পাবনা প্রতিনিধি

পাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত তুষার পাবনা পৌর এলাকার রাধানগর ময়দানপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে। সে স্থানীয় জুবলী উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পাশ করেছে।
কিশোর হত্যাকাণ্ডের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
ওসি আব্দুস সালাম বলেন, ‘আজ রাতে আলিয়া মাদ্রাসার পাশে বর্ণমালা কিন্ডারগার্টেনের জঙ্গলের ভেতরে দুর্বৃত্তরা তুষারের গলায় ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে বলে জানান ওসি আব্দুস সালাম। তিনি বলেন, তদন্তের স্বার্থে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। কারা কী জন্য কিশোরকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
ওসি আব্দুস সালাম আরও বলেন, ‘তুষার স্কুলছাত্র সিয়াম হত্যার অন্যতম আসামি ছিল। কয়েক দিন হলো সে কিশোর সংশোধনাগার থেকে জামিনে ছাড়া পেয়েছে।’
এদিকে, তুষার হোসেন নিহত হওয়ার খবর পেয়ে পাবনা জেনারেল হাসপাতালে তাঁর মরদেহ দেখতে যান জেলার পুলিশ সুপার মোরতোজা আলী খান।
২০২৩ সালের ২১ অক্টোবর রাত ১০টার দিকে পাবনা পৌর শহরের শান্তিনগর এলাকায় আরএম একাডেমির ১০ম শ্রেণির ছাত্র মোস্তাফুজুর রহমান সিয়ামকে হত্যা করা হয়। সিয়াম পাবনা পৌর সদরের পৈলানপুর পাওয়ার হাউজপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। এই হত্যা মামলার প্রধান আসামি তুষার।

পাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত তুষার পাবনা পৌর এলাকার রাধানগর ময়দানপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে। সে স্থানীয় জুবলী উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পাশ করেছে।
কিশোর হত্যাকাণ্ডের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
ওসি আব্দুস সালাম বলেন, ‘আজ রাতে আলিয়া মাদ্রাসার পাশে বর্ণমালা কিন্ডারগার্টেনের জঙ্গলের ভেতরে দুর্বৃত্তরা তুষারের গলায় ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে বলে জানান ওসি আব্দুস সালাম। তিনি বলেন, তদন্তের স্বার্থে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। কারা কী জন্য কিশোরকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
ওসি আব্দুস সালাম আরও বলেন, ‘তুষার স্কুলছাত্র সিয়াম হত্যার অন্যতম আসামি ছিল। কয়েক দিন হলো সে কিশোর সংশোধনাগার থেকে জামিনে ছাড়া পেয়েছে।’
এদিকে, তুষার হোসেন নিহত হওয়ার খবর পেয়ে পাবনা জেনারেল হাসপাতালে তাঁর মরদেহ দেখতে যান জেলার পুলিশ সুপার মোরতোজা আলী খান।
২০২৩ সালের ২১ অক্টোবর রাত ১০টার দিকে পাবনা পৌর শহরের শান্তিনগর এলাকায় আরএম একাডেমির ১০ম শ্রেণির ছাত্র মোস্তাফুজুর রহমান সিয়ামকে হত্যা করা হয়। সিয়াম পাবনা পৌর সদরের পৈলানপুর পাওয়ার হাউজপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। এই হত্যা মামলার প্রধান আসামি তুষার।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
৩২ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে