বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিখোঁজের ৫ দিন পর গত বুধবার রাত ৯টার দিকে আকাশ খান (১৩) নামে কিশোরের মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ দাফন করে তার পরিবার। তবে আজ শুক্রবার কিশোরের মাথার খুলি খুঁজে পেয়েছে তার পরিবার।
কিশোর আকাশ একজন ভ্যানচালক ছিল। সে উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দি গ্রামের রাশেদুল খানের ছেলে।
এ বিষয়ে আকাশের বাবা মো. রাশেদুল খান বলেন, গতকাল লাশ দেখে আমার সন্দেহ হয়েছিল। যার কারণে শুক্রবার দুপুরে আমি এবং আমার স্ত্রীসহ ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করি। আকাশকে যেখানে হত্যা করা হয়েছিল সেখান থেকে ১০ হাত দূরে আমি আমার ছেলের জামা কাপড় দেখতে পাই। তার এক থেকে দেড় হাত দূরেই বন জঙ্গলের ভেতরে মাথার খুলি ছিল। মাথার খুলিতে কোনো চামড়া ছিল না।
রাশেদুল আরও বলেন, ‘মর্গ থেকে নিয়ে আসার পরে যেভাবে ছিল ওই ভাবেই দাফন করা হয়েছে। এলাকাবাসী বলছিল দেখার মতো অবস্থা নেই, এ জন্য না দেখেই দাফন সম্পন্ন করা হয়। তবে তখন আমার কাছে সন্দেহ মনে হয়েছিল কারণ লাশটি কিছুটা ছোট মনে হচ্ছিল।’
নিহত কিশোর আকাশের বাবা বলেন, ‘নিখোঁজের দিন সকাল ১০টায় ভ্যান নিয়ে বের হয় আকাশ। আমাদের পাশের বাড়ির আমিনুলের কাছে কিছু টাকা পেত আকাশ। ভ্যান নিয়ে বের হওয়ার পরে আমিনুলের সাথে দেখা হয় আকাশের। পরে আকাশ তার কাছে টাকা চায়। আমিনুল টাকা দেওয়ার কথা বলে আকাশকে নিয়ে যায়। তারপরে আর আকাশের খোঁজ পাওয়া যায়নি। আমি বাড়িতে আসার পরে জানতে পারি আকাশ বাড়িতে আসেনি। তখন আমার নাতি বলছিল যে আকাশকে আমিনুল টাকা দেওয়ার কথা বলে নিয়ে গেছে। পরবর্তীতে আকাশের খোঁজ না পেয়ে আমি আমিনুলের কাছে জানতে চাই আকাশ কোথায়। আমিনুল বলে আকাশকে তো টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি, এখন কোথায় আমি জানি না। পরবর্তীতে আমিনুলকে গ্রেপ্তারের পরে আমি জানতে পারি যে আমিনুল আমার ছেলে আকাশকে হত্যা করে ভ্যানগাড়িটি চুরি করে তাঁর শ্বশুরবাড়িতে রেখে আসছিল।’
এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রিপন জানান, নিহত কিশোরের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাথার খুলিটি দেখতে পান। বিষয়টি বালিয়াকান্দি থানাকে জানালে তার পাশে থাকা জামাকাপড় আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিখোঁজের ৫ দিন পর গত বুধবার রাত ৯টার দিকে আকাশ খান (১৩) নামে কিশোরের মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ দাফন করে তার পরিবার। তবে আজ শুক্রবার কিশোরের মাথার খুলি খুঁজে পেয়েছে তার পরিবার।
কিশোর আকাশ একজন ভ্যানচালক ছিল। সে উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দি গ্রামের রাশেদুল খানের ছেলে।
এ বিষয়ে আকাশের বাবা মো. রাশেদুল খান বলেন, গতকাল লাশ দেখে আমার সন্দেহ হয়েছিল। যার কারণে শুক্রবার দুপুরে আমি এবং আমার স্ত্রীসহ ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করি। আকাশকে যেখানে হত্যা করা হয়েছিল সেখান থেকে ১০ হাত দূরে আমি আমার ছেলের জামা কাপড় দেখতে পাই। তার এক থেকে দেড় হাত দূরেই বন জঙ্গলের ভেতরে মাথার খুলি ছিল। মাথার খুলিতে কোনো চামড়া ছিল না।
রাশেদুল আরও বলেন, ‘মর্গ থেকে নিয়ে আসার পরে যেভাবে ছিল ওই ভাবেই দাফন করা হয়েছে। এলাকাবাসী বলছিল দেখার মতো অবস্থা নেই, এ জন্য না দেখেই দাফন সম্পন্ন করা হয়। তবে তখন আমার কাছে সন্দেহ মনে হয়েছিল কারণ লাশটি কিছুটা ছোট মনে হচ্ছিল।’
নিহত কিশোর আকাশের বাবা বলেন, ‘নিখোঁজের দিন সকাল ১০টায় ভ্যান নিয়ে বের হয় আকাশ। আমাদের পাশের বাড়ির আমিনুলের কাছে কিছু টাকা পেত আকাশ। ভ্যান নিয়ে বের হওয়ার পরে আমিনুলের সাথে দেখা হয় আকাশের। পরে আকাশ তার কাছে টাকা চায়। আমিনুল টাকা দেওয়ার কথা বলে আকাশকে নিয়ে যায়। তারপরে আর আকাশের খোঁজ পাওয়া যায়নি। আমি বাড়িতে আসার পরে জানতে পারি আকাশ বাড়িতে আসেনি। তখন আমার নাতি বলছিল যে আকাশকে আমিনুল টাকা দেওয়ার কথা বলে নিয়ে গেছে। পরবর্তীতে আকাশের খোঁজ না পেয়ে আমি আমিনুলের কাছে জানতে চাই আকাশ কোথায়। আমিনুল বলে আকাশকে তো টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি, এখন কোথায় আমি জানি না। পরবর্তীতে আমিনুলকে গ্রেপ্তারের পরে আমি জানতে পারি যে আমিনুল আমার ছেলে আকাশকে হত্যা করে ভ্যানগাড়িটি চুরি করে তাঁর শ্বশুরবাড়িতে রেখে আসছিল।’
এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রিপন জানান, নিহত কিশোরের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাথার খুলিটি দেখতে পান। বিষয়টি বালিয়াকান্দি থানাকে জানালে তার পাশে থাকা জামাকাপড় আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলা চালিয়েছে রোগীর স্বজনেরা। পরে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এদিকে হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা।
৫ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। দলীয় সূত্র বলছে, বিএনপি-সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় গলাচিপা ও দশমিনা উপজেলা কমিটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।
৩২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার দুই শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টায় এক শিফটের পরীক্ষা শেষ হয়েছে। বেলা ৩টায় আরেক শিফটে পরীক্ষা হবে।
১ ঘণ্টা আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুগদা, বনানী ও রূপনগর থানা-পুলিশ। এর মধ্যে মুগদা থানায় ৯ জন, বনানী থানায় ৭ জন ও রূপনগর থানায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে