মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জের প্রত্যন্ত গ্রামে বসবাস করা এক কৃষক সোহাগ মৃধা তার প্রিয় ষাঁড় ‘কালোমানিক’ উপহার দিতে চান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ষাঁড়টি ঢাকায় নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে সাজসজ্জাসহ নানা প্রস্তুতি সম্পন্ন করছেন তিনি।
সোহাগ মৃধা উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা এবং আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির একজন সাধারণ কর্মী। প্রায় ছয় বছর আগে স্থানীয় চৈতা বাজার থেকে একটি ফ্রিজিয়ান জাতের গাভি কেনেন তিনি। সেই গাভির বাচ্চা হিসেবে জন্ম নেয় কালোমানিক। আদর-যত্নে বড় হওয়া এই ষাঁড়ের ওজন এখন প্রায় ৩৫ মণ (প্রায় ১ হাজার ৪০০ কেজি), লম্বায় ১০ ফুট, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।
সোহাগ বলেন, ‘আমার বাবা বেলায়েত হোসেন মৃধা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আমি নিজেও দলের একজন সাধারণ কর্মী। ২০২৩ সালের ২৮ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিয়ে মনে আশা জাগে—দল যদি ঘুরে দাঁড়ায়, প্রিয় নেত্রীকে আমার প্রিয় কালোমানিক উপহার দেব।’
বিএনপির রাজনীতিতে নিজের ভালোবাসা প্রকাশ করতে তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বলে জানান সোহাগ। ষাঁড়টি ঢাকায় পৌঁছে দিতে এনজিও থেকে ১ লাখ ৬০ হাজার টাকা ঋণ নিয়েছেন। ৫ জুন ঢাকায় রওনা হবেন বলে জানান তিনি। এ জন্য তিনটি মিনি ট্রাক ভাড়া করা হয়েছে ৬০ হাজার টাকায়। থাকবে বাদক দল, সাউন্ড সিস্টেম এবং অন্তত ৫০ জনের একটি মিছিল। অংশগ্রহণকারীদের জন্য তৈরি হয়েছে একরঙা ক্যাপ, বিশেষ গেঞ্জি ও ধানের শীষ প্রতীকের ব্যানার।
সোহাগের স্ত্রী সুলতানা আক্তার পলি বলেন, ‘ষাঁড়টি আমাদের পরিবারের সদস্যের মতো। ওকে খুব যত্নে বড় করেছি। এখন আমার স্বামী যখন খালেদা জিয়াকে এটি উপহার দিতে চান, আমরা সবাই তা মেনে নিয়েছি। এখন শুধু ঢাকায় যাওয়ার অপেক্ষা।’

মঙ্গলবার সোহাগের বাড়িতে গেলে দেখা যায়, স্ত্রী-সন্তানদের নিয়ে ষাঁড়টির সেবা করছেন তিনি। ছেলে জিসান ও মেয়ে জান্নাতি ষাঁড়টির পিঠে উঠে খেলছে। ষাঁড়টি এক নজর দেখতে ভিড় করছেন আশপাশের গ্রামের মানুষ।
আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ‘সোহাগ আমাদের দলের একনিষ্ঠ কর্মী। ২০২৩ সালের মহাসমাবেশে অংশগ্রহণের পর থেকেই তার এই ইচ্ছা গড়ে ওঠে। প্রথমে আমরা অনেকেই তা বিশ্বাস করিনি। কিন্তু এখন সে নিজের সিদ্ধান্তে অটল। সে বলছে, ৫ জুন ঢাকায় রওনা হবে।’
উল্লেখ্য, কিশোরগঞ্জের এক কৃষক শেখ হাসিনাকে গরু উপহার দেওয়ার সংবাদ দেখে অনুপ্রাণিত হন সোহাগ। তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘এটি ভাইরাল হওয়ার জন্য নয়, আমার আবেগ থেকে করা একটি উদ্যোগ। নেত্রী যদি উপহারটি গ্রহণ করেন, সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।’

পটুয়াখালীর মির্জাগঞ্জের প্রত্যন্ত গ্রামে বসবাস করা এক কৃষক সোহাগ মৃধা তার প্রিয় ষাঁড় ‘কালোমানিক’ উপহার দিতে চান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ষাঁড়টি ঢাকায় নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে সাজসজ্জাসহ নানা প্রস্তুতি সম্পন্ন করছেন তিনি।
সোহাগ মৃধা উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা এবং আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির একজন সাধারণ কর্মী। প্রায় ছয় বছর আগে স্থানীয় চৈতা বাজার থেকে একটি ফ্রিজিয়ান জাতের গাভি কেনেন তিনি। সেই গাভির বাচ্চা হিসেবে জন্ম নেয় কালোমানিক। আদর-যত্নে বড় হওয়া এই ষাঁড়ের ওজন এখন প্রায় ৩৫ মণ (প্রায় ১ হাজার ৪০০ কেজি), লম্বায় ১০ ফুট, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।
সোহাগ বলেন, ‘আমার বাবা বেলায়েত হোসেন মৃধা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আমি নিজেও দলের একজন সাধারণ কর্মী। ২০২৩ সালের ২৮ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিয়ে মনে আশা জাগে—দল যদি ঘুরে দাঁড়ায়, প্রিয় নেত্রীকে আমার প্রিয় কালোমানিক উপহার দেব।’
বিএনপির রাজনীতিতে নিজের ভালোবাসা প্রকাশ করতে তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বলে জানান সোহাগ। ষাঁড়টি ঢাকায় পৌঁছে দিতে এনজিও থেকে ১ লাখ ৬০ হাজার টাকা ঋণ নিয়েছেন। ৫ জুন ঢাকায় রওনা হবেন বলে জানান তিনি। এ জন্য তিনটি মিনি ট্রাক ভাড়া করা হয়েছে ৬০ হাজার টাকায়। থাকবে বাদক দল, সাউন্ড সিস্টেম এবং অন্তত ৫০ জনের একটি মিছিল। অংশগ্রহণকারীদের জন্য তৈরি হয়েছে একরঙা ক্যাপ, বিশেষ গেঞ্জি ও ধানের শীষ প্রতীকের ব্যানার।
সোহাগের স্ত্রী সুলতানা আক্তার পলি বলেন, ‘ষাঁড়টি আমাদের পরিবারের সদস্যের মতো। ওকে খুব যত্নে বড় করেছি। এখন আমার স্বামী যখন খালেদা জিয়াকে এটি উপহার দিতে চান, আমরা সবাই তা মেনে নিয়েছি। এখন শুধু ঢাকায় যাওয়ার অপেক্ষা।’

মঙ্গলবার সোহাগের বাড়িতে গেলে দেখা যায়, স্ত্রী-সন্তানদের নিয়ে ষাঁড়টির সেবা করছেন তিনি। ছেলে জিসান ও মেয়ে জান্নাতি ষাঁড়টির পিঠে উঠে খেলছে। ষাঁড়টি এক নজর দেখতে ভিড় করছেন আশপাশের গ্রামের মানুষ।
আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ‘সোহাগ আমাদের দলের একনিষ্ঠ কর্মী। ২০২৩ সালের মহাসমাবেশে অংশগ্রহণের পর থেকেই তার এই ইচ্ছা গড়ে ওঠে। প্রথমে আমরা অনেকেই তা বিশ্বাস করিনি। কিন্তু এখন সে নিজের সিদ্ধান্তে অটল। সে বলছে, ৫ জুন ঢাকায় রওনা হবে।’
উল্লেখ্য, কিশোরগঞ্জের এক কৃষক শেখ হাসিনাকে গরু উপহার দেওয়ার সংবাদ দেখে অনুপ্রাণিত হন সোহাগ। তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘এটি ভাইরাল হওয়ার জন্য নয়, আমার আবেগ থেকে করা একটি উদ্যোগ। নেত্রী যদি উপহারটি গ্রহণ করেন, সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে