বগুড়া প্রতিনিধি

শিক্ষার্থীদের একপক্ষের বাধায় বগুড়ায় ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত ‘ছাত্র-নাগরিকের মতবিনিময় সভা’ ভন্ডুল হয়ে গেছে। এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কেন্দ্রের সমন্বয়ক মাহিন সরকারসহ অন্য নেতৃবৃন্দ। পরে তাঁদের ধাওয়া দিলে তাঁরা কলেজ অধ্যক্ষের কক্ষে গিয়ে আশ্রয় নেন।
আজ বৃহস্পতিবার বগুড়া সরকারি আজিজুল কলেজে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত মতবিনিময় সভাকে কেন্দ্র করে আগ থেকেই কলেজে অবস্থান নেয় শিক্ষার্থীদের একটি পক্ষ। পরে বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারসহ বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আরেকটি পক্ষ কলেজে প্রবেশ করলে উত্তেজনা সৃষ্টি হয়।
এ সময় আগে থেকে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা তাঁদের ধাওয়া দেন। এরপর তাঁরা কলেজ অধ্যক্ষের ভবনে আশ্রয় নিলে শিক্ষার্থীরা ভুয়া ভুয়াসহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ৬টার দিকে তাঁরা কলেজ ক্যাম্পাস থেকে চলে যান। ওই সময় সেনাবাহিনী এবং পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
একটি পক্ষে শিক্ষার্থীদের নেতৃত্বে ছিলেন সাকলাইন সাদিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ আসছেন এবং কলেজে তাঁদের অনুষ্ঠান রয়েছে, সেটা আমরা শিক্ষার্থীরা কেউ জানতাম না। তাঁরা এখানে তাঁদের মতো করে একটি পকেট কমিটি দিয়ে যাবে—এটা আমরা মানব না। তাঁদের অনুষ্ঠান করতে দেওয়া হবে না। অনুষ্ঠান করতে হলে এখানে সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে আসতে হবে।’
অপর দিকে সফরে আসা কেন্দ্রের অন্যতম সমন্বয়ক নিয়তি সরকার নিতু বলেন, ‘আজকের অনুষ্ঠানের কথা এবং কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ আসছেন—এটা সবাইকে আগেই জানানো হয়েছিল।’
এদিন সকালে বগুড়া নামাজগড় আঞ্জুমান ই গোরস্থানে মাহিন সরকারসহ ছাত্র নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করেন। পরে বেলা ১১টায় শহীদ ও আহত পরিবারবর্গের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।

শিক্ষার্থীদের একপক্ষের বাধায় বগুড়ায় ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত ‘ছাত্র-নাগরিকের মতবিনিময় সভা’ ভন্ডুল হয়ে গেছে। এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কেন্দ্রের সমন্বয়ক মাহিন সরকারসহ অন্য নেতৃবৃন্দ। পরে তাঁদের ধাওয়া দিলে তাঁরা কলেজ অধ্যক্ষের কক্ষে গিয়ে আশ্রয় নেন।
আজ বৃহস্পতিবার বগুড়া সরকারি আজিজুল কলেজে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত মতবিনিময় সভাকে কেন্দ্র করে আগ থেকেই কলেজে অবস্থান নেয় শিক্ষার্থীদের একটি পক্ষ। পরে বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারসহ বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আরেকটি পক্ষ কলেজে প্রবেশ করলে উত্তেজনা সৃষ্টি হয়।
এ সময় আগে থেকে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা তাঁদের ধাওয়া দেন। এরপর তাঁরা কলেজ অধ্যক্ষের ভবনে আশ্রয় নিলে শিক্ষার্থীরা ভুয়া ভুয়াসহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ৬টার দিকে তাঁরা কলেজ ক্যাম্পাস থেকে চলে যান। ওই সময় সেনাবাহিনী এবং পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
একটি পক্ষে শিক্ষার্থীদের নেতৃত্বে ছিলেন সাকলাইন সাদিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ আসছেন এবং কলেজে তাঁদের অনুষ্ঠান রয়েছে, সেটা আমরা শিক্ষার্থীরা কেউ জানতাম না। তাঁরা এখানে তাঁদের মতো করে একটি পকেট কমিটি দিয়ে যাবে—এটা আমরা মানব না। তাঁদের অনুষ্ঠান করতে দেওয়া হবে না। অনুষ্ঠান করতে হলে এখানে সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে আসতে হবে।’
অপর দিকে সফরে আসা কেন্দ্রের অন্যতম সমন্বয়ক নিয়তি সরকার নিতু বলেন, ‘আজকের অনুষ্ঠানের কথা এবং কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ আসছেন—এটা সবাইকে আগেই জানানো হয়েছিল।’
এদিন সকালে বগুড়া নামাজগড় আঞ্জুমান ই গোরস্থানে মাহিন সরকারসহ ছাত্র নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করেন। পরে বেলা ১১টায় শহীদ ও আহত পরিবারবর্গের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১৬ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১ ঘণ্টা আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে