Ajker Patrika

নিখোঁজের ৫ দিন পর বাড়ির পাশে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৯: ২২
নিখোঁজের ৫ দিন পর বাড়ির পাশে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

পিরোজপুরের নেছারাবাদে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজের পাঁচ দিন পর বাড়ির পাশের পেয়ারাবাগানে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ। আজ শনিবার সকালে স্থানীয় এক যুবক বাগানে পেয়ারা পাড়তে গিয়ে লাশ দেখে চিৎকার দেন। পরে পুলিশকে জানানো হলে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। 

এ ঘটনা ঘটেছে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ধলহার গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে। নিহত ওই যুবকের নাম শুভ মিস্ত্রি (২২)। তিনি ওই গ্রামের মৃত মধুসূদন মিস্ত্রির ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য ভবতোষ আজকের পত্রিকাকে বলেন, গত সোমবার শুভ মিস্ত্রি বাড়ি থেকে রাগারাগি করে বের হয়ে যান। তিন দিনেও তিনি বাড়ি ফেরেননি। এ সময় তাঁর স্ত্রীও রাগ করে বাবার বাড়ি চলে যান। শুভ মিস্ত্রির বৃদ্ধ মা নিরুপায় হয়ে ছেলে নিখোঁজের ব্যাপারে নেছারাবাদ থানায় সাধারণ ডায়েরি করেন। 

ভবতোষ আরও বলেন, আজ সকালে সজল নামে স্থানীয় এক যুবক পেয়ারা পাড়তে গিয়ে লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। পরে প্রতিবেশীরা ছুটে গিয়ে লাশ দেখে সেটি শুভ মিস্ত্রির বলে শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এ ঘটনায় নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, লোকটির নিখোঁজ হওয়ার বিষয়ে তাঁর মা নিখোঁজ ডায়েরি করেছিলেন। আজ সকালে স্থানীয়রা পেয়ারাবাগানে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত