিকে প্রশ্ন করেন। জবাবে মন্ত্রী বলেন, ‘কাঁচা মরিচ কৃষিজাত পণ্য। তাই এর দাম কেন বেড়েছে তা কৃষি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। এটা আমাদের জানার কথা নয়।’
মন্ত্রী আরও বলেন, ‘কাঁচা মরিচের দাম কেন বাড়ল, উৎপাদন কত তা কৃষি মন্ত্রণালয় ভালো জানে। তবে এতটুকু বলতে পারি, সরকার কাঁচা মরিচ আমদানি করার অনুমতি দিয়েছে।’
কোরবানির চামড়ার দাম না পাওয়ার বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা বারবার বলেছি চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ করতে। কিন্তু তারা লবণ না দেওয়ার কারণে চামড়ার দাম পায়নি, তা নষ্ট হয়েছে। যদি তারা লবণ দিত, তাহলে পরে ভালো দাম পেত।’
ব্যবসায়ীদের সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দেশে সিন্ডিকেট বলে কিছু নেই। আমরা মনে করি, যেসব পণ্য আমদানি করতে হয়, সেসব পণ্য ব্যবসায়ীরা হোল্ড (মজুত) করে রাখে। তখন আমরা চেষ্টা করি ভোক্তা অধিকার দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে। এ ছাড়া কিছু পণ্যের দাম বাইরের দেশে বাড়লে আমাদের দেশেও বাড়ে।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষ করে বাণিজ্যমন্ত্রী র্যালিতে অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র্যালি শেষে মন্ত্রী রোটারি ক্লাবের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

কাঁচা মরিচের দাম বাড়তে বাড়তে কোথাও কোথাও এখন কেজিপ্রতি ১ হাজার টাকা ছাড়িয়ে গেছে। এরই মধ্যে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। কিন্তু বাজারে কোনো প্রভাব নেই। এ নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে বাণিজ্যমন্ত্রী বলেছেন, সেটি তাঁর জানার কথা নয়।
আজ শনিবার বিকেলে রোটারি বর্ষ উপলক্ষে বগুড়ায় আয়োজিত র্যালির আগে সাংবাদিকেরা এ নিয়ে মন্ত্রী টিপু মুনশিকে প্রশ্ন করেন। জবাবে মন্ত্রী বলেন, ‘কাঁচা মরিচ কৃষিজাত পণ্য। তাই এর দাম কেন বেড়েছে তা কৃষি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। এটা আমাদের জানার কথা নয়।’
মন্ত্রী আরও বলেন, ‘কাঁচা মরিচের দাম কেন বাড়ল, উৎপাদন কত তা কৃষি মন্ত্রণালয় ভালো জানে। তবে এতটুকু বলতে পারি, সরকার কাঁচা মরিচ আমদানি করার অনুমতি দিয়েছে।’
কোরবানির চামড়ার দাম না পাওয়ার বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা বারবার বলেছি চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ করতে। কিন্তু তারা লবণ না দেওয়ার কারণে চামড়ার দাম পায়নি, তা নষ্ট হয়েছে। যদি তারা লবণ দিত, তাহলে পরে ভালো দাম পেত।’
ব্যবসায়ীদের সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দেশে সিন্ডিকেট বলে কিছু নেই। আমরা মনে করি, যেসব পণ্য আমদানি করতে হয়, সেসব পণ্য ব্যবসায়ীরা হোল্ড (মজুত) করে রাখে। তখন আমরা চেষ্টা করি ভোক্তা অধিকার দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে। এ ছাড়া কিছু পণ্যের দাম বাইরের দেশে বাড়লে আমাদের দেশেও বাড়ে।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষ করে বাণিজ্যমন্ত্রী র্যালিতে অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র্যালি শেষে মন্ত্রী রোটারি ক্লাবের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪০ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
১ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
২ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
২ ঘণ্টা আগে