নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী নগরীর নিম্ন আয়ের একটি পরিবারের মাসিক আয়ের ২২ শতাংশ অর্থই চলে যাচ্ছে জ্বালানির পেছনে। পরিবারগুলো প্রতি মাসে বিদ্যুৎ ও জ্বালানি বাবদ গড়ে ২ হাজার ৮২৯ টাকা ব্যয় করে। এর মধ্যে শুধু রান্নার জ্বালানি বাবদ প্রতি মাসে গড়ে খরচ হয় ১ হাজার ৪৬২ টাকা।
সম্প্রতি রাজশাহী নগরীর নামোভদ্রা ও হরিজন পল্লিতে জরিপ চালিয়ে এ তথ্য পেয়েছে বেসরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক)। ‘নগর দরিদ্র জনগোষ্ঠীর জ্বালানির বর্তমান ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানি গ্রহণে চ্যালেঞ্জ: প্রেক্ষিত রাজশাহী সিটি করপোরেশন’ শীর্ষক এক সংলাপে আজ মঙ্গলবার এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
সংলাপে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু বকর মো. ইসমাইল, প্রাণ-প্রকৃতি গবেষক পাভেল পার্থ, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বারসিকের গবেষণা সহকারী ডালিয়া চাকমা প্রেজেন্টেশনের মাধ্যমে গবেষণা প্রতিবেদন তুলে ধরেন।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, জরিপের আওতায় আসা জনগোষ্ঠীর ৮১ শতাংশ পরিবার রান্নার কাজে লাকড়ি ব্যবহার করে। ৩৫ শতাংশ পরিবার গ্যাস সিলিন্ডার ও ৩২ শতাংশ পরিবার কেরোসিন ব্যবহার করে। উদ্বেগের বিষয়, ৪৪ শতাংশ পরিবারই রান্নার কাজে পরিবেশ দূষণকারী প্লাস্টিক ও পলিথিন পুড়িয়ে থাকে। রান্নার ধোঁয়ার কারণে ৮ শতাংশ পরিবারে রয়েছে কাশির সমস্যা।
গবেষণায় উঠে এসেছে, গবেষণার আওতায় আসা মানুষের মধ্যে ৯৫ ভাগই নবায়নযোগ্য জ্বালানি শব্দটির সঙ্গে পরিচিত নন। সংলাপে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রতি জোর দেওয়া হয়েছে। এ জন্য সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া জ্বালানি সংকট মোকাবিলায় আরও বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে।

রাজশাহী নগরীর নিম্ন আয়ের একটি পরিবারের মাসিক আয়ের ২২ শতাংশ অর্থই চলে যাচ্ছে জ্বালানির পেছনে। পরিবারগুলো প্রতি মাসে বিদ্যুৎ ও জ্বালানি বাবদ গড়ে ২ হাজার ৮২৯ টাকা ব্যয় করে। এর মধ্যে শুধু রান্নার জ্বালানি বাবদ প্রতি মাসে গড়ে খরচ হয় ১ হাজার ৪৬২ টাকা।
সম্প্রতি রাজশাহী নগরীর নামোভদ্রা ও হরিজন পল্লিতে জরিপ চালিয়ে এ তথ্য পেয়েছে বেসরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক)। ‘নগর দরিদ্র জনগোষ্ঠীর জ্বালানির বর্তমান ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানি গ্রহণে চ্যালেঞ্জ: প্রেক্ষিত রাজশাহী সিটি করপোরেশন’ শীর্ষক এক সংলাপে আজ মঙ্গলবার এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
সংলাপে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু বকর মো. ইসমাইল, প্রাণ-প্রকৃতি গবেষক পাভেল পার্থ, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বারসিকের গবেষণা সহকারী ডালিয়া চাকমা প্রেজেন্টেশনের মাধ্যমে গবেষণা প্রতিবেদন তুলে ধরেন।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, জরিপের আওতায় আসা জনগোষ্ঠীর ৮১ শতাংশ পরিবার রান্নার কাজে লাকড়ি ব্যবহার করে। ৩৫ শতাংশ পরিবার গ্যাস সিলিন্ডার ও ৩২ শতাংশ পরিবার কেরোসিন ব্যবহার করে। উদ্বেগের বিষয়, ৪৪ শতাংশ পরিবারই রান্নার কাজে পরিবেশ দূষণকারী প্লাস্টিক ও পলিথিন পুড়িয়ে থাকে। রান্নার ধোঁয়ার কারণে ৮ শতাংশ পরিবারে রয়েছে কাশির সমস্যা।
গবেষণায় উঠে এসেছে, গবেষণার আওতায় আসা মানুষের মধ্যে ৯৫ ভাগই নবায়নযোগ্য জ্বালানি শব্দটির সঙ্গে পরিচিত নন। সংলাপে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রতি জোর দেওয়া হয়েছে। এ জন্য সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া জ্বালানি সংকট মোকাবিলায় আরও বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে