প্রতিনিধি, তেঁতুলিয়া (পঞ্চগড়)

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বিভিন্ন এলাকা থেকে প্রতিবারের মতো এবারও খালি চোখে দেখা যাচ্ছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। রোববার সকাল থেকে জেলার তেঁতুলিয়াসহ বিভিন্ন এলাকায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখা যায়।
এ দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এমন খবর পেয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকেরা ভিড় করছে তেঁতুলিয়ায়। প্রতি বছর কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখা মিলতো অক্টোবর-নভেম্বর মাসের মাঝামাঝিতে। তবে চলতি বছরে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার।
রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে মেঘ মুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ মুক্ত থাকায় কাঞ্চনজঙ্ঘা আরও পরিষ্কারভাবে দেখা যায়।
এ দিকে শীত পড়ার আগেই পরিষ্কার ভাবে হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা দেখা দেওয়ায় অনেকেই সেই সৌন্দর্য ও দৃশ্য ক্যামেরা বন্দী করছেন। মূলত মেঘ মুক্ত আকাশ থাকায় পর্বতটি দেখা দিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
স্থানীয়রা জানায়, প্রতি বছর কাঞ্চনজঙ্ঘা উঁকি দেয় পঞ্চগড়ে। এ অঞ্চল থেকে মেঘ মুক্ত আকাশে খালি চোখে দেখা মিলে। আর এই দৃশ্য দেখার জন্য দেশের নানা প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছে। তবে এ বছর সেপ্টেম্বর মাসের শুরুর দিকে দেখা যাওয়ায় পর্যটকেরা পঞ্চগড়ে আগমন করছে।
এ বিষয়ে কথা হয় দিনাজপুর হিলি থেকে আসা পর্যটক আব্দুল আজিজের সঙ্গে। তিনি বলেন, গতকাল ফেসবুকে দেখতে পাই পঞ্চগড় থেকে খালি চোখেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এমন খবর পাওয়ার পর পরিবার পরিজন নিয়ে পঞ্চগড়ে সকালে এসে দেখতে পাই কাঞ্চনজঙ্ঘা।
একই কথা বলেন ঠাকুরগাঁও থেকে আসা আরেক দর্শনার্থী জাহিদ হাসান। তিনি বলেন, গত বছর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে ছিলাম কিন্তু শীত আর কুয়াশার কারণে দেখা হয়নি। আর এ বছর আজ প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখা গেল। আজ দেখতে পেয়ে আনন্দিত হলাম। কাঞ্চনজঙ্ঘা দেখতে যে এত ভালো লাগে তা আজ দেখেই বুঝতে পারলাম।
এ বিষয়ে বাংলাবান্ধা পাগলীডাঙ্গী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির বলেন, মেঘ মুক্ত আকাশে পরিষ্কার ভাবে কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখা যাচ্ছে আজ প্রথম। গত কয়েক দিন আগে ভারী বর্ষণের সঙ্গে বাতাসে ধূলিকণার পরিমাণ কম থাকায় এ বছর অনেকে আগেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার।
এ দিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, আবহাওয়া ভালো ও মেঘ পরিষ্কার থাকায় চলতি বছরের আজ প্রথম পরিষ্কার ভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আকাশে মেঘ না থাকায় হিমলয় ও কাঞ্চনজঙ্ঘা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। তবে ভবিষ্যতে আকাশ পরিষ্কার থাকলে আবারও দেখা দিতে পারে কাঞ্চনজঙ্ঘা এমন অপরূপ সৌন্দর্য।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়া থেকে বছরের প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখা মিলেছে। ইতি মধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে ভ্রমণ পিপাসুদের উপস্থিতি বেড়েছে তেঁতুলিয়ায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বিভিন্ন এলাকা থেকে প্রতিবারের মতো এবারও খালি চোখে দেখা যাচ্ছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। রোববার সকাল থেকে জেলার তেঁতুলিয়াসহ বিভিন্ন এলাকায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখা যায়।
এ দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এমন খবর পেয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকেরা ভিড় করছে তেঁতুলিয়ায়। প্রতি বছর কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখা মিলতো অক্টোবর-নভেম্বর মাসের মাঝামাঝিতে। তবে চলতি বছরে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার।
রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে মেঘ মুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ মুক্ত থাকায় কাঞ্চনজঙ্ঘা আরও পরিষ্কারভাবে দেখা যায়।
এ দিকে শীত পড়ার আগেই পরিষ্কার ভাবে হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা দেখা দেওয়ায় অনেকেই সেই সৌন্দর্য ও দৃশ্য ক্যামেরা বন্দী করছেন। মূলত মেঘ মুক্ত আকাশ থাকায় পর্বতটি দেখা দিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
স্থানীয়রা জানায়, প্রতি বছর কাঞ্চনজঙ্ঘা উঁকি দেয় পঞ্চগড়ে। এ অঞ্চল থেকে মেঘ মুক্ত আকাশে খালি চোখে দেখা মিলে। আর এই দৃশ্য দেখার জন্য দেশের নানা প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছে। তবে এ বছর সেপ্টেম্বর মাসের শুরুর দিকে দেখা যাওয়ায় পর্যটকেরা পঞ্চগড়ে আগমন করছে।
এ বিষয়ে কথা হয় দিনাজপুর হিলি থেকে আসা পর্যটক আব্দুল আজিজের সঙ্গে। তিনি বলেন, গতকাল ফেসবুকে দেখতে পাই পঞ্চগড় থেকে খালি চোখেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এমন খবর পাওয়ার পর পরিবার পরিজন নিয়ে পঞ্চগড়ে সকালে এসে দেখতে পাই কাঞ্চনজঙ্ঘা।
একই কথা বলেন ঠাকুরগাঁও থেকে আসা আরেক দর্শনার্থী জাহিদ হাসান। তিনি বলেন, গত বছর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে ছিলাম কিন্তু শীত আর কুয়াশার কারণে দেখা হয়নি। আর এ বছর আজ প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখা গেল। আজ দেখতে পেয়ে আনন্দিত হলাম। কাঞ্চনজঙ্ঘা দেখতে যে এত ভালো লাগে তা আজ দেখেই বুঝতে পারলাম।
এ বিষয়ে বাংলাবান্ধা পাগলীডাঙ্গী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির বলেন, মেঘ মুক্ত আকাশে পরিষ্কার ভাবে কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখা যাচ্ছে আজ প্রথম। গত কয়েক দিন আগে ভারী বর্ষণের সঙ্গে বাতাসে ধূলিকণার পরিমাণ কম থাকায় এ বছর অনেকে আগেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার।
এ দিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, আবহাওয়া ভালো ও মেঘ পরিষ্কার থাকায় চলতি বছরের আজ প্রথম পরিষ্কার ভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আকাশে মেঘ না থাকায় হিমলয় ও কাঞ্চনজঙ্ঘা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। তবে ভবিষ্যতে আকাশ পরিষ্কার থাকলে আবারও দেখা দিতে পারে কাঞ্চনজঙ্ঘা এমন অপরূপ সৌন্দর্য।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়া থেকে বছরের প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখা মিলেছে। ইতি মধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে ভ্রমণ পিপাসুদের উপস্থিতি বেড়েছে তেঁতুলিয়ায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় মাসুম নামের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর বুকে লাগে। আজ সোমবার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
৩০ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
৩৪ মিনিট আগে