পাবনা প্রতিনিধি

ছেলেকে ভর্তি করাতে না পেরে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুলের সহকারী প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে শেখ মাসুম নামের স্থানীয় এক অভিভাবকের বিরুদ্ধে। তিনি পাবনা পৌর শহরের গোবিন্দা মহল্লার বাসিন্দা। স্কুলটিও ওই এলাকায়। গতকাল বুধবার সন্ধ্যায় সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বাড়ি থেকে বের হলে তাঁকে হাতুড়ি দিয়ে পেটান শেখ মাসুম। এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেলে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা জেলা শহরে মানববন্ধন করেছেন। বিকেল চারটার দিকে স্কুল ছুটির পর শিক্ষক-শিক্ষার্থীরা শহরের আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে সমবেত হন। সেখানে তাঁরা মানববন্ধন করেন। মানববন্ধন থেকে বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থী ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবি করেন।
মানববন্ধন থেকে বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, সরকারি নিয়ম অনুযায়ী চলতি বছর বিদ্যালয়টিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। সপ্তম শ্রেণিতে ভর্তির জন্য ওই অভিভাবকের ছেলে লটারি প্রক্রিয়ায় অংশ নিলেও নাম না ওঠায় স্কুলে ভর্তি হতে পারেনি।
আহত শিক্ষক আলাউদ্দিন বলেন, বিদ্যালয়টির সভাপতি জেলা প্রশাসক নিজে। সভাপতির অনুমতি ছাড়া বিদ্যালয়ে ভর্তির কোনো সুযোগ নেই। তিনি ওই অভিভাবককে শুধু এটুকই বলেছিলেন। কিন্তু ওই অভিভাবক জোর করে ছেলেকে স্কুলে ভর্তি করতে বলেন। এতে তিনি রাজি না হওয়ায় তাঁর পায়ে হাতুড়ি দিয়ে পেটানো হয়।
মানববন্ধন থেকে বিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম বলেন, একজন শিক্ষকের ওপর এ ধরনের হামলা মেনে নেওয়া হবে না। অবিলম্বে ওই অভিভাবককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
এ বিষয়ে কথা বলতে আজ অভিযুক্ত অভিভাবকের মোবাইল ফোনে কল করা হয়। মোবাইল ফোন বন্ধ থাকায় তার কোনো মন্তব্য জানা যায়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা মিলেছে। ভুক্তভোগী শিক্ষককে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু বাইরের এলাকার মানুষ হওয়ায় তিনি অভিযোগ দিতে রাজি হচ্ছেন না। তারপরও পুলিশের জায়গা থেকে অভিযুক্ত অভিভাবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ছেলেকে ভর্তি করাতে না পেরে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুলের সহকারী প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে শেখ মাসুম নামের স্থানীয় এক অভিভাবকের বিরুদ্ধে। তিনি পাবনা পৌর শহরের গোবিন্দা মহল্লার বাসিন্দা। স্কুলটিও ওই এলাকায়। গতকাল বুধবার সন্ধ্যায় সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বাড়ি থেকে বের হলে তাঁকে হাতুড়ি দিয়ে পেটান শেখ মাসুম। এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেলে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা জেলা শহরে মানববন্ধন করেছেন। বিকেল চারটার দিকে স্কুল ছুটির পর শিক্ষক-শিক্ষার্থীরা শহরের আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে সমবেত হন। সেখানে তাঁরা মানববন্ধন করেন। মানববন্ধন থেকে বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থী ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবি করেন।
মানববন্ধন থেকে বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, সরকারি নিয়ম অনুযায়ী চলতি বছর বিদ্যালয়টিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। সপ্তম শ্রেণিতে ভর্তির জন্য ওই অভিভাবকের ছেলে লটারি প্রক্রিয়ায় অংশ নিলেও নাম না ওঠায় স্কুলে ভর্তি হতে পারেনি।
আহত শিক্ষক আলাউদ্দিন বলেন, বিদ্যালয়টির সভাপতি জেলা প্রশাসক নিজে। সভাপতির অনুমতি ছাড়া বিদ্যালয়ে ভর্তির কোনো সুযোগ নেই। তিনি ওই অভিভাবককে শুধু এটুকই বলেছিলেন। কিন্তু ওই অভিভাবক জোর করে ছেলেকে স্কুলে ভর্তি করতে বলেন। এতে তিনি রাজি না হওয়ায় তাঁর পায়ে হাতুড়ি দিয়ে পেটানো হয়।
মানববন্ধন থেকে বিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম বলেন, একজন শিক্ষকের ওপর এ ধরনের হামলা মেনে নেওয়া হবে না। অবিলম্বে ওই অভিভাবককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
এ বিষয়ে কথা বলতে আজ অভিযুক্ত অভিভাবকের মোবাইল ফোনে কল করা হয়। মোবাইল ফোন বন্ধ থাকায় তার কোনো মন্তব্য জানা যায়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা মিলেছে। ভুক্তভোগী শিক্ষককে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু বাইরের এলাকার মানুষ হওয়ায় তিনি অভিযোগ দিতে রাজি হচ্ছেন না। তারপরও পুলিশের জায়গা থেকে অভিযুক্ত অভিভাবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্রুততম সময়ে ১৬ দশমিক ১ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছেন সাইফুল ইসলাম রাসেল। ৪ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগিতা শেষ করেন।
১২ মিনিট আগে
রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে চলে যাওয়ার সময় পেট্রলপাম্পের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন চালক কামাল হোসেন।
৪৪ মিনিট আগে
পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পাণ্ডে হত্যা ও মুন্তাজ চেয়ারম্যানের হাত কাটা মামলার অন্যতম আসামি জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় অস্ত্র, গুলিসহ অস্ত্র তৈরির সরঞ্জাম।
১ ঘণ্টা আগে
আলম হোসেন বলেন, উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালককে সভাপতি, সহকারী পরিচালককে সদস্যসচিব এবং উত্তরা জোনের উপসহকারী পরিচালক, উত্তরার জ্যেষ্ঠ স্টেশন...
১ ঘণ্টা আগে