বগুড়া প্রতিনিধি

শিক্ষার্থীদের একপক্ষের বাধায় বগুড়ায় ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত ‘ছাত্র-নাগরিকের মতবিনিময় সভা’ ভন্ডুল হয়ে গেছে। এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কেন্দ্রের সমন্বয়ক মাহিন সরকারসহ অন্য নেতৃবৃন্দ। পরে তাঁদের ধাওয়া দিলে তাঁরা কলেজ অধ্যক্ষের কক্ষে গিয়ে আশ্রয় নেন।
আজ বৃহস্পতিবার বগুড়া সরকারি আজিজুল কলেজে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত মতবিনিময় সভাকে কেন্দ্র করে আগ থেকেই কলেজে অবস্থান নেয় শিক্ষার্থীদের একটি পক্ষ। পরে বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারসহ বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আরেকটি পক্ষ কলেজে প্রবেশ করলে উত্তেজনা সৃষ্টি হয়।
এ সময় আগে থেকে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা তাঁদের ধাওয়া দেন। এরপর তাঁরা কলেজ অধ্যক্ষের ভবনে আশ্রয় নিলে শিক্ষার্থীরা ভুয়া ভুয়াসহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ৬টার দিকে তাঁরা কলেজ ক্যাম্পাস থেকে চলে যান। ওই সময় সেনাবাহিনী এবং পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
একটি পক্ষে শিক্ষার্থীদের নেতৃত্বে ছিলেন সাকলাইন সাদিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ আসছেন এবং কলেজে তাঁদের অনুষ্ঠান রয়েছে, সেটা আমরা শিক্ষার্থীরা কেউ জানতাম না। তাঁরা এখানে তাঁদের মতো করে একটি পকেট কমিটি দিয়ে যাবে—এটা আমরা মানব না। তাঁদের অনুষ্ঠান করতে দেওয়া হবে না। অনুষ্ঠান করতে হলে এখানে সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে আসতে হবে।’
অপর দিকে সফরে আসা কেন্দ্রের অন্যতম সমন্বয়ক নিয়তি সরকার নিতু বলেন, ‘আজকের অনুষ্ঠানের কথা এবং কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ আসছেন—এটা সবাইকে আগেই জানানো হয়েছিল।’
এদিন সকালে বগুড়া নামাজগড় আঞ্জুমান ই গোরস্থানে মাহিন সরকারসহ ছাত্র নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করেন। পরে বেলা ১১টায় শহীদ ও আহত পরিবারবর্গের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।

শিক্ষার্থীদের একপক্ষের বাধায় বগুড়ায় ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত ‘ছাত্র-নাগরিকের মতবিনিময় সভা’ ভন্ডুল হয়ে গেছে। এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কেন্দ্রের সমন্বয়ক মাহিন সরকারসহ অন্য নেতৃবৃন্দ। পরে তাঁদের ধাওয়া দিলে তাঁরা কলেজ অধ্যক্ষের কক্ষে গিয়ে আশ্রয় নেন।
আজ বৃহস্পতিবার বগুড়া সরকারি আজিজুল কলেজে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত মতবিনিময় সভাকে কেন্দ্র করে আগ থেকেই কলেজে অবস্থান নেয় শিক্ষার্থীদের একটি পক্ষ। পরে বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারসহ বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আরেকটি পক্ষ কলেজে প্রবেশ করলে উত্তেজনা সৃষ্টি হয়।
এ সময় আগে থেকে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা তাঁদের ধাওয়া দেন। এরপর তাঁরা কলেজ অধ্যক্ষের ভবনে আশ্রয় নিলে শিক্ষার্থীরা ভুয়া ভুয়াসহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ৬টার দিকে তাঁরা কলেজ ক্যাম্পাস থেকে চলে যান। ওই সময় সেনাবাহিনী এবং পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
একটি পক্ষে শিক্ষার্থীদের নেতৃত্বে ছিলেন সাকলাইন সাদিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ আসছেন এবং কলেজে তাঁদের অনুষ্ঠান রয়েছে, সেটা আমরা শিক্ষার্থীরা কেউ জানতাম না। তাঁরা এখানে তাঁদের মতো করে একটি পকেট কমিটি দিয়ে যাবে—এটা আমরা মানব না। তাঁদের অনুষ্ঠান করতে দেওয়া হবে না। অনুষ্ঠান করতে হলে এখানে সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে আসতে হবে।’
অপর দিকে সফরে আসা কেন্দ্রের অন্যতম সমন্বয়ক নিয়তি সরকার নিতু বলেন, ‘আজকের অনুষ্ঠানের কথা এবং কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ আসছেন—এটা সবাইকে আগেই জানানো হয়েছিল।’
এদিন সকালে বগুড়া নামাজগড় আঞ্জুমান ই গোরস্থানে মাহিন সরকারসহ ছাত্র নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করেন। পরে বেলা ১১টায় শহীদ ও আহত পরিবারবর্গের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
৩ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
৪ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৬ ঘণ্টা আগে