বগুড়া প্রতিনিধি

বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ১৬ তলা থেকে লাফিয়ে মামুনুর রশিদ (৩৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে শহরতলির ঠেঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে। মামুনুর রশিদ বগুড়া সদরের তেলীহারা গ্রামের বাসিন্দা এবং নোয়াখালীতে এসিআই কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন জানান, নোয়াখালীতে কর্মরত থাকা অবস্থায় মামুন নিখোঁজ হন। পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। আজ সকালে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ব্যক্তির আত্মহত্যার খবর আসে।
ওসি বলেন, তদন্তে জানা যায়, মামুনুর রশিদ গতকাল সোমবার বিকেলে মাটিডালি মোড়ের হোটেল মাহাথিরে একটি কক্ষ ভাড়া নেন। রাত ১০টার দিকে বাইরে যান এবং মধ্যরাতে হোটেলে ফিরে আসেন। ভোর ৪টার দিকে তিনি আবার বের হয়ে টিএমএসএস মেডিকেল কলেজের ১৬ তলার রেলিং থেকে লাফিয়ে পড়েন।
হাসপাতালের কর্মীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার রাত ১০টার পর মামুন প্রথমবার ভবনের ১৭ তলার রেলিং ধরে লাফ দেওয়ার চেষ্টা করেন। উপস্থিত লোকজন তাঁকে থামায়। কিন্তু আজ ভোরে তিনি ১৬ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
ওসি এস এম মঈনুদ্দিন আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, দাম্পত্য কলহের কারণে মামুনুর রশিদ মানসিক চাপে ছিলেন। এর জের ধরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ বিষয়টি আরও তদন্ত করছে।

বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ১৬ তলা থেকে লাফিয়ে মামুনুর রশিদ (৩৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে শহরতলির ঠেঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে। মামুনুর রশিদ বগুড়া সদরের তেলীহারা গ্রামের বাসিন্দা এবং নোয়াখালীতে এসিআই কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন জানান, নোয়াখালীতে কর্মরত থাকা অবস্থায় মামুন নিখোঁজ হন। পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। আজ সকালে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ব্যক্তির আত্মহত্যার খবর আসে।
ওসি বলেন, তদন্তে জানা যায়, মামুনুর রশিদ গতকাল সোমবার বিকেলে মাটিডালি মোড়ের হোটেল মাহাথিরে একটি কক্ষ ভাড়া নেন। রাত ১০টার দিকে বাইরে যান এবং মধ্যরাতে হোটেলে ফিরে আসেন। ভোর ৪টার দিকে তিনি আবার বের হয়ে টিএমএসএস মেডিকেল কলেজের ১৬ তলার রেলিং থেকে লাফিয়ে পড়েন।
হাসপাতালের কর্মীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার রাত ১০টার পর মামুন প্রথমবার ভবনের ১৭ তলার রেলিং ধরে লাফ দেওয়ার চেষ্টা করেন। উপস্থিত লোকজন তাঁকে থামায়। কিন্তু আজ ভোরে তিনি ১৬ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
ওসি এস এম মঈনুদ্দিন আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, দাম্পত্য কলহের কারণে মামুনুর রশিদ মানসিক চাপে ছিলেন। এর জের ধরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ বিষয়টি আরও তদন্ত করছে।

আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
৪ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১০ মিনিট আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
১৫ মিনিট আগে
ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার বিজিবির ১০৪ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন তিনি।
১৮ মিনিট আগে