প্রতিনিধি, লালপুর (নাটোর)

বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প করপোরেশন (বিএসএফআইসি) লোকবল কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে ছাঁটাই আতঙ্কে রয়েছেন নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের (নবেসুমি) ৩০৭ জন শ্রমিক-কর্মচারী। এ ছাড়াও লোকবল কমানোর সিদ্ধান্তে ১৫টি মিলে কর্মরত প্রায় সাড়ে চার হাজার মৌসুমি ও চুক্তিভিত্তিক নিয়োগকৃত শ্রমিক-কর্মচারী উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
চিনিকল সূত্রে জানা যায়, বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প করপোরেশন (বিএসএফআইসি) লোকবল কমানোর উদ্দেশ্যে রাষ্ট্রায়ত্ত সেতাবগঞ্জ, রংপুর, শ্যামপুর, পাবনা ও কুষ্টিয়া চিনিকলের মাড়াই কার্যক্রম স্থগিত করেছে। আগামী মৌসুমে রাজশাহী ও ফরিদপুর চিনিকল বন্ধ ঘোষণা করা হবে। বর্তমানে নাটোর, নর্থ বেঙ্গল, ঠাকুরগাঁও, জয়পুরহাট, কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড, মোবারকগঞ্জ ও জিলবাংলা চিনিকল চালু রয়েছে। এদিকে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে মোট পদ সংখ্যা ১ হাজার ২৩৮টি। বর্তমানে কর্মরত আছেন ১ হাজার ১০৭ জন। দৈনিক হাজিরায় মৌসুমি শ্রমিক রয়েছেন ৩০৭ জন।
চিনিকলে দৈনিক ২৬০ টাকায় কর্মরত অফিস সহায়ক বুলবুল ইসলাম জানান, যেদিন কাজ থাকে না সেদিন ওই টাকাটা পান না। চাকরির বয়সও শেষ গেছে। কাজটা চলে গেলে পরিবার নিয়ে একেবারে পথে বসতে হবে।
নবেসুমি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু বলেন, মিলের বিভিন্ন বিভাগে দীর্ঘ ২০ বছর ধরে শূন্য পদের বিপরীতে দৈনিক হাজিরায় কাজ করে আসছেন তারা। অথচ মিল কর্তৃপক্ষ স্থায়ী নিয়োগ দেয়নি। মিল চালানোর স্বার্থে দৈনিক হাজিরায় রেজুলেশনের মাধ্যমেই তাদের মৌসুমি ও স্থায়ী পদের বিপরীতে যৎসামান্য টাকায় মিলের কার্যক্রম চালিয়ে আসছেন। অথচ সদর দপ্তরের কর্তাদের নির্দেশে মিল কর্তৃপক্ষ বলছেন, দৈনিক হাজিরার চাকরি কোনো চাকরি নয়। তখন প্রয়োজন ছিল তাই কাজ করানো হয়েছে, এখন প্রয়োজন নেই। এটা মেনে নেওয়া যায় না। গোল্ডেন হ্যান্ডশেক বা মৌসুমিদের অভ্যন্তরীণ ও দৈনিক হাজিরায় কর্মরতদের বিজ্ঞপ্তির মাধ্যমে সমন্বয় করার দাবি জানিয়ে লিখিত আবেদন করেছে শ্রমিক ইউনিয়ন।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ হুমায়ুন কবীর বলেন, এই মিলে কর্মরত ৩৭৪ জন শ্রমিক-কর্মচারীকে ৮৯ দিনের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আবেদনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প করপোরেশন (বিএসএফআইসি) লোকবল কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে ছাঁটাই আতঙ্কে রয়েছেন নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের (নবেসুমি) ৩০৭ জন শ্রমিক-কর্মচারী। এ ছাড়াও লোকবল কমানোর সিদ্ধান্তে ১৫টি মিলে কর্মরত প্রায় সাড়ে চার হাজার মৌসুমি ও চুক্তিভিত্তিক নিয়োগকৃত শ্রমিক-কর্মচারী উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
চিনিকল সূত্রে জানা যায়, বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প করপোরেশন (বিএসএফআইসি) লোকবল কমানোর উদ্দেশ্যে রাষ্ট্রায়ত্ত সেতাবগঞ্জ, রংপুর, শ্যামপুর, পাবনা ও কুষ্টিয়া চিনিকলের মাড়াই কার্যক্রম স্থগিত করেছে। আগামী মৌসুমে রাজশাহী ও ফরিদপুর চিনিকল বন্ধ ঘোষণা করা হবে। বর্তমানে নাটোর, নর্থ বেঙ্গল, ঠাকুরগাঁও, জয়পুরহাট, কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড, মোবারকগঞ্জ ও জিলবাংলা চিনিকল চালু রয়েছে। এদিকে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে মোট পদ সংখ্যা ১ হাজার ২৩৮টি। বর্তমানে কর্মরত আছেন ১ হাজার ১০৭ জন। দৈনিক হাজিরায় মৌসুমি শ্রমিক রয়েছেন ৩০৭ জন।
চিনিকলে দৈনিক ২৬০ টাকায় কর্মরত অফিস সহায়ক বুলবুল ইসলাম জানান, যেদিন কাজ থাকে না সেদিন ওই টাকাটা পান না। চাকরির বয়সও শেষ গেছে। কাজটা চলে গেলে পরিবার নিয়ে একেবারে পথে বসতে হবে।
নবেসুমি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু বলেন, মিলের বিভিন্ন বিভাগে দীর্ঘ ২০ বছর ধরে শূন্য পদের বিপরীতে দৈনিক হাজিরায় কাজ করে আসছেন তারা। অথচ মিল কর্তৃপক্ষ স্থায়ী নিয়োগ দেয়নি। মিল চালানোর স্বার্থে দৈনিক হাজিরায় রেজুলেশনের মাধ্যমেই তাদের মৌসুমি ও স্থায়ী পদের বিপরীতে যৎসামান্য টাকায় মিলের কার্যক্রম চালিয়ে আসছেন। অথচ সদর দপ্তরের কর্তাদের নির্দেশে মিল কর্তৃপক্ষ বলছেন, দৈনিক হাজিরার চাকরি কোনো চাকরি নয়। তখন প্রয়োজন ছিল তাই কাজ করানো হয়েছে, এখন প্রয়োজন নেই। এটা মেনে নেওয়া যায় না। গোল্ডেন হ্যান্ডশেক বা মৌসুমিদের অভ্যন্তরীণ ও দৈনিক হাজিরায় কর্মরতদের বিজ্ঞপ্তির মাধ্যমে সমন্বয় করার দাবি জানিয়ে লিখিত আবেদন করেছে শ্রমিক ইউনিয়ন।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ হুমায়ুন কবীর বলেন, এই মিলে কর্মরত ৩৭৪ জন শ্রমিক-কর্মচারীকে ৮৯ দিনের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আবেদনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে