নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষার পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। অংশগ্রহণকারীদের মধ্যে মেয়েদের ৮৫ দশমিক ৮৯ শতাংশ পরীক্ষায় পাস করেছে। আর ছেলেদের পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। ২০১৭ সাল থেকেই পাসের হারে এগিয়ে আছে রাজশাহীর মেয়েরা।
সেই সঙ্গে এবার জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে আছে মেয়েরাই। ২০২০ সাল থেকেই ছেলেদের চেয়ে মেয়েরা জিপিএ-৫ বেশি পাচ্ছে।
আজ বুধবার দুপুরে শিক্ষাবোর্ড থেকে ২০২২ সালের পরীক্ষার এই ফল প্রকাশ করা হয়। এর আগে ২০২১ সালে রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ। ২০২০ সালে করোনার কারণে অটোপাস শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৯ হাজার ৪২৯ জন। এর মধ্যে ১ লাখ ২৬ হাজার ৭০০ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৩৮৫ জন পাস করেছে। এ বছর রাজশাহী বোর্ডের ২১ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্র ৯ হাজার ৮৯৮ জন। আর ছাত্রীর সংখ্যা ১১ হাজার ৯৫৭ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, এই বোর্ডের অধীনে এবার বিভাগের আট জেলার ৭৫১টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। মোট ২০১টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা চলাকালে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এবার ৩১টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে ৯টি কলেজের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর এ রকম কোনো কলেজ ছিল না।
পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘বোর্ডের ফলাফল মোটামুটি সন্তোষজনক। যে ৯টি কলেজের কোনো পরীক্ষার্থী পাস করেনি তার কারণ খোঁজা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষার পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। অংশগ্রহণকারীদের মধ্যে মেয়েদের ৮৫ দশমিক ৮৯ শতাংশ পরীক্ষায় পাস করেছে। আর ছেলেদের পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। ২০১৭ সাল থেকেই পাসের হারে এগিয়ে আছে রাজশাহীর মেয়েরা।
সেই সঙ্গে এবার জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে আছে মেয়েরাই। ২০২০ সাল থেকেই ছেলেদের চেয়ে মেয়েরা জিপিএ-৫ বেশি পাচ্ছে।
আজ বুধবার দুপুরে শিক্ষাবোর্ড থেকে ২০২২ সালের পরীক্ষার এই ফল প্রকাশ করা হয়। এর আগে ২০২১ সালে রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ। ২০২০ সালে করোনার কারণে অটোপাস শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৯ হাজার ৪২৯ জন। এর মধ্যে ১ লাখ ২৬ হাজার ৭০০ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৩৮৫ জন পাস করেছে। এ বছর রাজশাহী বোর্ডের ২১ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্র ৯ হাজার ৮৯৮ জন। আর ছাত্রীর সংখ্যা ১১ হাজার ৯৫৭ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, এই বোর্ডের অধীনে এবার বিভাগের আট জেলার ৭৫১টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। মোট ২০১টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা চলাকালে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এবার ৩১টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে ৯টি কলেজের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর এ রকম কোনো কলেজ ছিল না।
পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘বোর্ডের ফলাফল মোটামুটি সন্তোষজনক। যে ৯টি কলেজের কোনো পরীক্ষার্থী পাস করেনি তার কারণ খোঁজা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
৬ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
২১ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে