বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সৈয়দ আলী আজম (৫৭) নামের এক ব্যক্তিকে হকিস্টিক দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফেরার পথে উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গ্রামে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত সৈয়দ আলী আজম দক্ষিণবাড়ী গ্রামের সৈয়দ মোখলেসুর রহমানের ছেলে। তাঁকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন সৈয়দ আলী আজম বলেন, ‘আমি বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের আনারস প্রতীকে ভোট চেয়ে রামদিয়া ব্রিজঘাট এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলাম। পথে জহুরের বাড়ির সামনে এহসানুল হাকিম সাধনের মোটরসাইকেলের সমর্থক নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন ও তাঁর সহযোগী মনিরসহ তিনজন মোটরসাইকেলযোগে এসে আমার মাথায় হকিস্টিক দিয়ে আঘাত করে। তাতে মাথার পেছনে ও ডান চোখের নিচে কেটে রক্তাক্ত জখম হয়। এ সময় আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।’
সৈয়দ আলী আজম আরও বলেন, ‘আবুল কালাম আজাদের পক্ষে নির্বাচন করায় ইতিপূর্বে জীবন আমাকে হত্যার হুমকি দেয়। তারই অংশ হিসেবে এই হামলা চালানো হয়।’
আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, ‘বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সৈয়দ আলী আজম আমার সঙ্গে নির্বাচনী প্রচারে ছিল। বাড়ি ফেরার পথে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এহসানুল হাকিম সাধনের সন্ত্রাসী বাহিনী আলী আজমের ওপর অতর্কিত হামলা চালায়। সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করতে আগেও তারা আমার কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় আমরা মামলা করব।’
এ বিষয়ে জানতে চাইলে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ছাড়া হাসপাতালে গিয়েও আহত ব্যক্তিকে দেখেছি এবং তার সঙ্গে কথা বলেছি। তাঁর মাথায় একটি সেলাই লেগেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা করবেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সৈয়দ আলী আজম (৫৭) নামের এক ব্যক্তিকে হকিস্টিক দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফেরার পথে উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গ্রামে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত সৈয়দ আলী আজম দক্ষিণবাড়ী গ্রামের সৈয়দ মোখলেসুর রহমানের ছেলে। তাঁকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন সৈয়দ আলী আজম বলেন, ‘আমি বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের আনারস প্রতীকে ভোট চেয়ে রামদিয়া ব্রিজঘাট এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলাম। পথে জহুরের বাড়ির সামনে এহসানুল হাকিম সাধনের মোটরসাইকেলের সমর্থক নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন ও তাঁর সহযোগী মনিরসহ তিনজন মোটরসাইকেলযোগে এসে আমার মাথায় হকিস্টিক দিয়ে আঘাত করে। তাতে মাথার পেছনে ও ডান চোখের নিচে কেটে রক্তাক্ত জখম হয়। এ সময় আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।’
সৈয়দ আলী আজম আরও বলেন, ‘আবুল কালাম আজাদের পক্ষে নির্বাচন করায় ইতিপূর্বে জীবন আমাকে হত্যার হুমকি দেয়। তারই অংশ হিসেবে এই হামলা চালানো হয়।’
আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, ‘বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সৈয়দ আলী আজম আমার সঙ্গে নির্বাচনী প্রচারে ছিল। বাড়ি ফেরার পথে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এহসানুল হাকিম সাধনের সন্ত্রাসী বাহিনী আলী আজমের ওপর অতর্কিত হামলা চালায়। সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করতে আগেও তারা আমার কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় আমরা মামলা করব।’
এ বিষয়ে জানতে চাইলে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ছাড়া হাসপাতালে গিয়েও আহত ব্যক্তিকে দেখেছি এবং তার সঙ্গে কথা বলেছি। তাঁর মাথায় একটি সেলাই লেগেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা করবেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৮ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
২২ মিনিট আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১ ঘণ্টা আগে