শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বাসার সামনে কোরবানির পশুর চামড়া রাখার প্রতিবাদ করায় হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যায় সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সী সাইফুল বারী ডাবলুর বাসায় হামলার এ ঘটনা ঘটে। ঘটনায় আজ দুপুরে পাঁচজনকে আসামি করে শেরপুর থানায় হত্যাচেষ্টার মামলা হয়েছে।
মামলাসূত্রে জানা গেছে, গতকাল আব্দুর রাজ্জাক নামে জনৈক ব্যক্তি কোরবানির পশুর চামড়া কেনেন। সেগুলো সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সী সাইফুল বারী ডাবলুর বাসার সামনে স্তূপ করে রাখা হয়। ডাবলুর ছেলে নাহিদ আল মালেক চামড়াগুলো সরিয়ে নিতে বলায় আব্দুর রাজ্জাক ক্ষিপ্ত হন। একপর্যায়ে তাঁরা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে বিষয়টির মীমাংসা হয়।
কিছুক্ষণ পর আব্দুর রাজ্জাক আরও কয়েকজন চামড়া ব্যবসায়ী ও এলাকার কিছু যুবককে নিয়ে নাহিদের ওপর হামলার চেষ্টা করেন। তাঁরা মীমাংসার সময় নাহিদের পক্ষ নেওয়ায় আরও দুজনের ওপরও চড়াও হন। আত্মরক্ষার জন্য তিনজন নাহিদের বাসায় আশ্রয় নিলে সেখানেও হামলা করা হয়। খবর পেয়ে সাইফুল বারী ডাবলু লোকজন নিয়ে এগিয়ে গেলে হামলাকারীরা পিছু হটেন।
এ বিষয়ে নাহিদ আল মালেক বলেন, ‘সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। তাই বিকেলে থানায় মামলা করেছি। আশা করি, পুলিশ দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করবে।’
তবে হামলার অভিযোগ অস্বীকার করে আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি প্রতি বছর ২/৩ হাজার টাকার বিনিময়ে নাহিদের অফিসের সামনে চামড়া রাখি। এবার তার জায়গা ভাড়া না নেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে। খবর পেয়ে আমার স্বজনেরা এগিয়ে এলে হট্টগোল বাঁধে। পরে এলাকাবাসীর হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। তাকে হামলা করার অভিযোগ সত্য নয়।’
এদিকে ঘটনার খবর পেয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম ডাবলুর বাসা পরিদর্শন করেন ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বগুড়ার শেরপুরে বাসার সামনে কোরবানির পশুর চামড়া রাখার প্রতিবাদ করায় হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যায় সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সী সাইফুল বারী ডাবলুর বাসায় হামলার এ ঘটনা ঘটে। ঘটনায় আজ দুপুরে পাঁচজনকে আসামি করে শেরপুর থানায় হত্যাচেষ্টার মামলা হয়েছে।
মামলাসূত্রে জানা গেছে, গতকাল আব্দুর রাজ্জাক নামে জনৈক ব্যক্তি কোরবানির পশুর চামড়া কেনেন। সেগুলো সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সী সাইফুল বারী ডাবলুর বাসার সামনে স্তূপ করে রাখা হয়। ডাবলুর ছেলে নাহিদ আল মালেক চামড়াগুলো সরিয়ে নিতে বলায় আব্দুর রাজ্জাক ক্ষিপ্ত হন। একপর্যায়ে তাঁরা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে বিষয়টির মীমাংসা হয়।
কিছুক্ষণ পর আব্দুর রাজ্জাক আরও কয়েকজন চামড়া ব্যবসায়ী ও এলাকার কিছু যুবককে নিয়ে নাহিদের ওপর হামলার চেষ্টা করেন। তাঁরা মীমাংসার সময় নাহিদের পক্ষ নেওয়ায় আরও দুজনের ওপরও চড়াও হন। আত্মরক্ষার জন্য তিনজন নাহিদের বাসায় আশ্রয় নিলে সেখানেও হামলা করা হয়। খবর পেয়ে সাইফুল বারী ডাবলু লোকজন নিয়ে এগিয়ে গেলে হামলাকারীরা পিছু হটেন।
এ বিষয়ে নাহিদ আল মালেক বলেন, ‘সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। তাই বিকেলে থানায় মামলা করেছি। আশা করি, পুলিশ দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করবে।’
তবে হামলার অভিযোগ অস্বীকার করে আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি প্রতি বছর ২/৩ হাজার টাকার বিনিময়ে নাহিদের অফিসের সামনে চামড়া রাখি। এবার তার জায়গা ভাড়া না নেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে। খবর পেয়ে আমার স্বজনেরা এগিয়ে এলে হট্টগোল বাঁধে। পরে এলাকাবাসীর হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। তাকে হামলা করার অভিযোগ সত্য নয়।’
এদিকে ঘটনার খবর পেয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম ডাবলুর বাসা পরিদর্শন করেন ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
২০ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
৩৬ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে