প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়-ঢাকা আন্তনগর ট্রেন সার্ভিস চালুর প্রায় ৩ বছর অতিবাহিত হতে যাচ্ছে। সময় পেরোনোর সঙ্গে সঙ্গে সেবার মান উন্নত হওয়ার পরিবর্তে সেবার মান দিন দিন কম আসছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এছাড়াও সিন্ডিকেট চালিয়ে বেশি দামে কালোবাজারে রেলের টিকিট বিক্রির অভিযোগও পাওয়া গেছে। সিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিও পোহাতে হচ্ছে যাত্রীদের।
মো. শরিফুল ইসলাম নামের এক যাত্রী বলেন, ‘আন্তনগর ট্রেনে যে পানি সরবরাহ করা হয় তা ব্যবহার যোগ্য নয়। পানির মধ্যে যে পরিমান আয়রন তাতে হাতমুখ ধোয়া যায় না। এছাড়াও যাত্রীদের জন্য বরাদ্দকৃত সাবান, টিসু, এয়ার ফ্রেশনার, এরোসোল স্প্রে কোন কিছুই থাকে না। অথচ এসবের জন্য রেল কর্তৃপক্ষ বরাদ্দ রেখেছে।’
মো. শাহজালাল নামে আরেক যাত্রী বলেন, ‘রেল সেবা নিশ্চিত করতে সরকার প্রতিবছর হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে। সেই তুলনায় সেবার মান বাড়ছে না। পঞ্চগড় থেকে ঢাকার সর্বোচ্চ দূরত্বের এই রুটে যাত্রীদের জন্য বরাদ্দকৃত সুযোগ-সুবিধাগুলো নিশ্চিত করা দরকার।’
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘যাত্রীদের জন্য যে সব সেবা রয়েছে তা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছে তাঁরা নিজেদের সুবিধা নিয়েই ব্যস্ত। কালোবাজরে টিকিট বিক্রি, ট্রেনের কোচ সমূহে পরিচ্ছন্নতার অভাব, টয়লেটে পানির স্বল্পতা, জানালার কাচ ভাঙা, সিটের হাতল নেই, ফ্যান বিকল, এটেনডেন্টকে ডাকলেও কাছে আসে না এমন নানান সমস্যার মধ্যেই বাধ্য হয়ে যাত্রীরা চলাচল করছে।’
তবে যাত্রীদের এসব অভিযোগ অস্বীকার করে স্টেশন ম্যানেজার মাসুদ পারভেজ বলেছেন, ‘আন্তনগর ট্রেন সার্ভিসের সকল সুযোগ-সুবিধা যাত্রীরা পাচ্ছেন। সুবিধা বাড়ার কারণে যাত্রীদের চাপ বাড়ছে। আসনসংখ্যা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। তিনি আরও বলেন, কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগ যাদের বিরুদ্ধে পাওয়া গেছে এরই মধ্যে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
পঞ্চগড় রেল স্টেশনের মেকানিক্যাল বিভাগের টিএক্সআর তরিকুল ইসলাম বলেন, ‘মেকানিক্যাল সেকশনের জন্য জরুরি অবকাঠামো এবং লোকবল প্রয়োজন। স্বল্প সংখ্যক লোকজন নিয়ে এখানে কাজ করতে গিয়ে যাত্রী সেবা কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। এরপরেও আমরা সর্বোচ্চ সেবা প্রদানে কাজ করে যাচ্ছি।’
উল্লেখ্য, ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত ৬৩৯ কিলোমিটার দূরত্বের বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে দীর্ঘ রুট এটি। ২০১৮ সালের ১০ নভেম্বর ঢাকা-পঞ্চগড় এবং পঞ্চগড়-ঢাকা সরাসরি আন্তনগর একতা ও দ্রুতযান এক্সপ্রেস এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

পঞ্চগড়-ঢাকা আন্তনগর ট্রেন সার্ভিস চালুর প্রায় ৩ বছর অতিবাহিত হতে যাচ্ছে। সময় পেরোনোর সঙ্গে সঙ্গে সেবার মান উন্নত হওয়ার পরিবর্তে সেবার মান দিন দিন কম আসছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এছাড়াও সিন্ডিকেট চালিয়ে বেশি দামে কালোবাজারে রেলের টিকিট বিক্রির অভিযোগও পাওয়া গেছে। সিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিও পোহাতে হচ্ছে যাত্রীদের।
মো. শরিফুল ইসলাম নামের এক যাত্রী বলেন, ‘আন্তনগর ট্রেনে যে পানি সরবরাহ করা হয় তা ব্যবহার যোগ্য নয়। পানির মধ্যে যে পরিমান আয়রন তাতে হাতমুখ ধোয়া যায় না। এছাড়াও যাত্রীদের জন্য বরাদ্দকৃত সাবান, টিসু, এয়ার ফ্রেশনার, এরোসোল স্প্রে কোন কিছুই থাকে না। অথচ এসবের জন্য রেল কর্তৃপক্ষ বরাদ্দ রেখেছে।’
মো. শাহজালাল নামে আরেক যাত্রী বলেন, ‘রেল সেবা নিশ্চিত করতে সরকার প্রতিবছর হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে। সেই তুলনায় সেবার মান বাড়ছে না। পঞ্চগড় থেকে ঢাকার সর্বোচ্চ দূরত্বের এই রুটে যাত্রীদের জন্য বরাদ্দকৃত সুযোগ-সুবিধাগুলো নিশ্চিত করা দরকার।’
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘যাত্রীদের জন্য যে সব সেবা রয়েছে তা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছে তাঁরা নিজেদের সুবিধা নিয়েই ব্যস্ত। কালোবাজরে টিকিট বিক্রি, ট্রেনের কোচ সমূহে পরিচ্ছন্নতার অভাব, টয়লেটে পানির স্বল্পতা, জানালার কাচ ভাঙা, সিটের হাতল নেই, ফ্যান বিকল, এটেনডেন্টকে ডাকলেও কাছে আসে না এমন নানান সমস্যার মধ্যেই বাধ্য হয়ে যাত্রীরা চলাচল করছে।’
তবে যাত্রীদের এসব অভিযোগ অস্বীকার করে স্টেশন ম্যানেজার মাসুদ পারভেজ বলেছেন, ‘আন্তনগর ট্রেন সার্ভিসের সকল সুযোগ-সুবিধা যাত্রীরা পাচ্ছেন। সুবিধা বাড়ার কারণে যাত্রীদের চাপ বাড়ছে। আসনসংখ্যা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। তিনি আরও বলেন, কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগ যাদের বিরুদ্ধে পাওয়া গেছে এরই মধ্যে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
পঞ্চগড় রেল স্টেশনের মেকানিক্যাল বিভাগের টিএক্সআর তরিকুল ইসলাম বলেন, ‘মেকানিক্যাল সেকশনের জন্য জরুরি অবকাঠামো এবং লোকবল প্রয়োজন। স্বল্প সংখ্যক লোকজন নিয়ে এখানে কাজ করতে গিয়ে যাত্রী সেবা কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। এরপরেও আমরা সর্বোচ্চ সেবা প্রদানে কাজ করে যাচ্ছি।’
উল্লেখ্য, ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত ৬৩৯ কিলোমিটার দূরত্বের বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে দীর্ঘ রুট এটি। ২০১৮ সালের ১০ নভেম্বর ঢাকা-পঞ্চগড় এবং পঞ্চগড়-ঢাকা সরাসরি আন্তনগর একতা ও দ্রুতযান এক্সপ্রেস এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২৯ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
৩৩ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৩৫ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
৩৮ মিনিট আগে