নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশের সমুদ্র গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ওশানোগ্রাফি বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার ঢাবির অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন ঢাবির উপউপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
সমঝোতা চুক্তিতে নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মমতাজ উদ্দিন আহমেদ। এ সমঝোতা চুক্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নোবিপ্রবি বঙ্গোপসাগরে যৌথভাবে গবেষণার নতুন দ্বার উন্মোচিত হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ঢাবির ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান কে এম আজম চৌধুরী ও নোবিপ্রবির ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান নাজমুস সাকিব খানসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকেরা।
ঢাবির উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘এ ধরনের সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে। আমি আশা করব, ভবিষ্যতে নানা ক্ষেত্রে এ ধরনের সহযোগিতার পরিধি আরও বিস্তৃত হবে। অন্যান্য বিভাগগুলোও এ ধরনের উদ্যোগ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করছি।’
নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক দিদার-উল-আলম বলেন, ‘আমাদের দেশে জনসংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু ভূমি সীমিত। তাই আমাদের সামুদ্রিক সম্পদকে কাজে লাগাতে হবে। আমাদের বিশাল-বিস্তৃত সমুদ্রসীমা রয়েছে, এই রিসোর্সকে কাজে লাগাতে হবে। সমুদ্রের প্রাকৃতিক সম্পদ, মৎস্য সম্পদ এ সবই আমাদের অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করতে হবে, যার জন্য প্রয়োজন নতুন নতুন গবেষণা ও ভালো মানের গবেষক। নোবিপ্রবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত এ সমঝোতা স্মারক ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে যেতে আরও সহায়ক ভূমিকা পালন করবে।’

বাংলাদেশের সমুদ্র গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ওশানোগ্রাফি বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার ঢাবির অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন ঢাবির উপউপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
সমঝোতা চুক্তিতে নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মমতাজ উদ্দিন আহমেদ। এ সমঝোতা চুক্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নোবিপ্রবি বঙ্গোপসাগরে যৌথভাবে গবেষণার নতুন দ্বার উন্মোচিত হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ঢাবির ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান কে এম আজম চৌধুরী ও নোবিপ্রবির ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান নাজমুস সাকিব খানসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকেরা।
ঢাবির উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘এ ধরনের সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে। আমি আশা করব, ভবিষ্যতে নানা ক্ষেত্রে এ ধরনের সহযোগিতার পরিধি আরও বিস্তৃত হবে। অন্যান্য বিভাগগুলোও এ ধরনের উদ্যোগ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করছি।’
নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক দিদার-উল-আলম বলেন, ‘আমাদের দেশে জনসংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু ভূমি সীমিত। তাই আমাদের সামুদ্রিক সম্পদকে কাজে লাগাতে হবে। আমাদের বিশাল-বিস্তৃত সমুদ্রসীমা রয়েছে, এই রিসোর্সকে কাজে লাগাতে হবে। সমুদ্রের প্রাকৃতিক সম্পদ, মৎস্য সম্পদ এ সবই আমাদের অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করতে হবে, যার জন্য প্রয়োজন নতুন নতুন গবেষণা ও ভালো মানের গবেষক। নোবিপ্রবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত এ সমঝোতা স্মারক ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে যেতে আরও সহায়ক ভূমিকা পালন করবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে