গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ১২টি চোরাই মোবাইলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় গোয়ালন্দ বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় অজ্ঞাত আরও একজন পালিয়ে যান।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি পাড়ার মৃত শাহাবুদ্দিন শেখের ছেলে মো. আসিফ শেখ (২৩), পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লা পাড়ার আক্কাছ সরদারের ছেলে মো. মঈন সরদার (১৯) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজী পাড়ার মো. জয়নাল শেখের ছেলে জামাল শেখ (২৩)।
এজাহার সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানার জিডি নম্বর ৫২৩ / ২১ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গতকাল রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ পদ্মার মোড় এলাকায় অবস্থান করছিলেন পুলিশের উপপরিদর্শক দেওয়ান শামীম। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গোয়ালন্দ বাজার মোবাইল এক্সচেঞ্জ ও মা টেলিকম নামক দোকানের সামনে রাস্তার ওপর কতিপয় কয়েকজন ব্যক্তি চোরাই মোবাইল বেচাকেনা করছেন।
বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবিরকে জানিয়ে এসআই দেওয়ান শামীম সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে ৪ জন পালানোর চেষ্টা করলে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। একজন পালিয়ে যান। গ্রেপ্তারকৃত তিনজনের মধ্যে আসিফ শেখের কাছ থেকে ১০ টি, মঈন সরদার ও জামাল শেখের কাছ থেকে একটি করে মোট ১২টি চোরাই মোবাইল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, গ্রেপ্তারকৃত তিন যুবক চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন। যারা মোবাইল ছিনতাই ও চুরি করেন তাঁদের কাছ থেকে এরা কিনে নেন এবং পরবর্তীতে অন্যত্র বিক্রি করতেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, তদন্ত সাপেক্ষে তাঁদের জিজ্ঞাসাবাদ করে মূল ছিনতাইকারী ও চোরদের ধরার চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ দুপুরের পরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দে ১২টি চোরাই মোবাইলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় গোয়ালন্দ বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় অজ্ঞাত আরও একজন পালিয়ে যান।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি পাড়ার মৃত শাহাবুদ্দিন শেখের ছেলে মো. আসিফ শেখ (২৩), পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লা পাড়ার আক্কাছ সরদারের ছেলে মো. মঈন সরদার (১৯) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজী পাড়ার মো. জয়নাল শেখের ছেলে জামাল শেখ (২৩)।
এজাহার সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানার জিডি নম্বর ৫২৩ / ২১ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গতকাল রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ পদ্মার মোড় এলাকায় অবস্থান করছিলেন পুলিশের উপপরিদর্শক দেওয়ান শামীম। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গোয়ালন্দ বাজার মোবাইল এক্সচেঞ্জ ও মা টেলিকম নামক দোকানের সামনে রাস্তার ওপর কতিপয় কয়েকজন ব্যক্তি চোরাই মোবাইল বেচাকেনা করছেন।
বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবিরকে জানিয়ে এসআই দেওয়ান শামীম সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে ৪ জন পালানোর চেষ্টা করলে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। একজন পালিয়ে যান। গ্রেপ্তারকৃত তিনজনের মধ্যে আসিফ শেখের কাছ থেকে ১০ টি, মঈন সরদার ও জামাল শেখের কাছ থেকে একটি করে মোট ১২টি চোরাই মোবাইল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, গ্রেপ্তারকৃত তিন যুবক চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন। যারা মোবাইল ছিনতাই ও চুরি করেন তাঁদের কাছ থেকে এরা কিনে নেন এবং পরবর্তীতে অন্যত্র বিক্রি করতেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, তদন্ত সাপেক্ষে তাঁদের জিজ্ঞাসাবাদ করে মূল ছিনতাইকারী ও চোরদের ধরার চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ দুপুরের পরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সিভিল ইনস্ট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর কবির আলমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে পিরোজপুর টিটিসির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এমন অভিযোগ তোলা হয়।
৯ মিনিট আগে
সিলেট নগরীর তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মামাতো-ফুফাতো ভাই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ইমন দাস (২১) এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার দীপ্ত দাস (১৭)।
২৯ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ আশরাফুল মৃধা (৪৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৩২ মিনিট আগে