বগুড়া প্রতিনিধি

কাঁচা মরিচের দাম বাড়তে বাড়তে কোথাও কোথাও এখন কেজিপ্রতি ১ হাজার টাকা ছাড়িয়ে গেছে। এরই মধ্যে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। কিন্তু বাজারে কোনো প্রভাব নেই। এ নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে বাণিজ্যমন্ত্রী বলেছেন, সেটি তাঁর জানার কথা নয়।
আজ শনিবার বিকেলে রোটারি বর্ষ উপলক্ষে বগুড়ায় আয়োজিত র্যালির আগে সাংবাদিকেরা এ নিয়ে মন্ত্রী টিপু মুনশিকে প্রশ্ন করেন। জবাবে মন্ত্রী বলেন, ‘কাঁচা মরিচ কৃষিজাত পণ্য। তাই এর দাম কেন বেড়েছে তা কৃষি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। এটা আমাদের জানার কথা নয়।’
মন্ত্রী আরও বলেন, ‘কাঁচা মরিচের দাম কেন বাড়ল, উৎপাদন কত তা কৃষি মন্ত্রণালয় ভালো জানে। তবে এতটুকু বলতে পারি, সরকার কাঁচা মরিচ আমদানি করার অনুমতি দিয়েছে।’
কোরবানির চামড়ার দাম না পাওয়ার বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা বারবার বলেছি চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ করতে। কিন্তু তারা লবণ না দেওয়ার কারণে চামড়ার দাম পায়নি, তা নষ্ট হয়েছে। যদি তারা লবণ দিত, তাহলে পরে ভালো দাম পেত।’
ব্যবসায়ীদের সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দেশে সিন্ডিকেট বলে কিছু নেই। আমরা মনে করি, যেসব পণ্য আমদানি করতে হয়, সেসব পণ্য ব্যবসায়ীরা হোল্ড (মজুত) করে রাখে। তখন আমরা চেষ্টা করি ভোক্তা অধিকার দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে। এ ছাড়া কিছু পণ্যের দাম বাইরের দেশে বাড়লে আমাদের দেশেও বাড়ে।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষ করে বাণিজ্যমন্ত্রী র্যালিতে অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র্যালি শেষে মন্ত্রী রোটারি ক্লাবের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

কাঁচা মরিচের দাম বাড়তে বাড়তে কোথাও কোথাও এখন কেজিপ্রতি ১ হাজার টাকা ছাড়িয়ে গেছে। এরই মধ্যে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। কিন্তু বাজারে কোনো প্রভাব নেই। এ নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে বাণিজ্যমন্ত্রী বলেছেন, সেটি তাঁর জানার কথা নয়।
আজ শনিবার বিকেলে রোটারি বর্ষ উপলক্ষে বগুড়ায় আয়োজিত র্যালির আগে সাংবাদিকেরা এ নিয়ে মন্ত্রী টিপু মুনশিকে প্রশ্ন করেন। জবাবে মন্ত্রী বলেন, ‘কাঁচা মরিচ কৃষিজাত পণ্য। তাই এর দাম কেন বেড়েছে তা কৃষি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। এটা আমাদের জানার কথা নয়।’
মন্ত্রী আরও বলেন, ‘কাঁচা মরিচের দাম কেন বাড়ল, উৎপাদন কত তা কৃষি মন্ত্রণালয় ভালো জানে। তবে এতটুকু বলতে পারি, সরকার কাঁচা মরিচ আমদানি করার অনুমতি দিয়েছে।’
কোরবানির চামড়ার দাম না পাওয়ার বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা বারবার বলেছি চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ করতে। কিন্তু তারা লবণ না দেওয়ার কারণে চামড়ার দাম পায়নি, তা নষ্ট হয়েছে। যদি তারা লবণ দিত, তাহলে পরে ভালো দাম পেত।’
ব্যবসায়ীদের সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দেশে সিন্ডিকেট বলে কিছু নেই। আমরা মনে করি, যেসব পণ্য আমদানি করতে হয়, সেসব পণ্য ব্যবসায়ীরা হোল্ড (মজুত) করে রাখে। তখন আমরা চেষ্টা করি ভোক্তা অধিকার দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে। এ ছাড়া কিছু পণ্যের দাম বাইরের দেশে বাড়লে আমাদের দেশেও বাড়ে।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষ করে বাণিজ্যমন্ত্রী র্যালিতে অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র্যালি শেষে মন্ত্রী রোটারি ক্লাবের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে