সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ৪ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল রোববার সকালে উপজেলার চরবাটা ইউনিয়নে সেন্টার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে ভ্রাম্যমাণ আদালত চার যুবককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্তদের বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আটককৃতদের আজ সোমবার সকালে জেল হাজতে পাঠানো হবে।
সাজাপ্রাপ্তরা হলেন, চরজুবলী ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের ফখরুল ইসলামের ছেলে শাকিব (২৪), আবুল কাশেমের ছেলে মিরাজ (২৪), নুর ইসলামের ছেলে ছারওয়ার হোসেন (২৬) ও মোস্তফা সারেং এর ছেলে নুর উদ্দিন (২৫)। তাঁরা সবাই স্থানীয় সেন্টার বাজার বিএসবি ব্রিকসের শ্রমিক। এদের মধ্যে আবুল কাশেমের ছেলে মিরাজকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয় এবং বাকিদের তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয়রা বলছে, সকাল সাড়ে সাতটার দিকে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় বখাটেরা তাঁর ওড়না টেনে ইভটিজিংয়ের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে চার যুবককে আটক করে গণপিটুনি দিয়ে চর জব্বার থানায় সোপর্দ করে।
এ বিষয়ে চরজব্বার থানা-পুলিশের উপপরিদর্শক মো. সাগির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৭টায় মেয়েটি প্রাইভেট পড়তে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। এরা ৪ জনই ইটভাটার শ্রমিক। তবে, অভিযুক্তদের দাবি তাঁরা ৪ জন একই মোটরসাইকেলযোগে যাওয়ার পথে মেয়েটির গায়ে ধাক্কা লাগে। কিন্তু ভুক্তভোগীর স্কুলছাত্রীর পরিবার দাবি করছে, তারা মেয়েটিকে উত্ত্যক্তে করার চেষ্টা করা হয়েছে।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ৪ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল রোববার সকালে উপজেলার চরবাটা ইউনিয়নে সেন্টার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে ভ্রাম্যমাণ আদালত চার যুবককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্তদের বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আটককৃতদের আজ সোমবার সকালে জেল হাজতে পাঠানো হবে।
সাজাপ্রাপ্তরা হলেন, চরজুবলী ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের ফখরুল ইসলামের ছেলে শাকিব (২৪), আবুল কাশেমের ছেলে মিরাজ (২৪), নুর ইসলামের ছেলে ছারওয়ার হোসেন (২৬) ও মোস্তফা সারেং এর ছেলে নুর উদ্দিন (২৫)। তাঁরা সবাই স্থানীয় সেন্টার বাজার বিএসবি ব্রিকসের শ্রমিক। এদের মধ্যে আবুল কাশেমের ছেলে মিরাজকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয় এবং বাকিদের তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয়রা বলছে, সকাল সাড়ে সাতটার দিকে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় বখাটেরা তাঁর ওড়না টেনে ইভটিজিংয়ের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে চার যুবককে আটক করে গণপিটুনি দিয়ে চর জব্বার থানায় সোপর্দ করে।
এ বিষয়ে চরজব্বার থানা-পুলিশের উপপরিদর্শক মো. সাগির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৭টায় মেয়েটি প্রাইভেট পড়তে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। এরা ৪ জনই ইটভাটার শ্রমিক। তবে, অভিযুক্তদের দাবি তাঁরা ৪ জন একই মোটরসাইকেলযোগে যাওয়ার পথে মেয়েটির গায়ে ধাক্কা লাগে। কিন্তু ভুক্তভোগীর স্কুলছাত্রীর পরিবার দাবি করছে, তারা মেয়েটিকে উত্ত্যক্তে করার চেষ্টা করা হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে