প্রতিনিধি, নাটোর

ঢাকার রমনা ও মতিঝিল থানার দায়ের অর্থঋণ আদালতে চারটি মামলায় নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে গ্রেপ্তারের মাত্র দেড় ঘণ্টা পর জামিন দিয়েছে আদালত। তিনি নাটোর শহরের প্রভাবশালী ব্যবসায়ী ও আকিব পরিবহন নামে একটি বাসের মালিক। মামলাগুলো হল সিআর ৮৯১ / ১৯ রমনা থানা, সিআর ২৭০০ / ১৮,২৭০১ / ১৮ এবং ২৮৯৯ / ১৮ মতিঝিল থানা।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের কানাইখালি চালপট্টি এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন গ্রেপ্তার ও জামিনের সত্যতা নিশ্চিত করেছেন।
আব্দুল মতিন জানান, ঢাকার অর্থঋণ আদালতের চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন ব্যবসায়ী বাসিরুর রহমান চৌধুরী এহিয়া। বিকেলে সদর থানা-পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। এটি একটি ওয়ারেন্ট তামিল মাত্র।
এদিকে, সন্ধ্যা ৬টার দিকে বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে নাটোর আদালতে হাজির করা হয়। কিছুক্ষণ পর আদালতে যান নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
জেলা আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে জানান, অর্থঋণ আদালতের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এহিয়া চৌধুরী কয়েক মাস আত্মগোপনে ছিলেন। পরে হঠাৎ করেই তিনি নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুলের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে শুরু করেন। কর্মসূচি শেষ করে আবারও তিনি আত্মগোপনে চলে যেতেন। গ্রেপ্তার এড়াতেই তিনি এ কৌশল অবলম্বন করতেন।
নাটোর জজকোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, এহিয়া চৌধুরীর বিরুদ্ধে চারটি এন আই এক্ট এর মামলা ছিল। চারটি মামলায় জামিন যোগ্য ধারার অপরাধ। তাই ম্যাজিস্ট্রেটের সামনে তাকে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সায়ীদ জামিন মঞ্জুর করেন। এ জামিন অস্থায়ী জামিন। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে ঢাকার সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে জামিন নিয়ে জামিনের নথিপত্র নাটোর কোর্টে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকার রমনা ও মতিঝিল থানার দায়ের অর্থঋণ আদালতে চারটি মামলায় নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে গ্রেপ্তারের মাত্র দেড় ঘণ্টা পর জামিন দিয়েছে আদালত। তিনি নাটোর শহরের প্রভাবশালী ব্যবসায়ী ও আকিব পরিবহন নামে একটি বাসের মালিক। মামলাগুলো হল সিআর ৮৯১ / ১৯ রমনা থানা, সিআর ২৭০০ / ১৮,২৭০১ / ১৮ এবং ২৮৯৯ / ১৮ মতিঝিল থানা।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের কানাইখালি চালপট্টি এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন গ্রেপ্তার ও জামিনের সত্যতা নিশ্চিত করেছেন।
আব্দুল মতিন জানান, ঢাকার অর্থঋণ আদালতের চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন ব্যবসায়ী বাসিরুর রহমান চৌধুরী এহিয়া। বিকেলে সদর থানা-পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। এটি একটি ওয়ারেন্ট তামিল মাত্র।
এদিকে, সন্ধ্যা ৬টার দিকে বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে নাটোর আদালতে হাজির করা হয়। কিছুক্ষণ পর আদালতে যান নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
জেলা আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে জানান, অর্থঋণ আদালতের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এহিয়া চৌধুরী কয়েক মাস আত্মগোপনে ছিলেন। পরে হঠাৎ করেই তিনি নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুলের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে শুরু করেন। কর্মসূচি শেষ করে আবারও তিনি আত্মগোপনে চলে যেতেন। গ্রেপ্তার এড়াতেই তিনি এ কৌশল অবলম্বন করতেন।
নাটোর জজকোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, এহিয়া চৌধুরীর বিরুদ্ধে চারটি এন আই এক্ট এর মামলা ছিল। চারটি মামলায় জামিন যোগ্য ধারার অপরাধ। তাই ম্যাজিস্ট্রেটের সামনে তাকে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সায়ীদ জামিন মঞ্জুর করেন। এ জামিন অস্থায়ী জামিন। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে ঢাকার সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে জামিন নিয়ে জামিনের নথিপত্র নাটোর কোর্টে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩৫ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে