Ajker Patrika

চারঘাটে দুই মাদক কারবারি গ্রুপের দ্বন্দ্বে একজন নিহত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
চারঘাটে দুই মাদক কারবারি গ্রুপের দ্বন্দ্বে একজন নিহত

রাজশাহীর চারঘাটে মাদক কারবারি দুই গ্রুপের দ্বন্দ্বে শাহবাজ আলী (৫০) নামে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহবাজ আলী তাঁতারপুর গ্রামের আব্দুল জাব্বারের ছেলে।  

স্থানীয়রা জানান, শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামের ইউপি সদস্য সাহাবুর আলী ও কালাম আলী গ্রুপের সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকেও কয়েক দফা সংঘর্ষে জড়ায় দুই মাদক কারবারি গ্রুপ। এরপর সন্ধ্যা ৭টার দিকে শাহবাজ আলীসহ ইউপি সদস্য সাহাবুরের আরও কয়েকজন সমর্থক তাঁতারপুর আক্কাসের মোড়ে অবস্থান করছিল। এমন সময় মোটরসাইকেলে হেলমেট পরিহিত প্রায় ২০ জনের একটি দল ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। কয়েকজন পালিয়ে গেলেও শাহাবাজ আলীকে জনসম্মুখে কোপানো হয়। পরবর্তী তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। 

খুনের ঘটনা নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘দুই গ্রুপের দ্বন্দ্বে একজন খুন হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের কার্যক্রম চলমান আছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত