প্রতিনিধি

ঈশ্বরদী (পাবনা): বিনা অনুমতিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাভুক্ত (কেপিআই) এলাকায় প্রবেশ, সাদা পোশাকের সেনাসদস্যদের সঙ্গে অশোভন আচরণ ও হত্যার হুমকির অভিযোগে পাবনার ঈশ্বরদীতে আট যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত আটটার দিকে ঈশ্বরদী উপজেলার পাকশীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন—উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর গ্রামের ইমরান আলীর ছেলে রিমন হোসেন (২০), দুলাল মিয়ার ছেলে শাওন ইসলাম (২২), আলাউদ্দীন আহমেদের ছেলে আসিফ হোসেন (২০), লিটন হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২১), মো. মিঠুন ইসলামের ছেলে শান্ত ইসলাম (২১), নুরুল হুদার ছেলে ফজলে রাব্বী (২০), সিরাজ উদ্দিনের ছেলে বাপ্পী (২০) ও মুন্না হোসেন (১৯)। তাঁদের কাছ থেকে চারটি মোটরসাইকেল ও নয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।
রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, অভিযুক্তরা মোটরসাইকেল বহর নিয়ে শনিবার রাত আটটার দিকে পাকশী পদ্মানদীর তীররের রূপপুর প্রকল্পের ৮ নম্বর ওয়াচ টাওয়ার এলাকায় বিনা অনুমতিতে প্রবেশ করে। সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনের কাগজ দেখতে চায়। এ সময় যুবকেরা উত্তেজিত হয়ে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি পার্শ্ববর্তী ইটভাটায় নিয়ে গোয়েন্দা সংস্থার সদস্যদের হত্যার হুমকিও দেয়। পরে সেনাসদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যুবকদের আটক করে।
রূপপুর পারমাণবিক ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আতিকুল ইসলাম বলেন, শনিবার রাত ১০টার দিকে সেনাবাহিনীর এক ওয়ারেন্ট অফিসার যুবকদের রূপপুর পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেছে। রাতেই যুবকদের ঈশ্বরদী থানায় পাঠানো হয়।
ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান বলেন, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

ঈশ্বরদী (পাবনা): বিনা অনুমতিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাভুক্ত (কেপিআই) এলাকায় প্রবেশ, সাদা পোশাকের সেনাসদস্যদের সঙ্গে অশোভন আচরণ ও হত্যার হুমকির অভিযোগে পাবনার ঈশ্বরদীতে আট যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত আটটার দিকে ঈশ্বরদী উপজেলার পাকশীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন—উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর গ্রামের ইমরান আলীর ছেলে রিমন হোসেন (২০), দুলাল মিয়ার ছেলে শাওন ইসলাম (২২), আলাউদ্দীন আহমেদের ছেলে আসিফ হোসেন (২০), লিটন হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২১), মো. মিঠুন ইসলামের ছেলে শান্ত ইসলাম (২১), নুরুল হুদার ছেলে ফজলে রাব্বী (২০), সিরাজ উদ্দিনের ছেলে বাপ্পী (২০) ও মুন্না হোসেন (১৯)। তাঁদের কাছ থেকে চারটি মোটরসাইকেল ও নয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।
রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, অভিযুক্তরা মোটরসাইকেল বহর নিয়ে শনিবার রাত আটটার দিকে পাকশী পদ্মানদীর তীররের রূপপুর প্রকল্পের ৮ নম্বর ওয়াচ টাওয়ার এলাকায় বিনা অনুমতিতে প্রবেশ করে। সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনের কাগজ দেখতে চায়। এ সময় যুবকেরা উত্তেজিত হয়ে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি পার্শ্ববর্তী ইটভাটায় নিয়ে গোয়েন্দা সংস্থার সদস্যদের হত্যার হুমকিও দেয়। পরে সেনাসদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যুবকদের আটক করে।
রূপপুর পারমাণবিক ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আতিকুল ইসলাম বলেন, শনিবার রাত ১০টার দিকে সেনাবাহিনীর এক ওয়ারেন্ট অফিসার যুবকদের রূপপুর পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেছে। রাতেই যুবকদের ঈশ্বরদী থানায় পাঠানো হয়।
ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান বলেন, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১৪ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১৮ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৪২ মিনিট আগে