ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এক যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি বাজারের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন যুবলীগ নেতা।
অভিযোগকারী আব্দুস সালাম একই এলাকার চিথুলিয়া গ্রামের মজির উদ্দিনের ছেলে। তিনি গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
অভিযুক্ত আশিকুর রহমান গোসাইবাড়ি গ্রামের আয়নুল হক বেপারির ছেলে। তিনি গোসাইবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
এ ঘটনায় আব্দুস সালাম বাদী হয়ে আশিকুর রহমানসহ সাত নেতাকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে গোসাইবাড়ি বাজার এলাকায় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আজ শুক্রবার সকাল ১০টার দিকে গোসাইবাড়ী বাজারের তৌহিদুল ইসলামের চায়ের দোকানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বসেছিলেন। এ অবস্থায় আশিকুর রহমান তাঁর সহযোগীদের নিয়ে ওই চায়ের দোকানে ঢুকে আব্দুস সালামের ওপর হামলা চালিয়ে কিলঘুষি মারতে থাকেন। এ সময় আব্দুস সালামের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে আশিক ও তাঁর সহযোগীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আব্দুস সালামকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
এ বিষয়ে গোসাইবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গোসাইবাড়ি কলেজে আমাকে চাকরি পাইয়ে দেওয়ার কথা দিয়েছিলেন আব্দুস সালাম। কিন্তু পরবর্তীতে চাকরি না দেওয়ার বিষয় নিয়ে তাঁর সঙ্গে বাক্বিতণ্ডা হয়েছে। তাঁকে মারধর করা হয়নি।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, যুবলীগ নেতাকে মারধরের বিষয়ে অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়ার ধুনট উপজেলায় ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এক যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি বাজারের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন যুবলীগ নেতা।
অভিযোগকারী আব্দুস সালাম একই এলাকার চিথুলিয়া গ্রামের মজির উদ্দিনের ছেলে। তিনি গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
অভিযুক্ত আশিকুর রহমান গোসাইবাড়ি গ্রামের আয়নুল হক বেপারির ছেলে। তিনি গোসাইবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
এ ঘটনায় আব্দুস সালাম বাদী হয়ে আশিকুর রহমানসহ সাত নেতাকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে গোসাইবাড়ি বাজার এলাকায় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আজ শুক্রবার সকাল ১০টার দিকে গোসাইবাড়ী বাজারের তৌহিদুল ইসলামের চায়ের দোকানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বসেছিলেন। এ অবস্থায় আশিকুর রহমান তাঁর সহযোগীদের নিয়ে ওই চায়ের দোকানে ঢুকে আব্দুস সালামের ওপর হামলা চালিয়ে কিলঘুষি মারতে থাকেন। এ সময় আব্দুস সালামের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে আশিক ও তাঁর সহযোগীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আব্দুস সালামকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
এ বিষয়ে গোসাইবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গোসাইবাড়ি কলেজে আমাকে চাকরি পাইয়ে দেওয়ার কথা দিয়েছিলেন আব্দুস সালাম। কিন্তু পরবর্তীতে চাকরি না দেওয়ার বিষয় নিয়ে তাঁর সঙ্গে বাক্বিতণ্ডা হয়েছে। তাঁকে মারধর করা হয়নি।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, যুবলীগ নেতাকে মারধরের বিষয়ে অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ তিনজন মারা গেছে। শনিবার (১৭ জানুয়ারি) কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তাঁর নাতি সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (৮)
১৫ মিনিট আগে
যশোরের মনিরামপুরে পোষা বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন এক ব্যবসায়ী। বিড়ালের মালিক জিল্লুর রহমান শনিবার দুপুরে মনিরামপুর থানার ওসি এবং ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন।
২০ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনাগামী আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় চার তরুণকে আটক করেছে জিআরপি পুলিশ। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে পাথর নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়নি।
১ ঘণ্টা আগে
পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি; বরং দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানাল দলটি। ইউপিডিএফের (গণতান্ত্রিক) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।
১ ঘণ্টা আগে