নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এক দশক আগেও রাজশাহী শহরে পুকুর ছিল এক হাজারেরও বেশি। এখন তা কমে দুইশোর নিচে নেমেছে। শহরের ৯৭ ভাগ পুকুরই ভরাট হয়ে গেছে। পুকুরের জায়গায় গড়ে উঠছে ভবন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক মতবিনিময় সভায় এ তথ্য উঠে এসেছে।
আজ বুধবার সকালে রাজশাহী নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে ‘অস্তিত্ব সংকটে রাজশাহী নগরীর পুকুর/জলাশয়ঃ পুনরুদ্ধার ও সংরক্ষণে করণীয়’ শীর্ষক এই আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুল জলিল।
সভায় বক্তারা বলেন, নগরীতে এখন পুকুরের ভরাটের মহোৎসব চলছে। বোয়ালিয়া ভূমি কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০১৪ সালেই শহরে এক হাজারের বেশি পুকুর ছিল। এখন তা কমে দুইশোর নিচে নেমেছে। এখন শহরে কোথাও আগুন লাগলে নেভানোর জন্য আশপাশে পানি পাওয়া যাবে না। ভয়াবহ এক সংকটের মুখে পড়তে যাচ্ছে রাজশাহী নগরী।
তাঁরা বলেন, সরকারি পুকুরগুলোও এখন খুঁজে পাওয়া যায় না। পুকুর ভরাট বন্ধে প্রশাসনের সহায়তা এবং সকলের ঐক্যবদ্ধ প্রয়াস থাকতে হবে। পানির আঁধার রাখতে হবে। কারণ এখন দেশের গড় বৃষ্টিপাতের অর্ধেকও রাজশাহীতে হয় না। আবার ভূ-গর্ভস্থ পানিও নিচে চলে যাচ্ছে। এ অবস্থায় পুকুর ও জলাশয় সংরক্ষণের কোনো বিকল্প নেই।
সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) রাজশাহীর সভাপতি ড. দীপকেন্দ্র নাথ দাস। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের সচিব মশিউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. রেদওয়ানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক কবির হোসেন প্রমুখ

এক দশক আগেও রাজশাহী শহরে পুকুর ছিল এক হাজারেরও বেশি। এখন তা কমে দুইশোর নিচে নেমেছে। শহরের ৯৭ ভাগ পুকুরই ভরাট হয়ে গেছে। পুকুরের জায়গায় গড়ে উঠছে ভবন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক মতবিনিময় সভায় এ তথ্য উঠে এসেছে।
আজ বুধবার সকালে রাজশাহী নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে ‘অস্তিত্ব সংকটে রাজশাহী নগরীর পুকুর/জলাশয়ঃ পুনরুদ্ধার ও সংরক্ষণে করণীয়’ শীর্ষক এই আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুল জলিল।
সভায় বক্তারা বলেন, নগরীতে এখন পুকুরের ভরাটের মহোৎসব চলছে। বোয়ালিয়া ভূমি কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০১৪ সালেই শহরে এক হাজারের বেশি পুকুর ছিল। এখন তা কমে দুইশোর নিচে নেমেছে। এখন শহরে কোথাও আগুন লাগলে নেভানোর জন্য আশপাশে পানি পাওয়া যাবে না। ভয়াবহ এক সংকটের মুখে পড়তে যাচ্ছে রাজশাহী নগরী।
তাঁরা বলেন, সরকারি পুকুরগুলোও এখন খুঁজে পাওয়া যায় না। পুকুর ভরাট বন্ধে প্রশাসনের সহায়তা এবং সকলের ঐক্যবদ্ধ প্রয়াস থাকতে হবে। পানির আঁধার রাখতে হবে। কারণ এখন দেশের গড় বৃষ্টিপাতের অর্ধেকও রাজশাহীতে হয় না। আবার ভূ-গর্ভস্থ পানিও নিচে চলে যাচ্ছে। এ অবস্থায় পুকুর ও জলাশয় সংরক্ষণের কোনো বিকল্প নেই।
সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) রাজশাহীর সভাপতি ড. দীপকেন্দ্র নাথ দাস। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের সচিব মশিউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. রেদওয়ানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক কবির হোসেন প্রমুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে