বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

বাজারে টাকা উত্তোলনকে কেন্দ্র করে রাজবাড়ীর বালিয়াকান্দির হিজড়াদের দুই গ্রুপে মারামারির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক গ্রুপের প্রধান সাদিয়া আক্তার বাদী হয়ে অপর গ্রুপের মোজাহার ওরফে সুমির বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে আরও তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এএসআই নাসিমা পারভীন।
আজ বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে। মোজাহার হিজড়া তাঁর ভাই ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জন মিলে সাদিয়া ও তাঁর দলের কয়েকজনকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদী সাদিয়া আক্তার বলেন, ‘সোনাপুর বাজারটি প্রায় ২০ বছর ধরে আমাদের নিয়ন্ত্রণে। আমরা বালিয়াকান্দির অনেক হিজড়া ওই বাজার থেকে টাকা তুলে জীবন-ধারণ করে থাকি। নিয়ম অনুযায়ী আজ আমরা সকালে টাকা তুলতে গেলে হিজড়া মোজাহার ওরফে সুমি তার দলবল নিয়ে প্রথমে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমরা তাদের গালিগালাজ না করার জন্য অনুরোধ করলে তারা আমাদের ওপর আরও বেশি ক্ষিপ্ত হয়ে পড়ে। একপর্যায়ে আমার বুকে, পিঠে ও মাজায় লাথি মারতে থাকে। আমার সঙ্গে থাকা হিজড়া সদস্য পরি এবং হ্যাপি ঠেকাতে গেলে তাদেরও বেদম মারধর করে তারা। আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা আমাদের হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।’
সাদিয়া আরও বলেন, ‘বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাট মালিক পক্ষকে জানাই এবং বালিয়াকান্দি থানায় এসে একটি এজাহার দায়ের করি। এজাহারে মোজাহারসহ আরও তিনজনের নাম উল্লেখ করেছি। তাঁরা হলেন—গোলাপ (২৮), শাহিন (৪২) ও রুবেল (২৪)।’
বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার এএসআই নাসিমা পারভীন বলেন, ‘এ ঘটনায় হিজড়া সাদিয়া একটি এজাহার দায়ের করেছেন। এজাহারটি দেখে ওসি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।’

বাজারে টাকা উত্তোলনকে কেন্দ্র করে রাজবাড়ীর বালিয়াকান্দির হিজড়াদের দুই গ্রুপে মারামারির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক গ্রুপের প্রধান সাদিয়া আক্তার বাদী হয়ে অপর গ্রুপের মোজাহার ওরফে সুমির বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে আরও তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এএসআই নাসিমা পারভীন।
আজ বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে। মোজাহার হিজড়া তাঁর ভাই ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জন মিলে সাদিয়া ও তাঁর দলের কয়েকজনকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদী সাদিয়া আক্তার বলেন, ‘সোনাপুর বাজারটি প্রায় ২০ বছর ধরে আমাদের নিয়ন্ত্রণে। আমরা বালিয়াকান্দির অনেক হিজড়া ওই বাজার থেকে টাকা তুলে জীবন-ধারণ করে থাকি। নিয়ম অনুযায়ী আজ আমরা সকালে টাকা তুলতে গেলে হিজড়া মোজাহার ওরফে সুমি তার দলবল নিয়ে প্রথমে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমরা তাদের গালিগালাজ না করার জন্য অনুরোধ করলে তারা আমাদের ওপর আরও বেশি ক্ষিপ্ত হয়ে পড়ে। একপর্যায়ে আমার বুকে, পিঠে ও মাজায় লাথি মারতে থাকে। আমার সঙ্গে থাকা হিজড়া সদস্য পরি এবং হ্যাপি ঠেকাতে গেলে তাদেরও বেদম মারধর করে তারা। আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা আমাদের হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।’
সাদিয়া আরও বলেন, ‘বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাট মালিক পক্ষকে জানাই এবং বালিয়াকান্দি থানায় এসে একটি এজাহার দায়ের করি। এজাহারে মোজাহারসহ আরও তিনজনের নাম উল্লেখ করেছি। তাঁরা হলেন—গোলাপ (২৮), শাহিন (৪২) ও রুবেল (২৪)।’
বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার এএসআই নাসিমা পারভীন বলেন, ‘এ ঘটনায় হিজড়া সাদিয়া একটি এজাহার দায়ের করেছেন। এজাহারটি দেখে ওসি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।’

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হন আরও দুজন। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে উপজেলার ফাঁসিতলা বাজারের ব্র্যাক অফিসের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৫ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৫ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৬ ঘণ্টা আগে