প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী): নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৭টায় বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিমুলতলী মোহাম্মদীয়া ফোরকানীয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চরকাঁকরা ৬ নম্বর ওয়ার্ডের কামরুজ্জামানের ছেলে গাজী মো. আশকার মাশফি (১০) ও একই ওয়ার্ডের শহীদুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম (৮)। তারা স্থানীয় দারুল আকরাম মাদ্রাসার ছাত্র। নিহতরা সম্পর্কে মামা ও ভাগনে। একই ঘটনায় আহত হন মোটরসাইকেল চালক মনিরুজ্জামান কোরাইশী (২৩)। সে নিহত গাজী মো. আশকার মাশফির বড়ভাই।
কোম্পানীগঞ্জ থানার এসআই মো. নিজাম উদ্দিন বলেন, সকালে মনিরুজ্জামান কোরাইশি ইফাস তাঁর ভাই আশকার ও ভাগনে মিনহাজুল ইসলামকে দারুল আক্রাম মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। পরে সকাল ৭টার দিকে ফোরকানীয়া মাদ্রাসার সামনে বসুরহাট-পেস্কারহাট রাস্তার মাথা সড়কে পৌঁছালে বিপরীতগামী একটি বেপরোয়া গতির ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই মাদ্রাসাছাত্র নিহত হয়। আহত হয়েছেন মোটরসাইকেল চালক মো. মনিরুজ্জামান কোরাইশী।
মনিরুজ্জামানকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরিবারের আপত্তি না থাকলে নিহতদের লাশ স্বজনদের কাছে দেওয়া হবে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালাতক রয়েছে।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী): নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৭টায় বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিমুলতলী মোহাম্মদীয়া ফোরকানীয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চরকাঁকরা ৬ নম্বর ওয়ার্ডের কামরুজ্জামানের ছেলে গাজী মো. আশকার মাশফি (১০) ও একই ওয়ার্ডের শহীদুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম (৮)। তারা স্থানীয় দারুল আকরাম মাদ্রাসার ছাত্র। নিহতরা সম্পর্কে মামা ও ভাগনে। একই ঘটনায় আহত হন মোটরসাইকেল চালক মনিরুজ্জামান কোরাইশী (২৩)। সে নিহত গাজী মো. আশকার মাশফির বড়ভাই।
কোম্পানীগঞ্জ থানার এসআই মো. নিজাম উদ্দিন বলেন, সকালে মনিরুজ্জামান কোরাইশি ইফাস তাঁর ভাই আশকার ও ভাগনে মিনহাজুল ইসলামকে দারুল আক্রাম মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। পরে সকাল ৭টার দিকে ফোরকানীয়া মাদ্রাসার সামনে বসুরহাট-পেস্কারহাট রাস্তার মাথা সড়কে পৌঁছালে বিপরীতগামী একটি বেপরোয়া গতির ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই মাদ্রাসাছাত্র নিহত হয়। আহত হয়েছেন মোটরসাইকেল চালক মো. মনিরুজ্জামান কোরাইশী।
মনিরুজ্জামানকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরিবারের আপত্তি না থাকলে নিহতদের লাশ স্বজনদের কাছে দেওয়া হবে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালাতক রয়েছে।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
২২ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২৩ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২৬ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে