Ajker Patrika

নোয়াখালীতে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালী জেলা শহরের মাইজদী বাজার এলাকার একটি ডোবা থেকে মো. মারুফ (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে মাইজদী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনের সামনের ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ডোবায় পড়ে থাকা অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মারুফ নোয়াখালী পৌর এলাকার বোর্ড স্কুল সংলগ্ন মৃত ছানা উল্লাহ ছেলে। সে ভাঙারি মালামাল খুঁজত এবং তা দোকানে বিক্রি করত। 

নিহত শিশুর মা মায়া বেগম জানান, গতকাল বুধবার সকালে তার কাছ থেকে ১০ টাকা নিয়ে বাসা থেকে বের হয় মারুফ। এরপর এলাকায় ছেলে-মেয়েদের সঙ্গে খেলাধুলা করে। প্রতিদিন সন্ধ্যার মধ্যে সে বাসায় ফিরত। কিন্তু গতকাল বুধবার সে বাসায় ফেরেনি। পরে বিভিন্ন জায়গায় খবর নিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সুধারাম থানায় জিডি করার সিদ্ধান্ত নিলে দুপুরের দিকে তার মরদেহ পাওয়া যায়। 

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তারপরও এটি হত্যা নাকি পানিতে ডুবে মারা গেছে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ প্রার্থী, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত