নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি ছেলে বাচ্চা চুরি হয়েছে। চুরি হওয়া ওই বাচ্চার নাম আব্দুর রহমান। বয়স ২ মাস ৭ দিন। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা জান্নাতুল ফেরদৌস বেগমগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তার বাবা ঢাকায় একটি ব্যাগের দোকানে চাকরি করেন।
জানা গেছে, মীর ওয়ারিশপুর ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস (১৯) নামের এক নারী তাঁর ২ মাস ৭ দিনের বাচ্চাকে ডাক্তার দেখানো জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সন্তানকে ডাক্তার দেখিয়ে নিজের চোখের ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়ালে অপরিচিত ওই নারী জান্নাতুল ফেরদৌসের কাছে থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাঁকে টিকিট কাটার জন্য বলেন।
এরপর জান্নাতুল সরলমনে তাঁর শিশুসন্তানকে ওই মহিলার কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ান। টিকিট কাটা শেষে জান্নাতুল যথাস্থানে এসে অপরিচিত মহিলাসহ তাঁর শিশুসন্তানকে না দেখতে পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা বিষয়টি পুলিশকে অবগত করে।
এদিকে হাসপাতালের সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, বোরকা পরা ওই নারীর সঙ্গে ৬-৭ বছরের একটি মেয়ে শিশু রয়েছে। তিনি শিশু আব্দুর রহমানকে নিয়ে হাসপাতাল থেকে দ্রুত বের হয়ে যাচ্ছেন। হাসপাতালের প্রধান গেট পার হয়ে মূল সড়কে গিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠে চলে যান। অটোরিকশাটি ওই মহিলাকে নিয়ে পশ্চিম দিকে (চৌমুহনী চৌরাস্তা) চলে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা হাসপাতালে থাকা সিসি ক্যামেরা ফুটেজগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরবরাহ করেছি। শিশুটিকে উদ্ধার করতে যতটুকু সহযোগিতা করা দরকার আমাদের পক্ষ থেকে তা করা হবে।’
এ বিষয়ের বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, ওই নারীর অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরা ফুটেজগুলো পর্যালোচনা করছি। তবে এখনো পর্যন্ত ভিকটিমকে খুঁজে পাওয়া যায়নি। তল্লাশি কার্যক্রম চলমান আছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি ছেলে বাচ্চা চুরি হয়েছে। চুরি হওয়া ওই বাচ্চার নাম আব্দুর রহমান। বয়স ২ মাস ৭ দিন। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা জান্নাতুল ফেরদৌস বেগমগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তার বাবা ঢাকায় একটি ব্যাগের দোকানে চাকরি করেন।
জানা গেছে, মীর ওয়ারিশপুর ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস (১৯) নামের এক নারী তাঁর ২ মাস ৭ দিনের বাচ্চাকে ডাক্তার দেখানো জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সন্তানকে ডাক্তার দেখিয়ে নিজের চোখের ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়ালে অপরিচিত ওই নারী জান্নাতুল ফেরদৌসের কাছে থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাঁকে টিকিট কাটার জন্য বলেন।
এরপর জান্নাতুল সরলমনে তাঁর শিশুসন্তানকে ওই মহিলার কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ান। টিকিট কাটা শেষে জান্নাতুল যথাস্থানে এসে অপরিচিত মহিলাসহ তাঁর শিশুসন্তানকে না দেখতে পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা বিষয়টি পুলিশকে অবগত করে।
এদিকে হাসপাতালের সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, বোরকা পরা ওই নারীর সঙ্গে ৬-৭ বছরের একটি মেয়ে শিশু রয়েছে। তিনি শিশু আব্দুর রহমানকে নিয়ে হাসপাতাল থেকে দ্রুত বের হয়ে যাচ্ছেন। হাসপাতালের প্রধান গেট পার হয়ে মূল সড়কে গিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠে চলে যান। অটোরিকশাটি ওই মহিলাকে নিয়ে পশ্চিম দিকে (চৌমুহনী চৌরাস্তা) চলে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা হাসপাতালে থাকা সিসি ক্যামেরা ফুটেজগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরবরাহ করেছি। শিশুটিকে উদ্ধার করতে যতটুকু সহযোগিতা করা দরকার আমাদের পক্ষ থেকে তা করা হবে।’
এ বিষয়ের বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, ওই নারীর অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরা ফুটেজগুলো পর্যালোচনা করছি। তবে এখনো পর্যন্ত ভিকটিমকে খুঁজে পাওয়া যায়নি। তল্লাশি কার্যক্রম চলমান আছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
৪ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৩৪ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১ ঘণ্টা আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১ ঘণ্টা আগে