
আজকের পত্রিকার অনলাইন সংস্করণে ‘নাশকতার আসামি সাবেক শিবির নেতার জন্য পুলিশ কমিশনারকে বাদশার ফোন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেছেন, ‘আমার ছবিসহ প্রকাশিত প্রতিবেদনটি সর্বৈব মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।’
তিনি বলেন, প্রকৃত তথ্য হলো, ‘রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু রাজশাহী মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হিসেবে আমাকে জানান যে, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষকে পুলিশ গ্রেপ্তার করেছে। জনাব বাবু পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে চাইলে আমি একবার মাত্র তাকে ফোন করে বাবুকে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিই।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে ফলাও করে প্রতিবেদন প্রকাশ করার হলেও সংশ্লিষ্ট পত্রিকাটির কেউ আমার সঙ্গে একটিবারের জন্যও যোগাযোগ করেননি। অথচ প্রকাশিত সংবাদে দিব্যি আমার বক্তব্য বসিয়ে দেওয়া হয়েছে। আজকের পত্রিকার মতো একটি দায়িত্বশীল সংবাদপত্র কীভাবে এমন একটি স্পর্শকাতর বিষয়ে আমার সঙ্গে ন্যূনতম যোগাযোগ না করেই সংবাদ প্রকাশ করল তা আমার বোধগম্য নয়।’ বিশেষ কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এই সংবাদটি পরিবেশন করা হয়েছে কিনা তা তদন্তেরও দাবি জানান তিনি।
প্রতিবেদকের বক্তব্য
ফজলে হোসেন বাদশাকে শনিবার (২৭ জুলাই) দুপুর ১২টা ৩২ মিনিটে ফোন কল করা হয় এবং তাঁর সঙ্গে ২ মিনিট ৩২ সেকেন্ড কথা হয়। সেই ফোন কলের রেকর্ড প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। এই প্রতিবেদনে প্রতিবেদকের কোনো মনগড়া বক্তব্য নেই। ফজলে হোসেন বাদশা এবং শরিফুল ইসলাম বাবু যা বলেছেন তা হুবহু লেখা হয়েছে। প্রতিবেদকের কাছে শরিফুল ইসলাম বাবুর সঙ্গে ফোন কলের রেকর্ডও সংরক্ষিত আছে।

আজকের পত্রিকার অনলাইন সংস্করণে ‘নাশকতার আসামি সাবেক শিবির নেতার জন্য পুলিশ কমিশনারকে বাদশার ফোন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেছেন, ‘আমার ছবিসহ প্রকাশিত প্রতিবেদনটি সর্বৈব মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।’
তিনি বলেন, প্রকৃত তথ্য হলো, ‘রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু রাজশাহী মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হিসেবে আমাকে জানান যে, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষকে পুলিশ গ্রেপ্তার করেছে। জনাব বাবু পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে চাইলে আমি একবার মাত্র তাকে ফোন করে বাবুকে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিই।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে ফলাও করে প্রতিবেদন প্রকাশ করার হলেও সংশ্লিষ্ট পত্রিকাটির কেউ আমার সঙ্গে একটিবারের জন্যও যোগাযোগ করেননি। অথচ প্রকাশিত সংবাদে দিব্যি আমার বক্তব্য বসিয়ে দেওয়া হয়েছে। আজকের পত্রিকার মতো একটি দায়িত্বশীল সংবাদপত্র কীভাবে এমন একটি স্পর্শকাতর বিষয়ে আমার সঙ্গে ন্যূনতম যোগাযোগ না করেই সংবাদ প্রকাশ করল তা আমার বোধগম্য নয়।’ বিশেষ কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এই সংবাদটি পরিবেশন করা হয়েছে কিনা তা তদন্তেরও দাবি জানান তিনি।
প্রতিবেদকের বক্তব্য
ফজলে হোসেন বাদশাকে শনিবার (২৭ জুলাই) দুপুর ১২টা ৩২ মিনিটে ফোন কল করা হয় এবং তাঁর সঙ্গে ২ মিনিট ৩২ সেকেন্ড কথা হয়। সেই ফোন কলের রেকর্ড প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। এই প্রতিবেদনে প্রতিবেদকের কোনো মনগড়া বক্তব্য নেই। ফজলে হোসেন বাদশা এবং শরিফুল ইসলাম বাবু যা বলেছেন তা হুবহু লেখা হয়েছে। প্রতিবেদকের কাছে শরিফুল ইসলাম বাবুর সঙ্গে ফোন কলের রেকর্ডও সংরক্ষিত আছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে