বগুড়া প্রতিনিধি

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাজাহান আলীকে ওএসডি করা হয়েছে। তাঁকে আগামী ৫ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়েছে।
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
তবে প্রজ্ঞাপনে ওএসডির বিষয়ে কোনো কারণ উল্লেখ না থাকলেও নাম প্রকাশ না করার শর্তে কলেজের একাধিক শিক্ষক জানান, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সরকারি আজিজুল হক কলেজের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ শাজাহান আলী তাঁর বক্তব্যে বগুড়া সরকারি মজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ সম্পর্কে অশালীন মন্তব্য করেন। এ ঘটনায় মজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ শিক্ষা মন্ত্রণালয়ে শাজাহান আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এরপর তিন দফায় এ বিষয়ে তদন্ত করা হয়।
এ ছাড়াও অধ্যক্ষ শাজাহান আলীর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলে জানান কলেজের শিক্ষকদের অনেকে।
এ বিষয়ে বগুড়া সরকারি মজিবুর রহমান মহিলা কলেজে অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে প্রফেসর শাজাহান আলীকে ওএসডি করা হয়েছে তা জানি না। তবে তিনি আমার সম্পর্কে অশালীন মন্তব্য করেছিলেন এটা ঠিক।’
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাজাহান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে ওএসডি করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেখেছি। তবে কী কারণে তা বলতে পারছি না।’

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাজাহান আলীকে ওএসডি করা হয়েছে। তাঁকে আগামী ৫ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়েছে।
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
তবে প্রজ্ঞাপনে ওএসডির বিষয়ে কোনো কারণ উল্লেখ না থাকলেও নাম প্রকাশ না করার শর্তে কলেজের একাধিক শিক্ষক জানান, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সরকারি আজিজুল হক কলেজের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ শাজাহান আলী তাঁর বক্তব্যে বগুড়া সরকারি মজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ সম্পর্কে অশালীন মন্তব্য করেন। এ ঘটনায় মজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ শিক্ষা মন্ত্রণালয়ে শাজাহান আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এরপর তিন দফায় এ বিষয়ে তদন্ত করা হয়।
এ ছাড়াও অধ্যক্ষ শাজাহান আলীর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলে জানান কলেজের শিক্ষকদের অনেকে।
এ বিষয়ে বগুড়া সরকারি মজিবুর রহমান মহিলা কলেজে অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে প্রফেসর শাজাহান আলীকে ওএসডি করা হয়েছে তা জানি না। তবে তিনি আমার সম্পর্কে অশালীন মন্তব্য করেছিলেন এটা ঠিক।’
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাজাহান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে ওএসডি করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেখেছি। তবে কী কারণে তা বলতে পারছি না।’

নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
২৮ মিনিট আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগে