Ajker Patrika

সাড়ে ৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৪: ২৩
সাড়ে ৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব‍্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন। 

সকাল ৮টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে দেড় কিলোমিটার এলাকায় যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এসব যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকই বেশি। শীতের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। 

জামান পরিবহনের যাত্রী আশরাফুল ইসলাম বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যাচ্ছি। ঘাটে এসে দেখি ফেরি চলছে না। এখন বসে বসে ভাবছি, সময়মতো ঢাকায় পৌঁছাতে পারব তো? কী যে ভোগান্তিতে পড়লাম! পদ্মা সেতু দিয়ে গেলে এই ভোগান্তিতে পড়তে হতো না।’ 

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। ছবি: আজকের পত্রিকাআরেক যাত্রী সোহান বলেন, ‘এখানে আরেকটি সেতু জরুরি হয়ে পড়েছে। কুয়াশায় প্রতিবছরই এই ভোগান্তিতে পড়তে হয় আমাদের।’ 

বেনাপোল থেকে আসা ট্রাকচালক মোখলেছুর রহমান বলেন, রাত ২টার সময় ফেরিঘাটে এসেছি। আসার পর জানতে পারি ফেরি চলাচল বন্ধ। কখন চালু হবে সেটা জানি না। 

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব‍্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, রাত দেড়টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে মাঝ নদীতে কোনো ফেরি আটকে ছিল না। কুয়াশা কেটে গেলে সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত