রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
সকাল ৮টায় দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশার কারণে একটু দূরেও কিছু দেখা যাচ্ছে না। ফেরি বন্ধ থাকায় ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের এক কিলোমিটার এলাকায় অর্ধশত যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। শীতে ভোগান্তিতে রয়েছেন আটকে থাকা যানবাহনের চালক ও যাত্রীরা।
ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ট্রাকচালক আবদুল্লাহ বলেন, ‘২০ মিনিট আগে ঘাটে এলেই হয়তো সারা রাত বসে থাকতে হতো না। শীতে তো কষ্ট হয়েছেই। এখন কী করার আছে! কুয়াশায় কিছু দেখা না গেলে ফেরি চলবে কীভাবে?’
রাবেয়া পরিবহনের যাত্রী কামরুল ইসলাম বলেন, ‘ভোরে যখন বাসে উঠি, তখন দেখি কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। সকালে ঘাটে এসে জানি ফেরি বন্ধ। দুই ঘণ্টা বসে আছি।’
আরেক যাত্রী কাকলি ইসলাম বলেন, ‘শীতে অধিকাংশ রাতেই কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকবে। ফেরি চলাচল বন্ধ থাকলে আমাদের কষ্ট হয়। এ জন্য দৌলতদিয়া-পাটুরিয়ায় একটা সেতু দরকার।’
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১টা থেকে দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় মাঝ নদীতে আটকা পড়ে চারটি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় অর্ধশত যানবাহন আটকা পড়ে। তাতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে গেলে আজ সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল শুরু হয়। মাঝ নদীতে আটকে থাকা ফেরিগুলো ঘাটে ভেড়ে।

ঘন কুয়াশার কারণে সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
সকাল ৮টায় দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশার কারণে একটু দূরেও কিছু দেখা যাচ্ছে না। ফেরি বন্ধ থাকায় ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের এক কিলোমিটার এলাকায় অর্ধশত যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। শীতে ভোগান্তিতে রয়েছেন আটকে থাকা যানবাহনের চালক ও যাত্রীরা।
ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ট্রাকচালক আবদুল্লাহ বলেন, ‘২০ মিনিট আগে ঘাটে এলেই হয়তো সারা রাত বসে থাকতে হতো না। শীতে তো কষ্ট হয়েছেই। এখন কী করার আছে! কুয়াশায় কিছু দেখা না গেলে ফেরি চলবে কীভাবে?’
রাবেয়া পরিবহনের যাত্রী কামরুল ইসলাম বলেন, ‘ভোরে যখন বাসে উঠি, তখন দেখি কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। সকালে ঘাটে এসে জানি ফেরি বন্ধ। দুই ঘণ্টা বসে আছি।’
আরেক যাত্রী কাকলি ইসলাম বলেন, ‘শীতে অধিকাংশ রাতেই কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকবে। ফেরি চলাচল বন্ধ থাকলে আমাদের কষ্ট হয়। এ জন্য দৌলতদিয়া-পাটুরিয়ায় একটা সেতু দরকার।’
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১টা থেকে দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় মাঝ নদীতে আটকা পড়ে চারটি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় অর্ধশত যানবাহন আটকা পড়ে। তাতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে গেলে আজ সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল শুরু হয়। মাঝ নদীতে আটকে থাকা ফেরিগুলো ঘাটে ভেড়ে।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মিত্রজয় তঞ্চঙ্গ্যা।
২৩ মিনিট আগে
নওগাঁয় সেতু থেকে নিজের ১৬ মাস বয়সী শিশুকে নদীতে ছুড়ে ফেলে থানায় হাজির হয়েছেন এক নারী। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে পত্নীতলা উপজেলায় এ ঘটনা ঘটে। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ওই নারীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তাঁরা।
৩১ মিনিট আগে
দেশে আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে লাইটার জাহাজ সংকট নিরসনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আমদানিকারকদের একটি অংশ কর্তৃক অভ্যন্তরীণ নৌপথে ব্যবহৃত লাইটার জাহাজগুলোকে অবৈধভাবে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করায় সৃষ্টি হওয়া সংকট মোকাবিলায় মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, জামায়েত করার কারণে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
১ ঘণ্টা আগে